আনিসুল হক সড়ক পুনরুদ্ধারে ভোগান্তি কমেছে লাখো মানুষের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ মে ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০১ এএম

রাজধানীর অন্যতম ব্যস্ততম ‘তেজগাঁও সাতরাস্তা-রেলগেট’ সড়কটি কিছুদিন আগেও ছিল পুরোপুরি ট্রাক-ভ্যানের দখলে। যতদূর চোখ যেত, দেখা যেত সারি সারি ট্রাক, কাভার্ডভ্যান, পিক আপ দাঁড়িয়ে। যানজট, বিশৃঙ্খলা এবং ট্রাক কাভার্ডভ্যান যেন ছিল পারস্পরিক নিত্যসঙ্গী। অথচ, গত কিছুদিন ধরেই যেন ভিন্ন এক চিত্র, বহুল আকাক্সিক্ষত এক পরিবর্তনের ছোঁয়া। তেজগাঁও ট্রাফিক বিভাগের আন্তরিক প্রচেষ্টায় এবং ক্রমাগতভাবে লেগে থাকায় মেয়র আনিসুল হক সড়ক ফিরে পেয়েছে তার প্রাণ, কমেছে লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি।

সাতরাস্তা থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত সড়কে অবৈধভাবে গড়ে ওঠা বহু বছরের ট্রাকস্ট্যান্ড ২০১৫ সালের ২৯ নভেম্বর উচ্ছেদ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর ফের ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের দখলে চলে যায় সড়কটি। অথচ মেয়র আনিসুল হক সড়ক দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করছেন। মেয়র আনিসুল হক সড়কটি কারওয়ান বাজার থেকে একদিকে তেজতুরীবাজার, ফার্মগেট ও তেজগাঁও, অন্যদিকে সাতরাস্তা হয়ে মহাখালী, বনানী, গুলশান, নিকেতন, হাতিরঝিল এবং রামপুরার সঙ্গে যুক্ত। ফার্মগেট-তেজগাঁও ঘিরে রয়েছে এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠান।

এছাড়াও জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট, সরকারি ছাপাখানাসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার ট্রাক ও কাভার্ডভ্যান চলে এই রাস্তায়। রয়েছে এসেনসিয়াল ড্রাগস, বিজি প্রেস, বিসিকসহ ১০টি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। অথচ তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের পার্কিং ক্ষমতা মাত্র ৭০০ যানবাহনের কাছাকাছি।

তেজগাঁও ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ধারণক্ষমতার প্রায় ৫ গুণ ট্রাক ও কাভার্ডভ্যান রাখা হয়। শুক্রবার ও শনিবার অফিসিয়াল ট্রিপ না থাকায় সব গাড়ি বৃহস্পতিবার রাতে এসে শনিবার পর্যন্ত এখানে অপেক্ষা করে। এছাড়াও ট্রাক, কাভার্ডভ্যানের রুট পারমিট সারা বাংলাদেশ হওয়ায় সারা দেশ থেকেই ট্রাক, কাভার্ডভ্যান এবং পিকআপ রাত ১০টার পর থেকে এই এলাকায় এসে জড়ো হয়।

ইউসিবি শুলশান ব্রাঞ্চে কর্মরত ইমতিয়াজ আহমেদ বলেন, গত সপ্তাহ থেকেই এই রাস্তাটি পরিষ্কার থাকায় আমি ১৫ মিনিটে ফার্মগেট থেকে গুলশান অফিসে চলে যেতে পারছি, এরকম ফাঁকা আগে দেখিনি। বছরের পর বছর যে সড়ক ছিল অবহেলিত, ট্রাফিক পুলিশের কাজে সেটি ফিরে পেয়েছি যান চলাচলের স্বাভাবিক অবস্থা। বিআরবি হসপিটালস লিমিটেডের ডা. মোহাম্মদ শাহরিয়ার আরাফাত সৌরভ জানান, গত কয়েকদিন ধরেই আমি অবাক হচ্ছি, কেননা গত কয়েক বছরে এত পরিষ্কার কখনও দেখি নি, আশা করি এই অবস্থা বিদ্যমান থাকবে। সরিজমিনে পরিদর্শনে দেখা যায়, মেয়র আনিসুল হক সড়কের দুই পাশে সিটি কর্পোরেশন কর্তৃক প্রায় ৭ ফিট জায়গা নিয়ে করা হয়েছে রিকশার লেন। বলা হচ্ছে এই পথে চলবে অযান্ত্রিক যান। তবে, বাস্তবতা ভিন্ন। স্থানীয় ব্যবসায়ী আলম বলেন, রিকশার জন্য যে রাস্তা দেয়া হয়েছে সেখানে প্রকৃত পক্ষে রিকশা তো চলবেই না, এতে করে রাস্তাটা অকার্যকর হয়ে গেছে। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন, বৃহত্তর স্বার্থে এটি অপসারণ করতে ট্রাফিক কর্তৃক সিটি কর্পোরেশনকে অফিসিয়ালি জানানো হয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মনির তালুকদার বলেন, আমরা জায়গার জন্য সরকারের কাছে আবেদন করেছি, টিএনটির জায়গা আমাদের দিয়ে দিলে ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না। আর আমরা ট্রাফিক পুলিশকে সবসময় সহায়তা করি এবং করব।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাস বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে কর্মদিবসগুলোতে মেয়র আনিসুল হক সড়ক ভোর ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শতভাগ পার্কিং মুক্ত রাখা হবে।

তিনি বলেন, ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমদের নির্দেশনায় আমরা কয়েকদিন ধরেই বিভিন্ন মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করি। আলোচনা করেই মেয়র আনিসুল হক সড়ক শতভাগ পার্কিংমুক্ত রাখছি। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে এবং প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি মানুষের মমত্ববোধ থেকে আজকের এই অবস্থা ধরে রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শুধু আনিসুল হক সড়কই নয়, ট্রাফিক পুলিশের পরিকল্পনায় রয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কিছু রাস্তা ওয়ানওয়ে করার। এর মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থার আরও উন্নতি হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন : মির্জা ফখরুল

খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের এক বছর চুক্তির মেয়াদ বাড়ল

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের এক বছর চুক্তির মেয়াদ বাড়ল

মুক্ত জীবনে জুলিয়ান অ্যাসাঞ্জ, ফিরেছেন তার জন্মভূমি অস্ট্রেলিয়ায়

মুক্ত জীবনে জুলিয়ান অ্যাসাঞ্জ, ফিরেছেন তার জন্মভূমি অস্ট্রেলিয়ায়

বৃষ্টি কমছে, কমছে নদ-নদীর পানি দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি, সিলেটে বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ আপাতত ৮ শত কোটি!

বৃষ্টি কমছে, কমছে নদ-নদীর পানি দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি, সিলেটে বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ আপাতত ৮ শত কোটি!

ভারতকে করিডোর দিয়ে শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন: রিজভী

ভারতকে করিডোর দিয়ে শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন: রিজভী

মহাসড়ক বিভাগের সচিব হিসেবে আরও এক বছর থাকছেন আমিন উল্লাহ নুরী

মহাসড়ক বিভাগের সচিব হিসেবে আরও এক বছর থাকছেন আমিন উল্লাহ নুরী

যুক্তরাষ্ট্রকে কি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করার মূল্য দিতে হচ্ছে : প্রশ্ন দ্য ডিপ্লোম্যাট

যুক্তরাষ্ট্রকে কি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করার মূল্য দিতে হচ্ছে : প্রশ্ন দ্য ডিপ্লোম্যাট

দু’পক্ষের মারামারির পর মাদ্রাসায় আগুন, নারীসহ আহত ৭

দু’পক্ষের মারামারির পর মাদ্রাসায় আগুন, নারীসহ আহত ৭

আইএসডি’র উদ্যোগে কার্নেগি মেলন রোবোটিক্স সামার ক্যাম্প আয়োজিত

আইএসডি’র উদ্যোগে কার্নেগি মেলন রোবোটিক্স সামার ক্যাম্প আয়োজিত

পরিকল্পনার অভাবে ইউরোপের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে রাবিড নেতৃবৃন্দ

পরিকল্পনার অভাবে ইউরোপের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে রাবিড নেতৃবৃন্দ

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে : পরিবেশমন্ত্রী

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে : পরিবেশমন্ত্রী

মোদি সরকারকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

মোদি সরকারকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

ভারতের সাথে রেল করিডোর চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত : গণঅধিকার পরিষদ

ভারতের সাথে রেল করিডোর চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত : গণঅধিকার পরিষদ

আরিফুল ইসলাম জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি

আরিফুল ইসলাম জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি

পাকিস্তানে গণতন্ত্রকে সমর্থন করার প্রস্তাব পাস মার্কিন সংসদে

পাকিস্তানে গণতন্ত্রকে সমর্থন করার প্রস্তাব পাস মার্কিন সংসদে

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, মাঝ-আকাশেই বিস্ফোরিত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, মাঝ-আকাশেই বিস্ফোরিত

‘পাকিস্তানে সন্ত্রাসীদের অর্থ দিচ্ছে ভারত’

‘পাকিস্তানে সন্ত্রাসীদের অর্থ দিচ্ছে ভারত’

বুড়িগঙ্গা নদীতে ১৫৬ ড্রাম ভর্তি পেট্রোল-ডিজেল বহনকারি ট্রলারে বিস্ফোরণ, তিন শ্রমিক নিখোঁজ

বুড়িগঙ্গা নদীতে ১৫৬ ড্রাম ভর্তি পেট্রোল-ডিজেল বহনকারি ট্রলারে বিস্ফোরণ, তিন শ্রমিক নিখোঁজ

আইনের শাসন পাওয়া প্রত্যেক জনগণের অধিকার বগুড়ায় ন্যায় কুঞ্জ উদ্বোধনকালে বললেন- প্রধান বিচারপতি

আইনের শাসন পাওয়া প্রত্যেক জনগণের অধিকার বগুড়ায় ন্যায় কুঞ্জ উদ্বোধনকালে বললেন- প্রধান বিচারপতি

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি থেকে ১৩ হাজার লিটার ডি এস (ডিনেচার্ড স্প্রিট) উধাও, তদন্ত কমিটি গঠন

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি থেকে ১৩ হাজার লিটার ডি এস (ডিনেচার্ড স্প্রিট) উধাও, তদন্ত কমিটি গঠন