আজ ফেরত যাবে ২৮৫ সেনা-বিজিপি সদস্য

মিয়ানমার থেকে এলো ১৭৩ বাংলাদেশি

Daily Inqilab কক্সবাজার ব্যুরো

২৫ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। গতকাল বুধবার বেলা ১টা ২০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে এসে পৌঁছেছেন তারা। গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর ‘নেভাল শিপ চিন ডুইন’ নামের একটি জাহাজ থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ এসব বাংলাদেশিদের নুনিয়ারছড়া ঘাটে নিয়ে এসেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমার ফেরত এই ১৭৩ জনের মধ্যে ১২৯ জনই কক্সবাজার জেলার, ৩০ জন বান্দরবান, সাতজন রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে। জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল বলেন, আরো অনেক বাংলাদেশি মিয়ানমারের কারাগারে আছে; যারা নাম বিভ্রাটের কারণে সাজা শেষ হলেও দেশে ফিরতে পারছেন না। তিনি বলেন, সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে দেশের বাইরে গেলে বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা ঠিকমত দেয়ার আহবান জানান তিনি। কক্সবাজারের পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসাদের বিজিবি গ্রহণ করে পুলিশকে হস্তান্তর করবে। তারপর যাচাই-বাছাই শেষে স্ব স্ব থানার পুলিশের মাধ্যমে স্বজনদের হস্তান্তরের প্রক্রিয়াটি করা হবে।

এর আগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশিদের নিয়ে আসা অগ্রবর্তী মিয়ানমারের প্রতিনিধিদলটি একটি বিশেষ ট্রলারে কক্সবাজার এসে পৌঁছান। দলটি কক্সবাজার পৌঁছার পর পরই ঘাট থেকে গাড়ি নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রওনা হয়েছেন। যেখানে বিজিবির অধীনে রয়েছেন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৮৫ সদস্য। তাদের ফেরত নেওয়ার প্রক্রিয়ার জন্যই প্রতিনিধিদলটি নাইক্ষ্যংছড়ি গেছেন। পরে আজ বৃহস্পতিবার সকালে আশ্রয় নেয়া সেনা ও বিজিপি সদস্যদের নিয়ে মিয়ানমারের ফেরত যাবে দলটি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও সেনা সদস্যদের মধ্যে গত ১৯ এপ্রিল একদিনে ২৪ জন, ১৬ এপ্রিল ৬৪ জন, ১৪ এপ্রিল ১৪ জন, ৩০ মার্চ ৩ জন ও ১ মার্চ ১৭৭ জন পালিয়ে এসেছিলেন। এরও আগে ফেব্রুয়ারির শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরো ৩৩০ জন। যাদের গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

প্রথম দফায় ফেরতের সময় ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের প্রবেশ এবং সংশ্লিষ্টরা কথা বললেও এবার তা হচ্ছে না। তবে ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ এবং মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
এদিকে যে জাহাজে করে বাংলাদেশিরা ফিরেছেন ওই জাহাজে করেই আজ বৃহস্পতিবার মিয়ানমার ফিরে যাবেন চলমান গৃহযুদ্ধের জের ধরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা বাহিনী ও বর্ডার গার্ড পুলিশের ২৮৫ সদস্য।

তবে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস সূত্র দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার নেভাল শিপ ‘চিন ডুইন’ গতকাল বুধবারের মধ্যে জাহাজটি বাংলাদেশের ভূখণ্ডে পৌছায় এবং বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। আর বৃহস্পতিবার সকালেই বাংলাদেশে পালিয়ে আশ্রয়রত মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৮৫ সদস্যকে নিয়ে বাংলাদেশি একটি জাহাজ সাগরে যাবে এবং মিয়ানমারের জাহাজে তাদের হস্তান্তর করা হবে।

গভীর সাগর থেকে মিয়ানমারের জাহাজ থেকে এসব বাংলাদেশিদের বাংলাদেশি জাহাজে উঠানো হয়। জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে নিয়ে আসা হবে। ওই ঘাট থেকে একই প্রক্রিয়া নিয়ে যাওয়া হবে মিয়ানমারের ২৮৫ সদস্যকে।

মিয়ানমারে ফেরত যাওয়াদের মধ্যে গত ১৯ এপ্রিল একদিনে নতুন ২৪ জন, ১৬ এপ্রিল ৬৪ জন, ১৪ এপ্রিল ১৪ জন, গত ৩০ মার্চ ৩ জন ও ১ মার্চ ১৭৭ জন বিজিপি ও সেনা সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে। এরও আগে ফেব্রুয়ারির শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরো ৩৩০ জন। গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

এদিকে সচেতন মহলের মতে, গত ৭ বছরে ১৫ লাখের মত রোহিঙ্গাকে প্রতিপালন করে আসছে বাংলাদেশ। মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধের কারণে প্রতিদিন সীমান্তে বাংলাদেশি নাগরিকরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সুযোগে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা-বিজিপি সদস্যদের হাতে রেখে ক্ষতিপূরণের জন্য দেন দরবার করা যেতে পারে। কিন্তু তা না করে সরকার পালিয়ে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এভাবে ফেরত পাঠানো ঠিক মনে করছেন না তারা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পেঁয়াজের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

পেঁয়াজের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

নোয়াখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৪

নোয়াখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৪

কলাপাড়া যুবলীগ নেতার খাবার পানি ও স্যালাইন বিতরণ

কলাপাড়া যুবলীগ নেতার খাবার পানি ও স্যালাইন বিতরণ

কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেননা : মৌলভীবাজারে প্রধান বিচারপতি

কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেননা : মৌলভীবাজারে প্রধান বিচারপতি

শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন  ভোলা

শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন ভোলা

উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত- দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত- দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

চীনের সাহায্যে চাঁদে পাড়ি দিল পাকিস্তানের প্রথম চন্দ্র-উপগ্রহ!

চীনের সাহায্যে চাঁদে পাড়ি দিল পাকিস্তানের প্রথম চন্দ্র-উপগ্রহ!

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় জয়, সুনাকের দল ধরাশায়ী

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় জয়, সুনাকের দল ধরাশায়ী

উপজেলা নির্বাচনী প্রচারণায় এগিয়ে জাহিদুল ইসলাম জুয়েল

উপজেলা নির্বাচনী প্রচারণায় এগিয়ে জাহিদুল ইসলাম জুয়েল

ইরানকে যেভাবে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে চীন

ইরানকে যেভাবে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে চীন

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন

ফ্রিজের ভেতর থেকে চার শিশুর লাশ উদ্ধার, অতঃপর...

ফ্রিজের ভেতর থেকে চার শিশুর লাশ উদ্ধার, অতঃপর...

ফের কলকাতার সিনেমায় বাঁধন

ফের কলকাতার সিনেমায় বাঁধন

গাজায় সাত মাসে ৩৪ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত

গাজায় সাত মাসে ৩৪ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত

তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা

তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা

টানা আট ঘণ্টা নির্যাতন করে স্ত্রীকে হত্যা করলেন মন্ত্রী, দেশজুড়ে বিতর্ক

টানা আট ঘণ্টা নির্যাতন করে স্ত্রীকে হত্যা করলেন মন্ত্রী, দেশজুড়ে বিতর্ক

কোক স্টুডিও বাংলা’র নতুন গান ‘মা লো মা’

কোক স্টুডিও বাংলা’র নতুন গান ‘মা লো মা’

বালিশে বুক ঢেকে হোটেল থেকে বের হলেন ব্রিটনি, কী ঘটেছে মাঝরাতে?

বালিশে বুক ঢেকে হোটেল থেকে বের হলেন ব্রিটনি, কী ঘটেছে মাঝরাতে?

কানাডায় নিজ্জর হত্যার ঘটনায় তিন ভারতীয় আটক

কানাডায় নিজ্জর হত্যার ঘটনায় তিন ভারতীয় আটক