ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

পছন্দের প্রার্থীদের ভোট না দিলে কেন্দ্রে না যেতে হুমকি কাদের মির্জার

Daily Inqilab নোয়াখালী জেলা সংবাদদাতা

১১ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ মে ২০২৪, ১২:০৩ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনমূলক বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার পছন্দের তিন প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করে হুমকি দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে তিনি তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের সমর্থনে চরপাবর্তী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মিসভায় এসব কথা বলেন। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
উপজেলা পরিষদ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা কিংবা কর্মিসভা করার সুযোগ নেই। এ ছাড়া প্রচারণাকালে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে না যেতে বলাও বেআইনি। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল গতকাল শুক্রবার দুপুরে বলেন, বিষয়টি তার নজরে আসেনি। তিনি আজই এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেবেন। রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার করার কোনো সুযোগ নেই।
১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আবদুল কাদের মির্জা উপস্থিত ভোটারদের উদ্দেশ্য করে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলেন, ‘আমার কথা সোজাসুজি। বাঁকা কথা আমি বলি না। পরে ভেজাল হয়ে যাবে। কী বলছি বুঝেছেন? এমনি ভালো আছেন। ভোটের পর (জাতীয় সংসদ নির্বাচন) বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? ...না। আপনারা শান্তিতে আছেন। ভোট যদি আমাদের তিনজনকে দেন, তাহলে কেন্দ্রে আসিয়েন। না হয় পরে ঝামেলা হলে আমি দায়িত্ব নিতে পারব না।’
আবদুল কাদের মির্জা আরো বলেন, শুধু শুধু কষ্ট করে কেন্দ্রে আসবেন না। বাড়িতে ঘুমাইয়েন। তাহলে পরে নিরাপদে বাকি পাঁচটা বছর থাকতে পারবেন। নিজের পছন্দের প্রার্থীদের ভোট না দিলে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি আবদুল কাদের মির্জা। এজন্য এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আবদুল কাদের মির্জার এমন বক্তব্যে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মিজানুর রহমান বাদল। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিজানুর রহমান বলেন, এখনও প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমাও শেষ হয়নি। এমন অবস্থায় কাদের মির্জা তার পরিবারের ক্ষমতার অপব্যবহার করে তার মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার প্রার্থীদের ভোট দেয়ার জন্য ভোটারদের নানা হুমকি দিচ্ছেন। তিনি (মিজানুর রহমান বাদল) এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানান।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক গোলাম শরীফ চৌধুরী পিপুল ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী রাজ। এদের মধ্যে গোলাম শরীফ চৌধুরী পিপুল মেয়র আবদুল কাদের মির্জার সমর্থিত প্রার্থী। তিনি গোলাম শরীফ পিপুল ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিন বাবর ও নারী ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তারকে (পারভীন মুরাদ) সমর্থন দিয়ে এ তিনজনকে বিজয়ী করার জন্য নিজেই প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশে বক্তব্য দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

শান্ত-সাকিবের সাবধানী শুরু

শান্ত-সাকিবের সাবধানী শুরু

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে অচল তিন পার্বত্য জেলা

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

যুক্তরাষ্ট্র পৌঁছে প্রথম দিনেই বাইডেনের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো মোদির

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে বিজেপিকে তোপ রাহুলের

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

ড. ইউনূসকে মার্কিন চার সিনেটরের চিঠি, যা জানা গেল

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

পাকিস্তান সফরে যাচ্ছেন ড. জাকির নায়েক

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ