তাপমাত্রা ‘স্বাভাবিকে’র নিচে : সারা দেশে শিলাবৃষ্টি-বজ্রপাত-কালবৈশাখী ঝড়ের ফের সতর্কবার্তা ষ দেশজুড়ে বর্ষণ অব্যাহত সর্বোচ্চ বৃষ্টিপাত খরাদগ্ধ রাজশাহীতে ৫১ মি.মি.

বর্ষণে সজীব প্রাণ-প্রকৃতি

Daily Inqilab শফিউল আলম

০৯ মে ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৯ মে ২০২৪, ১২:০৯ এএম

গত চার-পাঁচ দিনে প্রায় সারা দেশে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। গতকাল বুধবার প্রায় দেশজুড়ে হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশে এবার দীর্ঘস্থায়ী তাপদাহ, খরা-অনাবৃষ্টির পর বর্ষণের ফলে সজীব-সতেজ হয়ে উঠছে প্রাণ-প্রকৃতি। টানা থেমে থেমে প্রতিদিনের বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৈশাখের ভরা গ্রীষ্ম মৌসুমের এ সময়ের ‘স্বাভাবিক’ তাপমাত্রার চেয়ে পারদ বেশ নিচে নেমে গেছে। খরায় অস্বাভাবিক নিচের দিকে নেমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তর ফের রিচার্জ হতে শুরু করেছে। চৌচির হওয়া মাঠ-ঘাট, পুকুর-দীঘি, খাল-বিল-প্রান্তর বৃষ্টিতে সিক্ত হচ্ছে।

তবে বৈশাখ মাসে মৌসুমের এ সময়ে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকায় বিশেষ করে কৃষকদের মাঝে উদ্বেগ-আতঙ্ক রয়েছে। ইতোমধ্যে শিলাবৃষ্টি বা শিলাঝড় ও কালবৈশাখী ঝড়ে ফল-ফলাদির বাগান, ফসল ও শাক-সবজি ক্ষেতের ফলন নষ্ট হয়েছে। বজ্রপাতে কৃষক, কৃষি-শ্রমিক ও বসতঘরের বাসিন্দাসহ বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।

গতকাল বুধবার আবহাওয়া বিভাগ (বিএমডি) পুনরায় বজ্রপাত, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের বিশেষ সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, গতকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ অর্থাৎ সারা দেশের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। এর আগে গত রোববার আবহাওয়া বিভাগ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সতর্কবার্তা জারি করে।

এদিকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বর্ষণও হয়েছে। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খরতাপদগ্ধ উত্তরের বরেন্দ্র জনপদের কেন্দ্রভূমি রাজশাহীতে ৫১ মিলিমিটার। এ সময়ে রাজধানী ঢাকায় ১২ মি.মি., খেপুপাড়া ও ভোলায় ৩৮, সাতক্ষীরায় ৩৬, যশোরে ৩৪, বরিশালে ৩৩, ফরিদপুর ও কুষ্টিয়ায় ২৮, নওগাঁয় ২৭, বগুড়ায় ২৬, মাদারীপুরে ২২, টেকনাফ ও মোংলায় ২১, গোপালগঞ্জে ১৯, টাঙ্গাইলে ১৮, খুলনা, পটুয়াখালী ও চুয়াডাঙ্গায় ১৬, নোয়াখালীতে ১৫, পাবনায় ১১, চাঁদপুরে ১০, চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ মিলিমিটারসহ দেশের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

এর আগে গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়- রাজশাহীতে ৫১ মিলিমিটার। তাছাড়া সাতক্ষীরায় ৩৬, যশোরে ৩৪, ভোলা ও খেপুপাড়ায় ২৯, ফরিদপুর ও কুষ্টিয়ায় ২৮, নওগাঁয় ২৭, বরিশালে ২৫, বগুড়ায় ২৩, মোংলায় ২১, মাদারীপুর, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে ১৮, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় ১৫ মিলিমিটারসহ অনেক জায়গায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।

বৃষ্টিপাতের ফলে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরো নেমে আসে। কুষ্টিয়া জেলায় ৩৩.৪ এবং সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়ায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০.৪ এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সে.। যা মৌসুমের এ সময়ের ‘স্বাভাবিক’ তাপমাত্রার চেয়ে পারদ অনেক নিচে নেমেছে।
আবহাওয়া বিভাগ সূত্র জানায়, বজ্রপাত বা বজ্র-ঝড়, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর আবহ তৈরি হওয়ায় এর সঙ্গে দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বজ্র, শিলাবৃষ্টি ও কালবৈশাখীসহ দেশের অধিকাংশ এলাকায় আজ-কালও বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা আরো সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা আরো সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এক নম্বর নৌ-সতর্ক সঙ্কেত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য গতকাল আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আট গোলের রোমাঞ্চ: ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ড্র

আট গোলের রোমাঞ্চ: ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ড্র

সহজ জয়ে লা লিগায় রানার্সআপ  বার্সা

সহজ জয়ে লা লিগায় রানার্সআপ  বার্সা

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

সিটির অমরত্বের রাত...

সিটির অমরত্বের রাত...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়