সমগ্র জাহানে যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছাতেই
১১ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ মে ২০২৪, ১২:০৪ এএম
আল্লাহ তা’আলা সূরা তাকবীরের ২৯ নং আয়াতে বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছার বাইরে কোনোই ইচ্ছা করতে পারো না। একটি বীজ বপনের পরই আমরা বলতে পারি না ইহা একটি পূর্ণ গাছে রূপ নিবে, এর দ্বারা আমরা কোন সুফল ভোগ করবো কিনা তাও জানিনা, যদি না আল্লাহ ইচ্ছা করেন। সমগ্র জাহানে যা কিছু ঘটে সেটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে। গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে খতিব এসব কথা বলেন।
গতকাল মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব প্রিন্সিপাল মাওলানা খালিদ সাইফুল্লাহ জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, তীব্র তাপদাহ, খরায় যখন মানুষ, পশু-পাখিসহ সমগ্র সৃষ্টিকুলের সর্বোচ্চ চেষ্টা ও সহ্যক্ষমতা অতিক্রম করছে ঠিক তখনই রাব্বুল আলামীন তাঁর রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। অঝোর ধারায় বৃষ্টি বর্ষণের মাধ্যমে প্রশান্তি ও চিন্তামুক্ত করলেন ধরণীকে। সংকটপূর্ণ মুহূর্তে আমরা আল্লাহকে স্মরণ করেছি নিঃশ্বাসে নিঃশ্বাসে, গুনাহ থেকে পানাহ চেয়ে মুনাজাতে অশ্রুসিক্ত হয়েছি, ইস্তেগফার, ইস্তেসকা সালাতসহ কতই না আমল করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। রাব্বুল আলামীনের রহমতে, তাঁর নির্দেশে সকল কিছু স্বাভাবিক হওয়ার পর কি আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে আসছি? আমরা ভুলে যাইনিতো সে অসহ্য যন্ত্রণার কথা? মনে রাখবেন যিনি অসহনীয় তাপদাহ থেকে বৃষ্টির মাধ্যমে আমাদের পরিত্রাণ দিলেন, তিনিই এ বৃষ্টিকে বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে রূপ দিতে পারেন। যা রহমত নয় বরং গজবের নিশানা। এবং উহা আমাদের কৃতকর্মের উপর নির্ভর করে।
আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছাতেই সকল কিছু ঘটে এ বিষয়ে বর্ণনা দিতে গিয়ে খতিব বলেন, তোমরা আল্লাহ তা’আলার ইচ্ছার বাইরে কিছুই ইচ্ছা করতে পারো না, আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ (সূরা দাহার : ৩১)। আল্লাহ তা’আলা সূরা তাকবীরের ২৯ নং আয়াতে বলেন, তোমরা আল্লাহ রাববুল আলামীনের ইচ্ছার বাইরে কোনোই ইচ্ছা করতে পারো না। একটি বীজ বপনের পরই আমরা বলতে পারি না ইহা একটি পূর্ণ গাছে রূপ নিবে, এর দ্বারা আমরা কোন সুফল ভোগ করবো কিনা তাও জানিনা, যদি না আল্লাহ ইচ্ছা করেন। ফুসফুস সংকুচিত হওয়ার পরে তা পুনরায় প্রসারিত হবে কিনা সেটিও আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আজ আমি যে মেধা কাজে লাগিয়ে স্রষ্টার সাথে নাফরমানিতে লিপ্ত হচ্ছি, তাঁকে উপেক্ষা করে নিজের কর্তৃত্ব বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত, সেই মহামূল্যবান মস্তিষ্কের ক্রিয়া রুদ্ধ করে দেয়ার জন্য কেবল রবের ‘কুন’ শব্দটিই যথেষ্ট। এ বিশ্বাসে বিশ্বাসী হতে হবে যে, সমগ্র জাহানে যা কিছু ঘটে সেটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে। আবহাওয়াবিদগণ আশংকা করছেন এমাসেই কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও ঘূর্ণিঝড় হতে পারে। ইহা কেবল আল্লাহর ইচ্ছের উপর নির্ভর করে। কখনই মেঘমালা একফোঁটা বৃষ্টি ঝড়াবে না আল্লাহর নির্দেশ ব্যতীত, সূর্য কিরণ দিবে না আল্লাহর ইশারা ছাড়া, বায়ু বইবেনা তাঁর ইচ্ছা উপেক্ষা করে। তিনি অমাবশ্যাকে পূর্ণিমা ও পূর্ণিমাকে নিকষ কালোয় আচ্ছাদিত করতে সক্ষম। তাই আসুন আমরা আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তাঁর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী লাভ করি। তাঁর সঙ্গে বিবাদে জড়িয়ে দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি, রাষ্ট্র টিকতে পারেনি এবং পারবেও না। সুতরাং জ্ঞানীদের উচিত হবে তাঁর সামনে মস্তক অবনত করা। জান-মাল কেবল তারই সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো.রুহুল আমিন গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, নামাজ মু’মিনের জন্য আল্লাহর মেরাজ স্বরূপ। নামাজে আল্লাহর কুদরতি পা মোবারকে সিজদাহ করছি এমন অনুভূতি থাকতে হবে। খুছো খুছোর সাথে যারাই নামাজ আদায় করবেন তারাই দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হবেন। মহান আল্লাহর পছন্দ অনুযায়ীই নামাজ আদায় করতে হবে। খতিব বলেন, আল্লাহর ভয় অন্তরে নিয়েই নামাজে দাঁড়াতে হবে। তিনি বলেন, জামাতে নামাজ আদায় শেষে হালাল রুজির উদ্দেশ্যে জমিনে ছড়িয়ে পাড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। খতিব আসন্ন পবিত্র ঈদুল আযহায় এখলাছের সাথে সামর্থ্যবানদের পশু জবাইয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোরবানির পশু জবাইয়ের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। খতিব বলেন, মানুষের মাল, ধন সম্পদ আল্লাহর বিধি অনুযায়ী বণ্টন করতে হবে। যথাযথভাবে মালের যাকাত আদায় করতে হবে। খতিব বলেন, দৃশ্যমান অদৃশ্যমান সকল মাখলুকই মানব জাতির খাদেম। আল্লাহ আমাদের উপকার ও কল্যাণের জন্যই বৃহৎ জগত সৃষ্টি করেছেন। দিন দিন আমরা পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছি। ফলে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।
মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, কাবার পথের যাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। তাই আল্লাহর মেহমান হাজীদের খেদমত নিজের জন্য সৌভাগ্য মনে করতঃ হজের কার্যক্রম সম্পাদনে সম্মানের সাথে তাদের সার্বিক সহযোগিতা করাও বড় সওয়াবের কাজ। খতিব বলেন, ইসলামে হজ আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। নামাজ যেমন প্রাপ্ত বয়স্ক নর-নারীর উপর আল্লাহ তা’আলা ফরজ করেছেন ঠিক তদ্রƒপ হজ আল্লাহ তা’আলা সামর্থ্যবান নির্দিষ্ট ব্যক্তিবর্গের উপর ফরজ করে দিয়েছেন। ইচ্ছাকৃত হজ অনাদায়কারীকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদী নাসারাদের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেন। আর মাকবুল হজ আদায়কারীকে জান্নাতি হিসাবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এক ওমরাহ থেকে অন্য ওমরাহ সকল গুনাহের কাফফারা স্বরূপ আর মাকবুল হজের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। (আল হাদিস)। অন্যত্র নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হাজীগণ আল্লাহর মেহমান। (আল হাদিস)। আল্লাহ তা’আলা সবাইকে কাবার পথের যাত্রী আল্লাহর মেহমান হাজীদের খেদমতে নিজেকে শামিল হওয়ার তাওফিক দান করেন। আমিন।
মিরপুরের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ ফিরোজী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, হিজরী বছরের পবিত্র জিলকদ শুরু হয়েছে। আরবিতে এ মাসের উচ্চারণ জুলকাআদাহ। জুলকাআদাহ অর্থ বসা, স্থিত হওয়া বা বিশ্রাম নেওয়া। শাবান, রমজান এবং শাওয়াল মাসে শরীয়ত কর্তৃক নির্দেশিত নানাবিধ ইবাদতের পর এই মাস বিশ্রামের জন্য আল্লাহ তা’আলার পক্ষ থেকে উপহার স্বরূপ। এই মাসে বিগত মাসগুলোর ইবাদতের ক্লান্তি দূর করে পরবর্তী দুই মাসের ইবাদতের জন্য শক্তি অর্জনের প্রস্তুতিমূলক বিশ্রাম নিবে মুমিন বান্দারা। এই মাসে অতিরিক্ত কোন ইবাদত না থাকার অর্থ এটা নয় যে, আমরা এই মাসে সময়ের অপব্যবহার করবো। সময় দামী নেয়ামত এবং মানবজীবনের মূলধন। এই মহামূল্যবান সম্পদ হেলায় নষ্ট করা বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ তা’আলা বলেন : ‘শপথ সময়ের বা যুগের। নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত; তবে তারা নয়, যারা ঈমান আনে, সৎকর্ম করে, পরস্পরে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উৎসাহ প্রদান করে।’ (সূরা আসর আয়াত: ১-৩)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। ব্যস্ততার আগে অবসরকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্র্যের আগে প্রাচুর্যকে, বার্ধক্যের আগে যৌবনকে, মৃত্যুর আগে জীবনকে। (মুসলিম শরীফ)। অর্থাৎ অবসরকে কাজে লাগাও নফল ইবাদতের মাধ্যমে ব্যস্ততা আসার আগে, সুস্থতাকে কাজে লাগাও আল্লাহর হুকুম পালনের মাধ্যমে অসুস্থ হওয়ার আগে, প্রাচুর্যকে কাজে লাগাও দান করার মাধ্যমে দারিদ্র্য আসার আগে, যৌবনকে কাজে লাগাও বেশি বেশি নেক আমলের মাধ্যমে বার্ধক্য আসার আগে, জীবনকে কাজে লাগাও পরোপকারের মাধ্যমে মৃত্যু আসার আগে। আসুন, পবিত্র এই জিলকদ মাসে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আমরা জীবনের মূল্যবান সময়কে কাজে লাগাই।
খতিব আরও বলেন, গত ৯ মে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াইএকে-১৩০ বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। এতে পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত হয়েছেন। আর বিমানে থাকা সহ-পাইলট উইং কমান্ডার সোহান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহর কাছে আশা রাখি যিনি নিহত হয়েছেন তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কারণ, ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন এবং দেশমাতৃকার সুরক্ষায় জীবনদানকে শাহাদাতের সম্মানজনক মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যারা দেশ রক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী যাপন করে, তাদের পুরস্কার জান্নাত। (তিরমিজী শরীফ)। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোন কর্মসূচিতে শরিক হওয়াও সওয়াবের কাজ। মহান আল্লাহ তা’আলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমীন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’
‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন