মির্জা আব্বাস

সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ মে ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০১ এএম

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যার সম্পর্কে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের মাঝে এখানে নাই। উনাকে আমাদের সামনে আসতে দেয়া হয় না, উনাকে কথা বলতে দেয়া হয় না। যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন, তারা বলছেন, তাকে অবিলম্বে বিদেশে নেয়া দরকার। বার বার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস স্বাক্ষী হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে, যারা উনাকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাল্লাহ তাদের বিচার হবে।

গতকাল রোববার রাজধানীর লেকশোর হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-সংগ্রামের ওপর লেখা এক গ্রন্থ প্রকাশনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংবাদিক মাহফুজ উল্লাহ‘র লেখা ইংরেজী গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’ এর বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থে প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

মির্জা আব্বাস বলেন, এই সরকার বার বার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এদেশের স্বাধীনতা থাকবে না, যদি এদেশের সাধারণ মানুষ সচেতন না হয়। আমাদের দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না।
অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যাওয়ার কথা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এতো নির্দয়-নিষ্ঠুর আচরণ কোনো মানুষ মানুষের সাথে করতে পারে এটা বলা যায় না। আমি উনাকে (খালেদা জিয়াকে) হাসপাতালে দেখতে গিয়েছিলাম। উনারা (চিকিৎসকরা) দেখিয়েছিলেন, কিরকম করে হার্টে বাইপাস করা যাচ্ছে না। কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লক হয়ে মারা না যান। সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা। দেখে আমার নিজের এতো খারাপ লেগেছিলো যে, এই দৃশ্য দেখার পরে কেউ তাকে আটকিয়ে রাখতে পারে এটা আমার কাছে অবিশ্বাস্য।
তিনি বলেন, শেখ হাসিনা সেটা দেখেছেন তাতো আমি বলি না। কিন্তু তিনি জানেন না তা হতে পারে না। কারণ উনি প্রতিনিয়ত খবর তো রাখেন। রাখবার পরেও এই নিষ্ঠুর আচরণ করেন।

নানা চরাই-উতরাই পেরিয়ে নিজের কর্মদক্ষতায় খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়েছেন উল্লেখ করে সাংবাদিক মাহফুজউল্লাহর গ্রন্থটি নেতা-কর্মীদের পড়ার অনুরোধ জানান মান্না।
সরকারের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ৭ জানুয়ারি পরে দেশের মানুষের মধ্যে অনেকে বলেছেন, আর পারলে না, এরা পাঁচ বছরই থাকবেন, কেউ কেউ রকম করে বলেন, যতদিন জীবিত আছে নড়াতে পারবেন না। এখন দেখছি নিজে নিজেই নড়ছে।

মান্না বলেন, তিনটা এমন এমন শট হয়েছে, একটা প্রাক্তন আইজি, একটা প্রাক্তন চিফ অফ স্টাফ, আরেকটা তিন বারের এমপি। চোরগুলো ডাকাতগুলো গায়ের জোরে এমপি হয়েছে, তাদের চেহারা এক্সপোজড হয়েছে। যার ফলে সবাই বুঝতে পারছে। পত্রিকায় লেখেছে দেখলাম তিনটা বিষয় নিয়ে বিব্রত সরকার। এই দায় কার? চিফ অফ স্টাফ কে বানিয়েছে, আইজি কে বানিয়েছে, এমপি কে বানিয়েছে? সবাইকে উনি (শেখ হাসিনা) প্রতিপালন করে বড় করে লুটপাট করবার ক্ষমতা দেবার পরে সবগুলো এক্সপোজড হয়ে গেছে। তখন আবার পত্রিকায় লেখছে দায় কার? বাহ।

রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর দিলারা জামান বলেন, বেগম খালেদা জিয়া একজন প্র্যাগমেটিক পপুলার লিডার। আজকে তার ওপর জেল-জুলুম-নির্যাতন করা হচ্ছে, উনি ভিকটম হয়েছেন, এটা একটা টর্চার। রাজনীতি করে গিয়ে উনি বিভিন্ন সরকারের আমলে ভিকটিম হয়েছেন। হাসিনা আমলে জেলে গিয়েছেন, এরশাদের আমলে জেলে গিয়েছেন, এখন উনি কত বছর ধরে জেলে আছেন, চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন না। চোখ দেখাতে আমাদের প্রেসিডেন্ট চলে যাচ্ছেন সিঙ্গাপুরে ফ্যামিলিসহ, আরো অনেক নেতা চলে যাচ্ছেন সিঙ্গাপুর, লন্ডন, জার্মানীতে যখন-তখন। অথচ বেগম জিয়াকে যেতে দেয়া হচ্ছে না। এটা একটা প্রতিশোধ। এভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রিভ্যাইল সিম্বোলাইজেস বাংলাদেশ। তিনি আজকে নিজের প্রিয় জন্মভূমিতে বন্দি, আমি মনে করি বাংলাদেশও বন্দি। বাংলাদেশ ইজ এ প্রিজনার, ভেতর থেকে বাংলাদেশও বন্দি। সুতরাং খালেদা জিয়া বাংলাদেশকে সিম্বোলাই করে বলে আমি মনে করি।

অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহর সভাপতিত্বে ও কবি আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল, প্রফেসর সিদ্দিকুর রহমান খান, গ্রন্থের অনুবাদক শাহরিয়ার সুলতান, ‘ইতি প্রকাশনা’র প্রকাশক জহির দীপ্তি এবং গ্রন্থের লেখক মরহুম সাংবাদিক মাহফুজউল্লাহ‘র সহধর্মিনী দিনারজাদি বেগম রাখেন।

প্রকাশনার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামী মজিবুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, সাম্যবাদী দলের (মার্কবাদী-লেলিনবাদী) হারুন চৌধুরী, গণঅধিকার পরিষদের নূরুল হক নূর, জাগপার খন্দকার লুৎফুর রহমান, ইকবাল হোসেন প্রধান, এনডিপির আবু তাহের, পিপলস পার্টির বাবুল সর্দার চাখারি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, জমিয়তে উলামায়ে ইসলামের গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী, বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, মনিরুল হক চৌধুরী, আবদুস সালাম, আফরোজা খানম রীতা, এসএম আবদুল হালিম, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর শাহিদা রফিক, প্রফেসর তাজমেরী এস এ ইসলাম, ইসমাইল জবিহউল্লাহ, বিজন কান্তি সরকার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, শ্যমা ওবায়েদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, এবিএম আশরাফ উদ্দিন নিজাম, প্রফেসর আফম ইউসুফ হায়দার, প্রফেসর গোলাম হাফিজ কেনেডী উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে কি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করার মূল্য দিতে হচ্ছে : প্রশ্ন দ্য ডিপ্লোম্যাট

যুক্তরাষ্ট্রকে কি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করার মূল্য দিতে হচ্ছে : প্রশ্ন দ্য ডিপ্লোম্যাট

দু’পক্ষের মারামারির পর মাদ্রাসায় আগুন, নারীসহ আহত ৭

দু’পক্ষের মারামারির পর মাদ্রাসায় আগুন, নারীসহ আহত ৭

আইএসডি’র উদ্যোগে কার্নেগি মেলন রোবোটিক্স সামার ক্যাম্প আয়োজিত

আইএসডি’র উদ্যোগে কার্নেগি মেলন রোবোটিক্স সামার ক্যাম্প আয়োজিত

পরিকল্পনার অভাবে ইউরোপের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে রাবিড নেতৃবৃন্দ

পরিকল্পনার অভাবে ইউরোপের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে রাবিড নেতৃবৃন্দ

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে : পরিবেশমন্ত্রী

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে : পরিবেশমন্ত্রী

মোদি সরকারকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

মোদি সরকারকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

ভারতের সাথে রেল করিডোর চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত : গণঅধিকার পরিষদ

ভারতের সাথে রেল করিডোর চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত : গণঅধিকার পরিষদ

আরিফুল ইসলাম জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি

আরিফুল ইসলাম জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি

পাকিস্তানে গণতন্ত্রকে সমর্থন করার প্রস্তাব পাস মার্কিন সংসদে

পাকিস্তানে গণতন্ত্রকে সমর্থন করার প্রস্তাব পাস মার্কিন সংসদে

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, মাঝ-আকাশেই বিস্ফোরিত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, মাঝ-আকাশেই বিস্ফোরিত

‘পাকিস্তানে সন্ত্রাসীদের অর্থ দিচ্ছে ভারত’

‘পাকিস্তানে সন্ত্রাসীদের অর্থ দিচ্ছে ভারত’

বুড়িগঙ্গা নদীতে ১৫৬ ড্রাম ভর্তি পেট্রোল-ডিজেল বহনকারি ট্রলারে বিস্ফোরণ, তিন শ্রমিক নিখোঁজ

বুড়িগঙ্গা নদীতে ১৫৬ ড্রাম ভর্তি পেট্রোল-ডিজেল বহনকারি ট্রলারে বিস্ফোরণ, তিন শ্রমিক নিখোঁজ

আইনের শাসন পাওয়া প্রত্যেক জনগণের অধিকার বগুড়ায় ন্যায় কুঞ্জ উদ্বোধনকালে বললেন- প্রধান বিচারপতি

আইনের শাসন পাওয়া প্রত্যেক জনগণের অধিকার বগুড়ায় ন্যায় কুঞ্জ উদ্বোধনকালে বললেন- প্রধান বিচারপতি

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি থেকে ১৩ হাজার লিটার ডি এস (ডিনেচার্ড স্প্রিট) উধাও, তদন্ত কমিটি গঠন

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি থেকে ১৩ হাজার লিটার ডি এস (ডিনেচার্ড স্প্রিট) উধাও, তদন্ত কমিটি গঠন

চলতি সপ্তাহেই নিলামে উঠছে ডায়নার আইকনিক নীল গাউন, হ্যান্ডব্যাগ, জুতো

চলতি সপ্তাহেই নিলামে উঠছে ডায়নার আইকনিক নীল গাউন, হ্যান্ডব্যাগ, জুতো

দুমকী জনতা কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-৫

দুমকী জনতা কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-৫

সততা, নিষ্ঠা, দক্ষতা ও নৈতিকতা আছে বলেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সততা, নিষ্ঠা, দক্ষতা ও নৈতিকতা আছে বলেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ইসরায়েলকে চুপি চুপি মারণাস্ত্র দিচ্ছে ভারত!

ইসরায়েলকে চুপি চুপি মারণাস্ত্র দিচ্ছে ভারত!

সাংবাদিক ড. কনক ও আইনজীবী মহসীনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সাংবাদিক ড. কনক ও আইনজীবী মহসীনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

ধামরাইয়ে নিরাপত্তা কর্মীকে বেধে দোকান থেকে ১০ টন রড চুরি

ধামরাইয়ে নিরাপত্তা কর্মীকে বেধে দোকান থেকে ১০ টন রড চুরি