ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
ফগ লাইটের পরিবর্তে সার্চ লাইট ক্রয় জ্ঞান রঞ্জন শীলের মনোরঞ্জনে যুক্তরাষ্ট্র সফর

বিআইডব্লিটিসি’র চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০২ এএম

উচ্চ ক্ষমতাসম্পন্ন ফগ লাইটের পরিবর্তে সার্চ লাইট কেনার মামলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)র তৎকালিন চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার সহকারি পরিচালক সিলভিয়া ফেরদৌস গত ১২ মে এ চার্জশিট দাখিল করেন। গতকাল বুধবার এটি গৃহিত হয়েছে বলে জানা গেছে। ২০২২ সালের ৫ জানুয়ারি সহকারি পরিচালক পরিচালক মো: সাইদুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

দাখিলকৃত চার্জশিটের তথ্য মতে, ঘন কুয়াশা ও বর্ষা মৌসুমে ফেরী চলাচল স্বাভাবিক রাখতে সামনের ১০ কিলোমিটার দেখা যায় এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন ফগ অ্যান্ড সার্চ লাইট কেনার জন্য দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিসি। চার সদস্যের প্রি-শিপমেন্ট ইনসপেকশন (পিএসআই) কমিটিও গঠন করা হয়। তারা বিদেশ সফর করে প্রতিবেদনও দাখিল করেন। কিন্তু তারা চারজন শুধু ভ্রমণের উদ্দেশেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে গিয়েছেন। ওই প্রতিবেদন মতে, তারা গ্রীষ্মকালে খোলা মাঠে রোদের মধ্যে ফগলাইট পরীক্ষা করেছেন! তাদের মতামতের কারণে সার্চ অ্যান্ড ফগ লাইটের পরিবর্তে সার্চ লাইট শিপমেন্ট হয়েছে। এতে কুয়াশা ভেদ করে সামনের বস্তু দেখতে পারার লাইট কেনার আসল উদ্দেশ্য ব্যাহত হয়।

চার্জশিটে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ১০টি আধুনিক ফগ সার্চ লাইট ও আনুষঙ্গিক যন্ত্র সংগ্রহ এবং ফেরীতে স্থাপনের জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছর ১৬ অক্টোবর তিন সদস্যবিশিষ্ট দরপত্র ওপেনিং কমিটি ও পাঁচ সদস্যবিশিষ্ট দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করা হয়। দরপত্রে অংশ নেয় ‘জনী করপোরেশন’ মালামাল সরবরাহের কার্যাদেশ পায়।

বিআইডব্লিউটিসি’র তৎকালিন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমান, পরিচালক (কারিগরি) ও তৎকালিন চেয়ারম্যান যুগ্মসচিব ড. জ্ঞান রঞ্জন শীল, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পঙ্কজ কুমার পাল ও বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক ( মেরিন) ক্যাপ্টেন শওকত সরদারসহ চার সদস্যের প্রি শিপমেন্ট ইনসপেকশন (পিএসআই) কমিটি গঠন করা হয়। তারা ২০১৫ সালের ২৬ মার্চ রওয়ানা দিয়ে ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে পৌঁছান। তারা ৫ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। তাদের পিএসআই প্রতিবেদনে মালামাল সরবরাহ করতে বলা হয়।

ক্যাপ্টেন শওকত সরদার ২০১৪ সালের ২৪ জুন দুটি ফগ লাইট কেনার বিষয়টি অবগত হন। ৭ আগস্ট তাগিদ পেয়ে দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র প্রস্তুত থাকা সত্ত্বেও বিলম্বে দুটি ফগ লাইটের পরিবর্তে ১০টি সার্চ ও ফগ লাইটের দরপত্র আহ্বান করেন। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে তিনি দরপত্র যথাযথ মূল্যায়ন ও সরবরাহ করা মাল যাচাই না করে গ্রহণ করেন।

দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান জ্ঞান রঞ্জন শীল ও বিআইডব্লিউটিসি’র তৎকারিন মহাব্যবস্থাপক মো: নুরুল হুদা সদস্য হিসেবে মেসার্স জনী করপোরেশেনের দাখিল করা মিথ্যা প্রত্যয়নপত্র যাচাই করেননি। দরপত্র নন- রেসপনসিভ হওয়ার পরও তারা সরবরাহ আদেশ দেন। পিএসআইয়ের সময় প্রদর্শিত লাইট ফগ লাইট না হওয়া সত্ত্বেও মালামাল গ্রহণের সুপারিশ করে ক্ষমতার অপব্যবহার করেছেন।

পিএসআই কমিটির সদস্য পঙ্কজ কুমার পাল একজন নন-টেকনিক্যাল কর্মকর্তা হিসেবে পিএসআইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ কাজে শুধু ভ্রমণের উদ্দেশ্যে গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে রোদের মধ্যে ফগ লাইটের কার্যকারিতা পরীক্ষা করতে গিয়েছেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মহাব্যবস্থাপক ( মেকানিক্যাল) প্রকৗশলী মো: রহমত উল্লাহ ও বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ম্যানেজার ( মেকানিক্যাল) মোহাম্মদ নাসির উদ্দিন দরপত্র মূল্যায়ন কমিটির বহিঃসদস্য হিসেবে মেসার্স জনী করপোরেশেনের দাখিল করা তথ্য যাচাই করেননি। দরপত্র নন- রেসপনসিভ হওয়ার পরও তারা সরবরাহ আদেশের ব্যবস্থা করেন। মেসার্স জনী করপোরেশেনের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) ওমর আলী ‘সার্চ লাইট’কে ‘ফগ লাইট’ দেখিয়ে স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল সরবরাহ না করে এবং দরপত্রের সঙ্গে মিথ্যা প্রত্যয়নপত্র ‘সঠিক’ মর্মে দাখিল করে অপরাধ করেছেন। এভাবে তারা সরকারের ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ করেন। আসামিদের মধ্যে মো: মিজানুর রহমান ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। বাকি সাতজনের নামে চার্জশিট দাখিল করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘প্রতি বছরই সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের’

‘প্রতি বছরই সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের’

গোয়ালন্দে চরমপন্থি দলের সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

গোয়ালন্দে চরমপন্থি দলের সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

দিসানায়েক : দিনমজুরের ছেলে থেকে শ্রলীঙ্কার প্রেসিডেন্ট

দিসানায়েক : দিনমজুরের ছেলে থেকে শ্রলীঙ্কার প্রেসিডেন্ট

ভারতে মহাসংকটে ভোডাফোন-আইডিয়ার ভবিষ্যৎ

ভারতে মহাসংকটে ভোডাফোন-আইডিয়ার ভবিষ্যৎ

পর্তুগালে অপপ্রচারের প্রতিবাদে বেজা বিএনপির সভা

পর্তুগালে অপপ্রচারের প্রতিবাদে বেজা বিএনপির সভা

‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে

‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে

বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের দুই বছর পর আ.লীগের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের দুই বছর পর আ.লীগের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তোফাজ্জল হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তার ভাবি শরীফা আক্তার

তোফাজ্জল হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তার ভাবি শরীফা আক্তার

চীনা বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে জার্মানিতে

চীনা বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে জার্মানিতে

ইসরাইলি বর্বরতা থামছে না, গাজায় আরও ৪০ জনকে হত্যা

ইসরাইলি বর্বরতা থামছে না, গাজায় আরও ৪০ জনকে হত্যা

নতুন মামলায় সাবেক আইজিপি মামুন দুটি এবং আনিসুল একটিতে গ্রেপ্তার

নতুন মামলায় সাবেক আইজিপি মামুন দুটি এবং আনিসুল একটিতে গ্রেপ্তার

কমলার সঙ্গে আর বিতর্ক করবেন না ট্রাম্প

কমলার সঙ্গে আর বিতর্ক করবেন না ট্রাম্প

নার্সিং কাউন্সিলের নতুন রেজিস্ট্রার হালিমা আক্তার

নার্সিং কাউন্সিলের নতুন রেজিস্ট্রার হালিমা আক্তার

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা