ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম

পুলিশের সাবেক আইজি ড. বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রিট করার কয়েক ঘণ্টা পর সংস্থাটি এ ঘোষণা দেয়।
সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন গতকাল বিকেল সোয়া ৪টায় ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সংবাদের ভিত্তিতে দুদক আরো আগে বেনজীর আহমেদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। যখন পত্রিকায় প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে তখন দু’জন কমিশনার ছিলেন দেশের বাইরে। এরপরপরই চলে এলো ঈদ। ঈদের পর প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয় গত ১৮ এপ্রিল। প্রথম কমিশন সভায়ই বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এর আগে গতকাল দুপুরে সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট ফাইলের কথা জানান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো: সালাহউদ্দিন রিগ্যান। তিনি বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান চেয়ে গত ৪ এপ্রিল আমরা দুদকে অভিযোগ দাখিল করি।

কিন্তু অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেয়ায় গত ১৮ এপ্রিল আমরা কমিশনকে লিগ্যাল নোটিশ দিই। নোটিশের কোনো সাড়া মেলায় গত রোববার (২১ এপ্রিল) রিট ফাইল করি। আশা করছি বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চে মঙ্গলবার রিটের শুনানি হতে পারে।

রিটকারী আরো বলেন, আমরা বলছি না বেনজীর আহমেদ অবৈধভাবে বা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন বা করেননি। তবে প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান হওয়া উচিত। কারণ, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের মানুষ মনে করে পুলিশের সাবেক আইজির অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। দুদক অনুসন্ধান করে প্রতিবেদন দিলে এই বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। আইন দুদককে স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধান করার ক্ষমতা দিয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ ৪ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

এদিকে হাইকোর্টে রিট করার কারণে এক ধরনের চাপে পড়েই অনুসন্ধানের ঘোষণা দেয়া হলো কি না জানতে চাইলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, এই ধারণা একদম সত্য নয়। আপনারা জানেন যে অনুসন্ধান শুরু করার আগে বেশকিছু প্রক্রিয়া রয়েছে। কিছু বিধি-বিধান রয়েছে। কারো চাপে নয়। কমিশন প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজেই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রকাশিত হয়েছে। এ অভিযোগের বিষয়ে দুদক বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ঈদের পর ১৮ এপ্রিল কমিশনের প্রথম সভায় বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানের অনুমোদন দেয়া হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার তথ্যাদি বিবেচনায় নিয়ে বিধি অনুযায়ী তার বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অনুসন্ধান করতে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই টিম তদারক করার জন্য তদারক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিধি অনুযায়ী যা যা করা দরকার তারা তা করবেন।
বেনজীরের আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান আইওয়াশ কি না- জানতে চাইলে সচিব বলেন, এটা সত্য নয়। এর আগেও বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান চলেছিল, সেটা নথিভুক্ত হয়েছে। সেটিকে পুনরায় শুরু করা যায়নি কেন- জানতে চাইলে সচিব এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

এর আগে গত রোববার হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনও বেনজীর আহমেদের বিষয়ে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন দেন। পরে সাংবাদিকদের বলেন, বনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান। চাকরিতে থাকাকালে তার স্ত্রী ও মেয়েদের নামে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। এসব সম্পদ তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে ব্যারিস্টার সুমন বলেন, বেনজীর আহমেদের বৈধ আয়ের চেয়ে তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের পরিমাণ অনেক বেশি। ফলে তিনি চাকরিতে থাকাকালে পদ-পদবী, ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন বলে মনে করার যথেষ্ট কারণ আছে। ফলে বেনজীর আহমেদ এবং তার স্ত্রী-সন্তানদের সম্পদের তদন্তে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

ব্যারিস্টার সুমন বলেন, আমরা সম্পদের ফিরিস্তি দিয়ে ইন্টারভিউ দেই। ওনার (বেনজীর আহমেদ) সম্পদের ফিরিস্তি এতো বড় যে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আমার মাথায় ধরে না। দেখলাম ৮শ’ বিঘা ৬শ’ বিঘা প্রায় ১৪শ’ বিঘা জমি আছেতো গোপালগঞ্জের দিকে। আমার কাছে মনে হয়, জমি যে আছে এসব অভিযোগতো তিনি অস্বীকার করেননি। আমার এলাকায় আমি বলে এসেছিলাম যে, কিছু লোক আছে যে জায়গায়ই যায় কিছু পয়সাকড়ি থাকলে একটি করে বিয়ে করে আসে। ওনাকে (বেনজীর আহমেদ) দেখলাম উনি যে জায়গায়ই গেছেন সেখানে মোটামুটি জমি-জমার মালিক হয়ে আসছেন। আর একটি বিষয় কি, একজন আইজিপি মহোদয় ওনার যদি এতো সম্পদ হয়, বৈধ-অবৈধর প্রশ্নতো পরে। ওনার ৩৪ বছরের কর্মজীবনে বেতনসহ হওয়ার পাওয়ার কথা এক কোটি ৭৪ লাখ। প্রায় পৌনে ২ কোটি টাকা। পৌনে দুই কোটিতো ওনার বেতন-ভাতা মিলে। আর ওনার বউ আর মেয়ে মিলে মাশআল্লাহ প্রায় কয়েকশ’ কোটি। এতো টাকা যদি তার থাকে... কেউ কোনো কথা বলে না। একটা ইনকোয়ারি যে করবে সেই কথাটি কেউ বলছে না। আমি এখনই বলছি না যে তিনি দুর্নীতিবাজ। এতো সম্পদের হিসাব আসলে একটি ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে, ৩১ তারিখে প্রতিবেদনটি প্রকাশের পর আমি কাউকে কথা বলতে শুনিনি। সবাই মনে হচ্ছে ভয় পায়। হয় মারা যাবো। না হয় তাকে মামলা দেবে। তাকে এই করবে সেই করবে। মানে কী! আরে ভাই, এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যাতো স্পষ্ট বলছেন যে, দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। তাইলে এ রকম একজন আইজিপির এতো সম্পদের হিসাবে এসেছে কেউ কথা বলবে না? আর দুদক? আল্লাহ মাবুদ জানেন! নিজে স্টার্টতো নিতেই পারে না। ধাক্কাইয়া ধাক্কাইয়া স্টার্ট হয় না। আমিতো অনেক দিন ওয়েট করেছি। যখন রিপোর্টটি দেখেছি তখন আমি আমেরিকায়। আরে ভাই একটা কাজতো করো! এতোগুলো বেতন নিচ্ছো। কেবল কাজী আর সাব রেজিস্ট্রারের মামলার করার জন্য দুদক আসে নাই তো! আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আইজিপি মহোদয় এতো সম্পদ বানাইলে হয় কি জানেন, অশনি সঙ্কেতটা কোন্ জায়গায়? অশনি সঙ্কেত হলো গিয়ে, পরবর্তীতে যারা আইজিপি হয়ে আসবেন, তারা হয়তো ভাবছেন যে, মডেল ক্যারেক্টার আমাদের কে হবে? যারা অসৎ হবেন তারা হয়তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনিই আমাদের আদর্শ। উনি যদি আদর্শ হিসেবে পরবর্তী আইজিপিদেরকে ৮শ’-৯শ’ এক হাজার বিঘা কেনা লাগবে। এরপর আসছেন নিচে আছেন যারা। তাদের অনেক কিছু সৎ অফিসার আছেন। তাদের মধ্যে একধরনের হতাশা তৈরি হবে। তারা ভাববেন, আমরা সৎ থেকে কি লাভ হলো? জীবনে কিছুইতো করতে পারলাম না!


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি