ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
এইচআরপিবি’র ১৯ দফা সুপারিশ

দুর্নীতি জিইয়ে রেখে উন্নয়ন টেকসই হবে না -দুদক চেয়ারম্যান

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ মে ২০২৪, ১২:০৭ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি জিইয়ে রেখে উন্নয়ন করা হলেও সেই উন্নয়ন কখনো টেকসই হবে না। নাগরিকরা যদি দায়িত্ব পালনে সচেতন হন এবং পারিবারিক পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখেন তাহলে ফলাফল হবে আশাপ্রদ। তিনি বলেন, অধিকাংশ আভিযোগে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে না। এ কারণে কোনো প্রমাণ ছাড়া মামলা দায়ের সম্ভব হয় না। সরকারি প্রতিষ্ঠানে যদি সঠিকভাবে দায়িত্ব পালন হয়, তাহলে দুদকে অভিযোগই আসবে না।

দুদক চেয়ারম্যান বলেন, নাগরিকরা সচেতন না হলে দুর্নীতি কমান সম্ভব হবে না। দুর্নীতি দমনে দুদক ইতোমধ্যে স্কুল ছাত্রদের মাঝে প্রচারণা, স্থানীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন, বিভিন্ন প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল সকালে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’ আয়োজিত ‘দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্থার প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া লাউঞ্জে। এতে বিশেষ অতিথি ছিলেন ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ’র প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এটিএন বাংলার প্রধান নির্বাহী জ. ই. মামুন। সেমিনার পরিচালনা করেন অ্যাডভোকেট মো: ছারওয়ার আহাদ চৌধুরী ও সংস্থার ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট একলাছউদ্দিন ভুইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে হুমায়ুন রশিদ বলেন, বর্তমানে কতিপয় নতুন ব্যবসায়ী, যারা আগে কখনও ব্যবসা করেননি তারা প্রচুর অর্থের মালিক হয়েছেন। মানি লন্ডারিং এর সাথে ব্যবসায়ী, সরকারি কর্মচারি, আমলা, রাজনীতিবিদ অনেকেই জড়িত।
অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, গবেষকরা শত বছর পূর্বেই বলেছেন যে, দুর্নীতি হলো আমাদের জাতিগত বৈশিষ্ট্য। স্বাধীনতার তিন বছর পরেই বঙ্গবন্ধু দুর্নীতিবাজদের বিষয়ে উপলব্ধি করে জনসভায় তার বক্তৃতায় বলেছেন, চোররা সব খেয়ে ফেলেছে। সাংবাদিক জ. ই. মামুন বলেন, কতিপয় ক্ষেত্রে মিডিয়াগুলো দুর্নীতি প্রতিরোধে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। কারণ, ঢাল তলোয়ার হিসেবে মিডিয়াকে ব্যবহার ব্যবহারের প্রবণতা বিদ্যমান। প্রভাবশালীদের প্রভাবের কারণে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে এ রিপোর্টটি প্রকাশের ক্ষেত্রে ভয়ভীতির সম্মুখীন হচ্ছেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ১৯ দফা সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন জনসাধারণের প্রত্যাশা পূরণে সফল হয়েছে বলে মনে হয় না। কারণ রাঘব বোয়ালরা অধিকাংশ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থাকেন। তিনি বলেন, ক্ষমতাশীনরা যদিও দুর্নীতির বিষয়ে জিরো টলালেন্সের কথা বলেন, কিন্তু বাস্তবতা তা নয়। ক্ষমতার আশপাশে থেকে অনেকেই দুর্নীতি করলেও তা আমলে নেয়া হয় না।

বক্তব্যে তিনি ১৯ দফা সুপারিশ উত্থাপন করেন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে : কমিশনের সদস্য সংখ্যা ৭ জন ও কর্মরত জনবলের সংখ্যা ৩ গুণ বৃদ্ধির জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন। দুদকের চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের নির্দলীয় মনোভাব, সাহসী ব্যক্তিত্ব এবং দুর্নীতি দমনে অঙ্গিকারবদ্ধ থেকে দুর্নীতি দমনে ভূমিকা রাখার ব্যবস্থা গ্রহণ। দুদকে ডেপুটেশনে পদায়নের ক্ষেত্রে তাদের চাকরি দুদকে ন্যস্ত করার বিধান করতে হবে। দুদকে চাকরিরত অবস্থায় তাদের বিরুদ্ধে আভিযোগ, তদন্ত ও শাস্তি দুদক আইনে দেয়ার ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে অর্থ পাচার বা ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্টদের তথ্য দুদকে এলে কিংবা সংবাদমাধ্যমে প্রচার-প্রকাশিত হলে কমিশনকে গুরুত্বসহকারে ব্যবস্থা নিতে হবে এবং তাদের ভ্রমণ, গাড়ি ব্যবহার, ব্যাংক এর লেনদেন বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় আইনি বিধান সংযোজন করার ব্যবস্থা গ্রহণ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

বাগমারার সাবেক এমপি এনামুল কারাগারে

বাগমারার সাবেক এমপি এনামুল কারাগারে

কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে রাজনৈতিক দল এলডিপি

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে রাজনৈতিক দল এলডিপি

পরিস্থিতির আলোকে ছোট ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে- গভর্নর

পরিস্থিতির আলোকে ছোট ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে- গভর্নর

পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হয়নি: বিজিএমইএ

পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হয়নি: বিজিএমইএ

অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

ছাত্র সংসদ নির্বাচন ও নতুন বাংলাদেশ

ছাত্র সংসদ নির্বাচন ও নতুন বাংলাদেশ