ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

জেনারেল আজিজের নিষেধাজ্ঞা ও ভিসানীতি এক নয় -পররাষ্ট্রমন্ত্রী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৬ এএম

সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিষয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে পররাষ্ট্র্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যে ভিসানীতি বাংলাদেশীদের জন্য ঘোষণা করা হয়েছে সেটা আর জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা এক নয়। অর্থ্যাৎ বাংলাদেশে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে তার বাইরে অন্য এক আক্টে জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি আগেই বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছিল বলেও এ সময় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজকে ‘দুর্নীতিবাজ’ হিসেবে চিহ্নিত করে এবং তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। ফলে আজিজ আহমেদকে ‘ডেজিগনেটেড’ ব্যক্তি হিসেবে ঘোষণা করার ফলে তিনি কিংবা তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

যুক্তরাষ্ট্র প্রথম কোন একজনকে প্রকাশ্যে নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি অন্য একটি আইনের অধীনে নেওয়া হয়েছে। তিনি বলেন, মার্কিন যে ভিসানীতি বাংলাদেশীদের জন্য ঘোষণা করা হয়েছে সেটা আর জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা এক নয়। জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি অ্যাপ্রোপ্রিয়েশন (ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট) আইনের অধীনে বলে তিনি জানান।

দূর্নীতির সরকারের অবস্থান তুলে ধরে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বাংলাদেশে সংসদ সদস্যরাও দূর্ণীতির দায়ে জেলে গেছেন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা দূর্নীতি প্রতিরোধে কাজ করছি।

এ বিষয়টি নিয়ে সরকারের কাছে কোন তথ্য ছিল না কী না এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের মিশনকে আগে তারা অবহিত করেছিল। অর্থ্যাৎ এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আগে জানানো হয়েছিল। আমরা মনে করি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরো এঙ্গেইজমেন্টের ভিতরেই আছি। আমরা দূর্নীতি দমন, সন্ত্রাস দমনে কিংবা অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এক সঙ্গে কাজ করছি।
জেনারেল (অব.) আজিজ আহমেদর বিষয়ে সরকার কোন পদক্ষেপ নিবে কী না জানতে চাইলে তিনি বলেন, এটা সেনাবাহিনীর বিষয়। তাই আমি এ মুহুর্তে কিছু বলতে চাই না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লু এসে বলে গেছেন, দুই দেশের মধ্যে অস্বস্তি দূরে রেখে, আমরা আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই। আমরাও তাদের একই কথা বলেছি।
অপর এক প্রশ্নে তিনি বলেন, এখনও বাংলাদেশে যে ভিসানীতি ঘোষনা করা হয়েছে তা কারো উপর প্রয়োগ করা হয়েছে বলে আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে কোন অন্য আইনে ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশে যেন গণতন্ত্রকে বাধাগ্রস্থ করতে ভিসানীতি প্রয়োগ করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নিয়ে মার্কিন স্টেট ডিপামেন্টের বক্তব্য নিয়ে তিনি বলেন, দেখুন আমি যেটা সত্য সেটাই বলেছি। যে তারা (যুক্তরাষ্ট্র) যদি জিএসপি সুবিধা পুন:রায় দেয় এবং আমরা যে শ্রম অধিকার নিয়ে কাজ করছি, তাতে তারা জিএসপি সুবিধা যাতে ফেরত দেয়।

বাংলাদেশের এক সংসদ সদস্য ভারতে গিয়ে ‘নিখোঁজ’ হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয় ও দুই দেশের গোয়েন্দারা কাজ করছে। এ বিষয়ের সর্বশেষ আপডেট নিয়ে আমি অবগত নই। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয় কাজ করছে। কি ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১১মে চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছে তাঁর পরিবার। আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরিবারের তথ্যমতে, গত ১১ মে চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন তিনবারের এই সংসদ সদস্য।

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক নির্বাচনী জনসভায় বাংলাদেশের নির্বাচনে বিরোধী নেতা-কর্মীদের বন্দি করা হয়েছে বলে যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নির্বাচনী জনসভায় কে কি মন্তব্য করলো তা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। আর ভারতের নির্বাচনে আঞ্চলিক নেতারা ভোট পাওয়ার জন্য নানা কথা বলেন।

বিএনপি ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে ঘি ঢেলেছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি পরজীবি হয়ে গেছে। তাদের নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই। এখন রিকশা চালকদের আন্দোলনে ভর করতে হচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘প্রতি বছরই সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের’

‘প্রতি বছরই সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের’

গোয়ালন্দে চরমপন্থি দলের সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

গোয়ালন্দে চরমপন্থি দলের সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

দিসানায়েক : দিনমজুরের ছেলে থেকে শ্রলীঙ্কার প্রেসিডেন্ট

দিসানায়েক : দিনমজুরের ছেলে থেকে শ্রলীঙ্কার প্রেসিডেন্ট

ভারতে মহাসংকটে ভোডাফোন-আইডিয়ার ভবিষ্যৎ

ভারতে মহাসংকটে ভোডাফোন-আইডিয়ার ভবিষ্যৎ

পর্তুগালে অপপ্রচারের প্রতিবাদে বেজা বিএনপির সভা

পর্তুগালে অপপ্রচারের প্রতিবাদে বেজা বিএনপির সভা

‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে

‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে

বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের দুই বছর পর আ.লীগের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের দুই বছর পর আ.লীগের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তোফাজ্জল হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তার ভাবি শরীফা আক্তার

তোফাজ্জল হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তার ভাবি শরীফা আক্তার

চীনা বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে জার্মানিতে

চীনা বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে জার্মানিতে

ইসরাইলি বর্বরতা থামছে না, গাজায় আরও ৪০ জনকে হত্যা

ইসরাইলি বর্বরতা থামছে না, গাজায় আরও ৪০ জনকে হত্যা

নতুন মামলায় সাবেক আইজিপি মামুন দুটি এবং আনিসুল একটিতে গ্রেপ্তার

নতুন মামলায় সাবেক আইজিপি মামুন দুটি এবং আনিসুল একটিতে গ্রেপ্তার

কমলার সঙ্গে আর বিতর্ক করবেন না ট্রাম্প

কমলার সঙ্গে আর বিতর্ক করবেন না ট্রাম্প

নার্সিং কাউন্সিলের নতুন রেজিস্ট্রার হালিমা আক্তার

নার্সিং কাউন্সিলের নতুন রেজিস্ট্রার হালিমা আক্তার

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা