ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
বিভিন্ন নেতৃবৃন্দের তীব্র প্রতিবাদ অব্যাহত

দু’সহোদর হত্যাকাণ্ডে পার্শ্ববর্তী দেশের পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৭ এএম

মধুখালীর মন্দিরে আগুন দেয়ার অভিযোগে উগ্র-হিন্দুদের বর্বরোচিত হামলায় দু’সহোদর ভাই কোরআনে হাফেজ হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন দল ও সংগঠনের তীব্র প্রতিবাদ অব্যাহত রয়েছে। নির্দোষ নির্মাণ শ্রমিক আপন দুই ভাইকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ফরিদপুরের মধুখালির দুই মুসলিম তরুণকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হিন্দুদের ধর্মীয় উন্মাদনা কাজে লাগিয়ে হিন্দুত্ববাদের নগ্ন দোসর নরেন্দ্র মোদী ভারতের চলমান নির্বাচনে ফায়দা নেয়ার ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় উলামা মুভমেন্টের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান ও মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখী। এই পরিকল্পিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তে পা দেয়া যাবে না। নেতৃবৃন্দ বলেন, সরকারের উচিত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং হতাহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া।

বাংলাদেশ খেলাফত মজলিস : মধুখালীর মন্দিরে আগুনের ঘটনায় নিছক সন্দেহের বশে স্থানীয় হিন্দু সম্প্রদায় দুই মুসলিম শ্রমিককে নৃশংসভাবে হত্যা ও কয়েকজনকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদয়িক সম্প্রীতিতে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে মুসলিম, হিন্দু বৌদ্ধসহ অনেকেই বসবাস করছেন। মসজিদ মাদরাসা ও মন্দির পাশাপাশি থেকেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু ভারতের নির্বাচনের পাক্কালে হিন্দুদের মন্দিরে হামলা এবং একে কেন্দ্র করে দুইজন মুসলিম শ্রমিককে নিমর্মভাবে হত্যা ও কয়েকজনকে আহত করে জনমনে আতঙ্ক তৈরি করা হয়েছে। এ ঘটনার উদ্দ্যেশ্য সরকারকে খুঁজে বের করতে হবে। এদের চক্রান্ত দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের বিরুদ্ধে। দেশের মানুষ এ ঘটনায় স্তব্ধ ও মর্মাহত এবং বাকরুদ্ধ। কোনো ধরণের তদন্ত ছাড়া এভাবে দুই জন মানুষকে হত্যা করা যা কেনো ভাবেই মেনে নিতে পারি না। ৯৫ ভাগ মুসলমানের দেশে মুসলিম শ্রমিকদের নির্যাতন ও হত্যা গভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের সনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, দুঃখের সাথে বলতে দুইজন জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে অথচ আমাদের দেশের প্রশাসন এখনো উগ্র সন্ত্রাসীদের গ্রেফতার করেনি ও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে সর্বেচ্চ শাস্তি দিতে হবে যাতে করে কেউ এধরণের ঘটনা ঘটানোর আর সাহস না পায়।

জাতীয় উলামা মুভমেন্ট : ফরিদপুরের মধুখালির দুই মুসলিম তরুণকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হিন্দুদের ধর্মীয় উন্মাদনা কাজে লাগিয়ে হিন্দুত্ববাদের নগ্ন দোসর নরেন্দ্র মোদী ভারতের চলমান নির্বাচনে ফায়দা নেয়ার ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় উলামা মুভমেন্টের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান ও মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখী। গতকাল এক যুক্ত বিবৃতিতে জাতীয় উলামা মুভমেন্ট এর পক্ষ থেকে এই পরিকল্পিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তে পা দেয়া যাবে না।

সরকারের উচিত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
নইলে মুসলিম জনগোষ্ঠীর মনের পুঞ্জিভূত ক্ষোভ ছড়িয়ে পারলে পরিস্থিতি জটিল হবে এবং তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

ইসলাম ধর্মীয় বিশ্বাসের মাঝে ভিন্ন ধর্মের উপর কোন ধরনের আক্রমণবা আাঘাত করা কে সমর্থন করে না।তাই মুসলমানদের
মন্দিরে আগুন দেয়া বা হিন্দুদের ধর্মীয় কোন স্থাপনায় কোন ধরনের আক্রমণের প্রশ্নই আসে না। বরং এতোবড়ো লোমহর্ষক বর্বরোচিত হত্যাকান্ডে দেশের কোথাও হিন্দুদের উপর মুসলমানদের কোন আক্রমণ বা জ্বালাও পোড়াও এর ঘটনা ঘটেনি। এটাই দেশের মুসলিম জনগোষ্ঠীর প্রকৃত চিত্র। জাতীয় উলামা মুভমেন্ট এর পক্ষ থেকে শহিদ পরিবার-পরিজনদের রাষ্ট্রীয় ভাবে ক্ষতি পূরণ ও আহতদের চিকিৎসা এবং সর্বাত্মক সহযোগিতার জোর দাবী জানানো হয়।

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ : ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এক বিবৃতিতে বলেন, ৯০ শতাংশ মুসলিমের দেশ হওয়া সত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বের নজর কেঁড়েছে। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতার উর্ধে উঠে যুগের পর যুগ হিন্দু , বৌদ্ধ ও খৃষ্টানদের সাথে সহাবস্থান করছে।
তিনি আরও বলেন, ফরিদপুরে উগ্র হিন্দুরা নিরীহ নির্দোষ শ্রমিকদেরকে অমানবিক নির্যাতন করে দুই সহোদরকে হত্যা করেছে এটা মুসলিম দেশে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বলেন, উগ্রপন্থীরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে তিনি মনে করেন। তিনি প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। তা’নাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাতিল প্রতিরোধ পরিষদ : বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল এক বিবৃতিতে দু’সহোদর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো মুসলমান হিন্দুদের মন্দিরে আগুন দিতে পারে না। কোনো প্রমাণ ছাড়াই উগ্র-হিন্দু সন্ত্রাসীরা কীভাবে মুসলমানদের পিটিয়ে হত্যা করলো এটা দেখার কেউ নেই। বিভিন্ন সময়ে আওয়ামী সরকার খোড়া অযুহাতে দেশের শীর্ষ পর্যায়ের আলেম ওলামা ও মাদরাসার ছাত্রদের গ্রেফতার করে দীর্ঘ দিন কারাবন্দি করে রেখেছিল। উগ্র-হিন্দুরা প্রকাশ্যে পিটিয়ে কোরাআনে হাফেজ দুই ভাইকে হত্যা করলো। কিন্তু পুলিশ এসব খুনীদের গ্রেফতারের কোনো উদ্যোগই নেইনি। এটা রহস্যজনক। তিনি বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর বসবাস। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে মানুষ সহঅবস্থান করছে। বিশেষ করে সংখ্যালঘুদেরকে উগ্রতা পরিহার করে সংযত হতে হবে। তিনি অতিদ্রুত উগ্র খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ : ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, মধুপুরের পঞ্চপল্লীতে উগ্র হিন্দুদের আচরণ সকল অসভ্য ও বর্বরতাকেও হার মানিয়েছে। প্রতীমায় আগুন দেয়া নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। কিন্তু এ ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার জন্যেই উগ্র হিন্দুরা অমানবিক, নিষ্ঠুর ও নির্মম এ হত্যাকান্ড ঘটিয়েছে। নির্মম এ হত্যাযজ্ঞের পর সরকার ও স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনক বলে উল্লেখ করে তিনি আরও বলেন, উগ্র ও সন্ত্রাসী হিন্দুরা প্রায় ৬ ঘন্টারও বেশি সময় পুলিশ প্রশাসনকে অবরুদ্ধ করে রাখার পরও সরকার কেন দ্রুত ব্যবস্থা নেয়নি এ প্রশ্ন পুরো দেশবাসির। সরকারের চরম ব্যর্থতা পঞ্চপল্লীতে স্পষ্ট। খেটে খাওয়া দিনমজুর নিরপরাধ ২ সহোদর হত্যা পুরো দেশবাসির বিবেক নাড়া দিলেও সরকার ও প্রশাসনের ভূমিকা রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ। আমরা সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এ হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আইনজীবী পরিষদ : ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মো. মশিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট শহিদুল হক তোতা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট বাইজিদ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেছেন, সংখ্যালঘু উগ্র-হিন্দুদের বর্বরোচিত হামলায় নিরীহ সহোদরসহ তিন জনের মর্মান্তি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, মধুখালীর কালীমন্দিরে আগুন দেয়ার অভিযোগে নির্মাণ শ্রমিক আপন দুই ভাইসহ তিনজনকে নৃশংসভাবে যারা হত্যা করেছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মন্দিরে হামলার বিচার চাই আমরা। সেইসাথে যারা নিরীহ নিরাপরাধ তিনজনকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মন্দিরে আগুন দেয়ার সাথে জড়িতদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে। কারা বার বার মন্দিরে হামলা করে দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করতে চায়?


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি