ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

মাদরাসার শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন : সিপিডি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৪ মে ২০২৪, ০১:০৯ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ০১:০৯ এএম

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, দেশের বিরাটসংখ্যক শিক্ষার্থী মাদরাসায় যাচ্ছে। এই শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করে বিপুল অর্থ আয় করতে পারেন।

এ ব্যাপারে উদ্যোগ নেয়া জরুরী। এতে আরো বলা হয় কওমি মাদরাসায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের অনীহা দেখা দেয়। আউটসোর্সিং এর কাজ হয় ইংরেজিতে। ভাষা দক্ষতা না থাকার কারণেও অনেকে কাজ করতে পারছেন না। ‘পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক এই সংলাপ পঞ্চগড়ে আয়োজন করা হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতায় ছিল ইউরোপীয় ইউনিয়ন, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং তার সহযোগী প্রতিষ্ঠান ইকোস্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, গুণমানসম্পন্ন শিক্ষা না দিলে পিছিয়ে যাবে বাংলাদেশ। সৃষ্টি করবে বিভাজন। এত মানুষ চাকরির জন্য আসে। কিন্তু যোগ্যলোক পাওয়া যায় না। বিদেশ থেকে লোক আনতে হয়। কারিগরি শিক্ষাকে আরও ব্যবহার করতে হবে। প্রথাগত দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। স্থানীয় পর্যায়ে শিক্ষাকে নিয়ে যেতে হবে।

ডায়ালগের শুরুতে ওই এলাকার বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন পেশ করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। গবেষণা সহযোগিতায় ছিলেন মো. রিফাত খান আওলাদ ও নাইমা জাহান তৃষা। প্রতিবেদনে দেখা যায়, ৪১.৫০ শতাংশ শিক্ষার্থী বলছেন খুব সহজে ডিবেটে অংশ নিতে পারছেন না। এ ছাড়াও ৪৩.৫০ শতাংশ শিক্ষার্থী বলছেন কিছুটা প্রবেশগম্য।

জরিপে অংশ নেন ২০০ বর্তমান ও সাবেক শিক্ষার্থী। যার ৫৮ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী। যারা ১-৩ মেয়াদি কোর্স করেন ২৪ শতাংশ, ৪-৬ মাস মেয়াদি কোর্স ৪২.৫০ শতাংশ এবং ১২-৪৮ মাস মেয়াদি কোর্সে অংশ নেন ৩৩.৫০ শতাংশ। অংশ নেয়াদের বয়স সর্বাধিক ১৪-২০ বছর ৫২ শতাংশ, ২১-২৭ বছর বয়স ৪০ শতাংশের। তাদের মধ্যে সর্বাধিক ৩৫.৫ শতাংশ শিক্ষা নেন ইলেকট্রনিক এবং ইঞ্জিনিয়ারিং-এ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ তৈরি পোশাক। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে সর্বাধিক তথ্যপ্রাপ্তি হয় ৬১.৫ শতাংশ বন্ধু বা পরিবারের সুপারিশে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ শতাংশ শিক্ষার্থী ভর্তি হন বিজ্ঞাপন দেখে।

প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়। উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো কারিগরি শিক্ষাকে একটি অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে সরকারিভাবে কার্যকর স্বীকৃতি দিতে হবে, প্রদত্ত বাজেট ব্যবহারের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন এ ক্ষেত্রে একই সঙ্গে সুশাসন প্রয়োজন। সার্বিকভাবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে স্বল্পমেয়াদি কোর্সের চাইতে দীর্ঘমেয়াদি এবং কর্ম চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর্সের উপর জোর দেয়া প্রয়োজন। চলমান শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত যে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান তা বাজার উপযোগিতার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। এক্ষেত্রে সম্ভাব্য চাকরিক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ঠজনদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে চাকরি পেয়েছে বা যারা স্বর্কমসংস্থানে সফল হয়েছে তাদের অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনা দরকার, পাঠ্যক্রমে অন্তর্গত বিষয় পাঠদানে কারিগরি শিক্ষা আধুনিক প্রযুক্তি ও বাজার চাহিদা বিবেচনায় দক্ষ শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ দেয়ার বিষয়ে সক্রিয় উদ্যোগ নিতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি ল্যাবভিত্তিক বা হাতে-কলমে শিক্ষার প্রতি জোর দেয়া প্রয়োজন।

আলোচনায় অংশ নেয়া সাধারণ দর্শকরা বলেন, ট্রেড সার্সিয়েংর ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। বাজার চাহিদা অনুযায়ী ট্রেনিং এর ব্যবস্থা সঠিক নয়। সিলেবাস করতে হবে বিদেশে কার্যকর নির্ভর। আমরা দেশের বাইরে কার্যকর হয় এমন প্রশিক্ষণ দিতে পারলে বিপুলসংখ্যক অর্থ আয় করা সম্ভব। ডায়ালগে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পারিবারিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এগুলোর মনিটরিং জোরদার করতে হবে।
আলোচনায় যোগ দিয়ে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ বলেন, আমাদের সমাজে কারিগরিকে হেয় করে দেখা হয়। তাদের অবমূল্যায়ন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূঁইয়া বলেন, কারিগরি শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। নির্বাচনী ইশতেহারে বড় অগ্রাধিকার রেখেছিলাম। এখন ১৫-৩৫ বছর বয়সী সংখ্যা প্রায় ৩৫ ভাগ। তিনি বলেন, আমাদের বিরাটসংখ্যক শিক্ষার্থী মাদ্রাসায় যাচ্ছে। কিন্তু এই শিক্ষার পরও যাতে দক্ষতা অর্জন করতে পারছে না। তারা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন। কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের অনীহা দেখা দেয়। আউটসোর্সিং এর কাজ হয় ইংরেজিতে। ভাষা দক্ষতা না থাকার কারণেও অনেকে কাজ করতে পারছেন না।
সমাপনী বক্তব্যে সিপিডি’র ডিস্টিংগুইশন ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষায় প্রযুক্তির বিষয়টাকে নিয়ে আসতে হবে। বাংলাদেশের চ্যালেঞ্জ যেগুলো আসবে সেগুলো মোকাবিলার জন্য কারিগরি শিক্ষায় উন্নত হওয়া খুবই জরুরি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

চোট নিয়ে খেলছেন সাকিব: যে প্রশ্ন তুললেন তামিম

চোট নিয়ে খেলছেন সাকিব: যে প্রশ্ন তুললেন তামিম