পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
২১ মে ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২১ মে ২০২৪, ১২:১২ এএম
‘রিলায়েন্স ফাইন্যান্স লি:র সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)সহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ‘ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি:’ থেকে কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে ৪০ কোটি টাকা ঋণ। গ্রহণ, সেখান থেকে ২৭ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দেয়া হচ্ছে এ চার্জশিট। গতকাল (সোমবার) চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। যে কোনো দিন এটি আদালতে দাখিল হবে।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, প্রশান্ত কুমার হালদার, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস’র পরিচালক বাসুদেব ব্যানার্জি, মেরিন ট্রাস্ট’র ব্যবস্থাপনা পরিচালক মো: নওশেরুল ইসলাম, ফাস ফাইন্যান্সের পরিচালক কাজী মাহজাবিন মমতাজ, একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, পরিচালক মো: আবুল শাহজাহান, পরিচালক ডা: উদ্দাব মল্লিক, প্রদীপ কুমার নন্দী, অঞ্জন কুমার রায়, অরুন কুমার কুন্ডু, মো: মোস্তাইন বিল্লাহ, উজ্জ্বল কুমার নন্দী, ফাস ফাইন্যান্সের প্রধান নির্বাহী মো: রাসেল শাহরিয়ার, প্রিন্সিপাল অফিসার তানভির আহমেদ কমল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম ভুইয়া ও সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রাণ গৌরাঙ্গ দে। তবে এজাহারভুক্ত আসামি এস.এ.এন্টারপ্রাইজের মালিক মো: শাহ আলম শেখ মামলার তদন্তাবস্থায় ইন্তেকাল করায় তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে ১৩ জন এবং তদন্তকালে আগত নতুন ৩ জনকে চার্জশিটে আসামি করা হয়। তদন্তে আগত আসামিরা হলেন, তানভির আহমেদ কমল, জাহাঙ্গীর আলম ভুইয়া এবং প্রাণ গৌরাঙ্গ দে।
চার্জশিটে উল্লেখ করা হয়, আসামিগণ পরষ্পর যোগসাজশে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে নাম সর্বস্ব প্রতিষ্ঠান ‘ মেরিনট্রাস্ট লিমিটেড’র অনুকূলে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি: থেকে ৪০ কোটি ১৯ লাখ টাকা ঋণ মঞ্জুর করান। উত্তোলনকৃত ঋণের মধ্যে তারা মাত্র ১২ কোটি ৭২ লাখ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ২৭ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত টাকা পরবর্তীতে লেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। যা ১৮৬০ সালের দন্ডবিধির ৪০৯,৪২০,১০৯ ও ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪ (২), (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে ২০২২ সালের ২২ ফেব্রæয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন সহকারি পরিচালক মো: রাকিবুল হায়াত। মামলাটি তদন্ত করেন উপ-পরিচালক মো: ইসমাইল হোসাইন।
প্রসঙ্গত: এ মামলার প্রধান আসামি পিকে হালদার গ্রেফতার হয়ে এখন ভারতের কারাগারে রয়েছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসামি হচ্ছেন, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস’র পরিচালক বাসুদেব ব্যানার্জি। ১০৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অন্তত; ১৫টি মামলায় পিকে হালদারের সঙ্গে গুরুত্বপূর্ণ আসামি হিসেবে রয়েছেণ বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জী। ওই মামলায় সম্প্রতি চার্জশিট দেয়া হয়। কিন্তু এ মামলায় তাদের দু’জনকে জামিন দিয়ে দিয়েছেন হাইকোর্ট। গত ৯ মে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ এ জামিন দেন। গত ১১ দিনেও বাসুদেব ব্যানাজী দম্পতির জামিন আদেশ স্থগিত হয়নি বলে জানিয়েছে দুদক সূত্র।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে - ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: সিলেটে এড. এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত