ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি অধিকাংশ জেলায় উচ্চতাপে পুড়ছে ফল-ফসল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বজ্রবৃষ্টিতে গরমের দাপটে কিছুটা স্বস্তি

তাপদাহের সঙ্গে স্বল্প বৃষ্টি

Daily Inqilab শফিউল আলম

০৪ মে ২০২৪, ০১:১৪ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ০১:১৪ এএম


চলমান উচ্চ তাপদাহের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্ত ও অল্পস্বল্প বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমের দাপট কিছুটা হ্রাস পেয়েছে, সাময়িক স্বস্তি এসেছে। তবে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তেমন বৃষ্টিপাত হয়নি। এতে করে ভ্যাপসা গরমে-ঘামে জনজীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। গতকাল শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবারও সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সে.। যা আগের দুই দিনের চেয়ে দুই ডিগ্রি কম। গতকাল রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮.১ এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সে.। এছাড়া উচ্চ তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো ছিলÑ চুয়াডাঙ্গায় ৪১.২, পাবনা ও মোংলায় ৪০, রাজশাহীতে ৩৯.৮, সাতক্ষীরায় ৩৯.২, ফরিদপুরে ৩৯.১, কুষ্টিয়ায় ৩৯ ডিগ্রি সে.। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬.১ ডিগ্রি সে.।
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে, রাঙ্গামাটিতে ৪৪ মিলিমিটার। এর আগে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে বৃষ্টিপাত হয় ৬৭ মি.মি.। গতকাল আরও বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ২৪, চট্টগ্রামে ৩, সন্দ্বীপে ৮, সীতাকু-ে ৫, টেকনাফ ও বান্দরবানে ৭ মি.মি.। এ সময়ে খুলনা ও রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া বিভাগ বলছে, চলমান তাপদাহ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু দিন সময় লাগবে। বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পাশাপাশি এখনও দেশের উল্লেখযোগ্য এলাকাগুলোতে টানা খরা-অনাবৃষ্টি, উচ্চতাপের কারণে ফল-ফসল, কৃষি-খামার, চিংড়িসহ মৎস্য চাষ, পোলট্রি ও ডেয়রি খামার, জনস্বাস্থ্য, প্রাণ-প্রকৃতি, পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। উচ্চ তাপপ্রবাহে আধাপাকা ইরি-বোরো ধান, অর্থকরী ফল-ফলাদি যেমন- আম, লিচু, পেঁপে, আতা, সফেদা, জামরুল ইত্যাদির ফলন ব্যাহত হচ্ছে। টানা খরতাপে সর্বত্র মাঠ-ঘাট ফেটে চৌচির। বিশুদ্ধ পানির সঙ্কট তীব্র থেকে তীব্রতর হয়েছে। পুকুর, দীঘি, কুয়াসহ পানির উৎসগুলো শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামছে দ্রুত। হাজারো নলকূপে পানি উঠছে না। অব্যাহত খরা-তাপদাহ ও বিশুদ্ধ পানির সঙ্কটে জ¦র-সর্দিকাশি, ডায়রিয়া, চর্মরোগ, শ^াসকষ্টসহ নানাবিধ রোগব্যাধিতে ঘরে ঘরে মানুষ অসুস্থ।

চলতি সপ্তাহের পূর্বাভাসÑ
আজ শনিবার সন্ধ্যাসহ পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজুমল হক জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. কমতে পারে।
এর পরের ৫ দিনে সারাদেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত ক্রমেই বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। তাপপ্রবাহের এলাকা কমে যেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ঊর্ধ্বে!
দেশে তেমন বৃষ্টিপাত না হলেও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের ফলে উজানের ঢলে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বুলেটিনে জানা গেছে, বাংলাদেশ ও বৈশি^ক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ীÑ আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারতের উজানের আকষ্মিক ঢলে গতকাল সুরমা নদী কানাইঘাট পয়েন্টে সাকালে বিপদসীমার ১৩ সেন্টিমিটার এবং বিকালে ৭৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। পাউবো’র কেন্দ্র আরও জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের (সিলেটসহ হাওর অঞ্চল) পাউবো’র পর্যবেক্ষণাধীন ৪৬টি স্টেশনের মধ্যে ৩১টি পয়েন্টে বর্তমানে পানি বৃদ্ধি পাচ্ছে। ১০টি স্থানে পানি কমছে এবং ৫টিতে অপরিবর্তিত রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী