ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা ব্রিজের ওপর যাত্রী নামাতে গিয়ে ফ্লাইওভারে যানজট লেগে যায়

বিমানবন্দর সড়কে বিশৃঙ্খল যানবাহন

Daily Inqilab মাসুদ পারভেজ (উত্তরা)

২৩ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম

উত্তরা বিমানবন্দর সড়কে বিশৃঙ্খলভাবে চলছে যানবাহন। যেখানে সেখানে যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী ওঠানামা কারনো হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয়রা। অনেক সময় ঘটে দুর্ঘটনা। বিশৃঙ্খল ও হযবরল গাড়ি চলাচল ও যাত্রী ওঠানামা কারানোর কারণে যানজট সৃষ্টি হয়। এছাড়াও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলায় সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ফিটনেসবিহীন গাড়ি। এর ফলে বেড়েছে যানজট ও সড়ক দুর্ঘটনা। এসব গাড়ির চালকদের থাকেনা কোন লাইসেন্স। সড়কের এসব ঘটনা দেখভালের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ রয়েছে নানান অভিযোগ। বিমানবন্দর মহাসড়কে গত ১৯ এপ্রিল বেপরোয়া গতিতে চলা রাইদা পরিবহন বাস চাপায় নিহত হন মাইদুল ইসলাম সিদ্দিকী নামে সিভিল এভিয়েশনের সিনিয়র এক প্রকৌশলী। গাড়িটির ছিল না ফিটনেস, চালকের ছিল না লাইসেন্স। র‌্যাব-১ ও র‌্যাব-৮ যৌথভাবে অভিযান চালিয়ে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রাম থেকে ড্রাইভার মাহমুদকে গ্রেফতার করে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রবেশপথ উত্তরা আব্দুল্লাহপুর মোড় থেকে খিলক্ষেত এলাকার প্রায় ৩ কিলোমিটার সড়কে রয়েছে ছয়টি বিট বক্স। এসব বিট বক্সের মূল দায়িত্বে রয়েছে একজন ট্রাফিক ইনস্পেক্টর (টিআই)। প্রতিটি বক্সে কয়েকজন ট্রাফিক সার্জেন্ট, কনস্টেবল, আনছার সদস্যসহ প্রায় ২০-২২ জন কাজ করেন। এ হিসেবে শতাধিক ট্রাফিক পুলিশ বিমানবন্দর মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন, যা প্রয়োজনের চেয়ে কোন অংশে কম নয়। এ বিষয়ে স্থানীয়রা বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা ঠিক মতো কাজ করলে ফিটনেসবিহীন গাড়ি জব্দ করে ডাম্পিং করা হলে, লাইসেন্স বিহীন ড্রাইভারদেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এবং বেপরোয়া গতির গাড়িগুলোকে জরিমানাসহ আইনের আওতায় আনা হলে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল কমবে।

ঢাকা বিমানবন্দর মহাসড়কে যানজট কমাতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছেন। কিছু কিছু প্রকল্পের কাজ শতভাগ শেষ না হলেও জনসাধারণের সুবিধার্থে সাময়িক সময় যানচলাচলের জন্য দ্বার খুলে দেওয়া হয়েছে। সরেজমিনে বিমানবন্দর মহাসড়কের কয়েকটি উড়ালসড়ক পরিদর্শন করে দেখা যায় সেখানে রয়েছে বাস ড্রাইভারদের দৌরাত্ম্য, চলে বপরোয়া গতিতে তারা কোন কিছুর তোয়াক্কা করে না, মন মতো যেখানে সেখানে যাত্রী উঠানামা করছে। উত্তরবঙ্গ থেকে গাজীপুর টঙ্গী হয়ে এসি /নন এসি নামি-দামি বিভিন্ন পরিবহন টঙ্গী ফায়ারসার্ভিস স্টেশন রোড হয়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ব্রিজের ওপরই যাত্রীদের নামাতে দেখা যায়। যাত্রীদের জীবনের ঝুঁকির তোয়াক্কা না করেই বাস কন্ট্রাক্টর সেখানে থাকা ট্রাফিক পুলিশের সামনেই তাদেরকে উড়ালসড়কের উপর নামিয়ে চলে যায়। ব্রিজের ওপর যাত্রী নামাতে গিয়ে টঙ্গী থেকে আসা গাড়ির চাপে মাঝে মাঝে উড়ালসড়কেও যানজট লেগে যায়।

জানা যায়, এ এলাকার যানজট মুক্ত রাখার দায়িত্বে রয়েছেন টিআই মাসুম খান। আজমপুর এলাকার পথচারী ও অটোরিকশা যাত্রীরা জানান, টিআই মাসুম বেশির ভাগ সময় আজমপুর ফুটওভারব্রিজের পূর্ব পাশের এসি রুমে বসেই সময় কাটান। সন্ধ্যা হলে দালালের মাধ্যমে আজমপুর রেললাইন পার করে মেইন রোডে বেটারীচালিত অটোরিকশা এনে প্রতিটি গাড়ি থেকে ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে চাঁদা নেন। এছাড়াও তার নেতৃত্বে ফুটপাথে দোকান বসে। সেখান থেকেও তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তাছাড়া ও মাঝে মাঝে বিভিন্ন এলাকার অটোরিকশা ও লেগুনা থেকে চাঁদা উঠায় এমন লোকজনকে তার অফিসে আসা যাওয়া করতে দেখা যায়।
বিএনএস সেন্টার এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সামনে কিভাবে বাস কন্ট্রাক্টর যাত্রীদেরকে ঝুঁকিতে ফেলে ব্রিজের ওপর নামিয়ে দেয় এবং সড়কের মাঝখান থেকে যাত্রী উঠানো হয়, এবিষয়ে সেখানে দায়িত্বরত সার্জেন্ট ফারুকের সাথে কথা বলে ওনার দায়িত্ব কি জানতে চাইলেন তিনি পাশকাটিয়ে চলে যান। কয়েক মিনিট পর ফিরে এসে তিনি উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলতে বলেন।

এ বিষয়ে ট্রাফিক উত্তরা জোনের সিনি. সহকারী পুলিশ কমিশনার মো. ইব্রাহিম দৈনিক ইনকিলাবকে বলেন, প্রচন্ড গরমের কারণে পিক আওয়ারে তারা সেখানে কন্টিনিউ থাকেন, মাঝে মাঝে পানি খেতেও যান। সড়ক ডিভাইডার, ভেরীয়ারসহ বিআরটি প্রকল্পের কাজ পুরো পুরি সম্পন্ন হলে এধরণের সমস্যা থাকবে না। এ বিষয়ে হাউজ বিল্ডিং এলাকার টিআই কাজী মিজান বলেন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ছুটির সময় সেখানে এমন দৃশ্য বেশি দেখা যায়,প্রতিদিন মামলা দেয়া হয়, মামলার ভয়ে মাঝে মাঝে ড্রাইভার গাড়ি টান দিয়ে চলে যেতে চাইলে ছাত্রদের সাথে তাদের হাতা হাতি হয়। কখনো কখনো বাস কন্ট্রাক্টরকে যাত্রীদের হাতে মারও খেতে হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মামলা দিলেই হবে না,পথচারী বাস যাত্রী, বাস ড্রাইভার ও কন্ট্রাক্টর সবাইকে সচেতন হতে হবে।

বিমানবন্দর মহাসড়ক এলাকার সবগুলো ফ্লাইওভার সরেজমিনে ঘুরে দেখা যায়,প্রতিটি ওভারব্রীজের গোড়ায় স্বল্প পরিসরে যাত্রীবাহী বাস গুলো যাত্রী উঠায় এবং নামায়। ব্যতিক্রম শুধু বিএনএস সেন্টার এলাকা। এখানকার পথচারী ও ফুটপাথগুলোতে দোকানদারী করে এমন কয়েকজন বলেন, এ অংশে দায়িত্বরত টিআই মাসুম খানের অবহেলায় টঙ্গী গাজীপুর গামী গণপরিবহন ও উত্তরবঙ্গে গাড়িগুলো উড়ালসড়কের গোঁড়ায় দাঁড়িয়ে যাত্রী উঠায় ফলে আজমপুর সড়কে সৃষ্টি হয় যানজট।

এ বিষয়ে আজমপুর বক্সের টি আই মাসুম খান বলেন, গত দুই মাসে দুইশতাধিক গাড়িকে মামলা দিয়েছি। আমাদের সহকর্মীরা কাজ করছে। ফুটপাথ ও বেটারীচালিত অটোরিকশায় চাঁদা উঠানোর বিষয়ে জানতে চাইলে মিটিংয়ে আছেন বলে এড়িয়ে যান। পরবর্তীতে তিনি জানান, এসব বিষয়ে তিনি জড়িত নন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ