ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
ভারতীয় নায়িকা মালবিকা সেনের ইয়োগা-নৃত্যে বাধা

মাকে পিটিয়ে মারল মেয়ে!

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৬ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ মে ২০২৪, ১২:০৭ এএম

দিনের বেশির ভাগ সময় ভারতীয় টিভি চ্যানেল খুলে সে দেশের অভিনেত্রী মালবিকা সেনের শাস্ত্রীয় নৃত্য ও ইয়োগা- যোগাসন অনুশীলন করতো কিশোরী আয়েশা আক্তার আইমন (১৭)। তাতে আপত্তি ছিল মা আনোয়ারা বেগমের (৫৭)। পড়ালেখা বাদ দিয়ে আদরের পালিত কন্যার এমন আচরণে তার ভবিষ্যৎ নিয়ে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েন মা। ঘটনার দিন পাইভেট পড়ে এসেই টিভি অন করে নাচে ব্যস্ত হয়ে পড়ে আইমন। তাতে বাধা দিলে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে সে। এক পর্যায়ে মাকে কাঠের টুকরা দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে খুন করে ওই কিশোরী।

মাকে খুনের চারদিনের মাথায় তাকে হেফাজতে নেয় পুলিশ। আর তখন পুলিশের কাছে নির্মম খুনের বর্ণনা দেয় ওই কলেজ ছাত্রী আইমন। শুক্রবার রাতে হেফাজতে নেওয়ার পর মেয়ের জবানিতে এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারি কমিশনার (এসি) মো. মঈনুর রহমান। খুনের শিকার আনোয়ারা বেগম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী রোডে চৌধুরী আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পালিত মেয়েকে নিয়ে থাকতেন। তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। পালিত মেয়ে ১৭ বছর বয়সী কিশোরী স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নগর পুলিশের সহকারি কমিশনার মঈনুর রহমান জানান, আনোয়ারা বেগমের প্রথম সংসারে তিন ছেলে আছে। প্রথম স্বামী মারা যাবার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সেই সংসারে কোনো সন্তান না হওয়ায় মেয়েটিকে দত্তক নিয়েছিলেন তিনি। তাছাড়া পর পর তিনটি পুত্র সন্তান হওয়ার পর একটি কন্যা সন্তানের বড় শখ ছিল তার। আর সেই জন্যই তিনি কন্যা সন্তান দত্তক নেন। বছরখানেক আগে দ্বিতীয় স্বামীও মারা যান। দ্বিতীয় স্বামীর বোনের লন্ডন থেকে পাঠানো টাকা এবং আগের সংসারের তিন ছেলের সাহায্য নিয়ে তিনি পালিত মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।
পালিত কন্যা হলেও তিনি নিজের মেয়ের মতোই তাকে স্নেহ করতেন। কিন্তু আইমন হঠাৎ বদলে যেতে থাকে। বিশেষ করে ভারতীয় টিভির নৃত্য অনুষ্ঠানে রীতিমত আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন আনোয়ারা বেগম। আর মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে তিনি তাকে এসব কাজে সময় অপচয় না করে পড়ালেখায় মনোযোগি হতে বলেন। তাতে ক্ষুব্ধ হয়ে মাকে খুন করে বসে সে। খুনের পর তা প্রথমে অস্বীকার করে।

পুলিশ জানায়, গত ২০ মে রাত সাড়ে ১০টার দিকে আইমন আনোয়ারার আগের সংসারের বড় ছেলে আরিফুল হক মাসুমকে ফোন করে জানায়, তার মাকে কে বা কারা মাথায় কাঠের টুকরা দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেছে। মাসুম দ্রুত ওই বাসায় গিয়ে মাকে প্রথমে ফইল্ল্যাতলির স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু আইসিইউতে শয্যা খালি না পেয়ে নগরীর কাতালগঞ্জের পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২১ মে রাত সাড়ে ১০টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফুল হক মাসুম বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার সন্ধ্যায় আনোয়ারা বেগমের পালিত মেয়েকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে মাকে খুনের বিস্তারিত বর্ণনা দেয় কিশোরী মেয়েটি। সহকারি পুলিশ কমিশনার মঈনুর রহমান বলেন, মেয়েটি ছিল আনোয়ারা বেগমের অত্যন্ত আদরের। সবসময় তাকে চোখে, চোখে রাখতেন। মেয়ে সম্প্রতি ইউটিউবের ভিডিও দেখে বাসায় ইয়োগা, যোগাসনসহ বিভিন্ন ধরনের যোগব্যায়াম শুরু করে আইমন। একইসঙ্গে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী মালবিকা সেনের ভিডিও দেখে তার নাচের মুদ্রা অনুশীলন করতেন। আনোয়ারা বেগম এসব পছন্দ করছিলেন না। তার মনে আরও সন্দেহ হয় যে, মেয়ে অমুসলিম কোনো ছেলের প্রেমে জড়িয়ে পড়েছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। ২০ মে বিকেলে মেয়ে প্রাইভেট কোচিং শেষে বাসায় ফেরার পর টিভি অন করে নাচের মুদ্রা অনুশীলন শুরু করে। তখন আনোয়ারা বেগম বাধা দিলে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এর একপর্যায়ে মেয়ে কাঠের টুকরা দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। ঘটনার পর ওই মেয়ে কাঠের টুকরাটি রান্নাঘরের পাশে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয়। সেই সাথে মাকে হত্যার অন্যান্য আলামতও সরিয়ে ফেলে। এরপর ভাইকে ফোন দিয়ে জানায়, তার মাকে কে বা কারা মাথায় আঘাত করেছে। তিনি রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। তাকে গ্রেফতারের পর সে খুনের দায় স্বীকার করে। এরপর তার দেখানো মতে বাসার পেছনে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের টুকরোটি উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার ওই কিশোরীকে চট্টগ্রাম আদালতে হাজিরের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

বাগমারার সাবেক এমপি এনামুল কারাগারে

বাগমারার সাবেক এমপি এনামুল কারাগারে

কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে রাজনৈতিক দল এলডিপি

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে রাজনৈতিক দল এলডিপি

পরিস্থিতির আলোকে ছোট ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে- গভর্নর

পরিস্থিতির আলোকে ছোট ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে- গভর্নর

পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হয়নি: বিজিএমইএ

পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হয়নি: বিজিএমইএ

অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

ছাত্র সংসদ নির্বাচন ও নতুন বাংলাদেশ

ছাত্র সংসদ নির্বাচন ও নতুন বাংলাদেশ