কোলকাতায় এমপি খুন হাজার প্রশ্ন এবং সংবিধান

Daily Inqilab স্টালিন সরকার

২৭ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০২ এএম

কয়েকদিন পর জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণা মানেই পণ্যের দাম বৃদ্ধি। সরকারি কর্মচারী, আমলা-মন্ত্রী-এমপি ও তথাকথিত জনপ্রতিনিধিরা নতুন বাজেটে ‘সুবিধা বৃদ্ধি’তে আশার আলো দেখলেও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বিপন্ন মানুষ দেখেন ‘অন্ধকার’। গণমানুষের সুবিধা শিক্ষা-স্বাস্থ্যের উন্নতি হয় এমন বরাদ্দ গত ২০/২৫ বছরের এই দুই খাতে বাজেটে বৃদ্ধি মানুষ দেখতে পায়নি। বাজেট ঘোষণার আগে স্টেকহোল্ডারদের সঙ্গে যে ধারাবাহিক মতবিনিময় হওয়ার কথা সে ধরনের বালাই দেখা যাচ্ছে না। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের ধামাধরা এমপি রাশেদ খান মেনন বলেছেন, ‘বাজেটে এমপিদের কোনো ভূমিকা ও কাজ নেই’। যথার্থ বলেছেন তিনি। বাজেট নিয়ে কোনো আলোচনা না হলেও বর্তমানে টক অব দ্য কান্ট্রি ৫টি ইস্যু। একটি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এর ভয়াবহতা নিয়ে মানুষ আতঙ্কিত। এ ছাড়া অন্য বিষয়গুলো হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমদের সব সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসেব জব্দ করতে আদালতের দুই দফায় আদেশ, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা এবং ঝিনাইদহ-৪ আসনের এমপি এবং এক সময়ের ভয়ঙ্কর অপরাধী মাদককারবারি হিসেবে চিহ্নিত, মাদক সম্রাট আনোয়ারুল আজিম আনারের কোলকাতায় খুনের ঘটনা। দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এই কয়েকটি ইস্যু নিয়ে মহাব্যস্ত। বিশেষ করে বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতের কোলকাতায় খুন হওয়ার ঘটনার পর যে সব তথ্য পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে প্রচার হচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন। কিন্তু সদুত্তর মিলছে না।
ভারতের কোলকাতা পুলিশ ও বাংলাদেশের পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছে তার সারমর্ম হচ্ছে ‘১৩ মে কোলকাতায় খুন হন এমপি আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের ভাড়া করা এ ভবনেরই অত্যাধুনিক ‘ত্রি-প্লেক্স’ ফ্ল্যাটে আগে থেকেই অবস্থান করছিলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল, শিলাস্তি রহমানসহ ৬ জন। তবে ‘ব্লক-৫৬ বিইউ’ ফ্ল্যাটের তৃতীয় তলায় ছিলেন সুন্দরী বান্ধবী শিলাস্তি রহমান। এমপি আনারকে জবাই করা হয়। কেউ যাতে কোনো কিছু বুঝতে না পারে সেজন্য ফ্ল্যাটে বাজানো হয় কিছুটা উচ্চশব্দের মিউজিক। পর্যায়ক্রমে শরীরের বিভিন্ন অংশ চাপাতি দিয়ে কেটে আলাদা করা হয়। প্রথমে লাশের চামড়া ছোলানো হয়। হাড় থেকে খুলে ফেলা হয় গোশত। গোশত যাতে দ্রুত পচে না যায় সেজন্য তাতে দেওয়া হয় হলুদের গুঁড়া। মাথার খুলি টুকরো টুকরো করতে শুরুতে ব্যর্থ হয় পাষণ্ড খুনিরা। তখন কোনোভাবেই মুখ দেখে যাতে চিহ্নিত করা না যায় সেজন্য মুখ থেকে গোশত আলাদা করে তুলে ফেলা হয়। পর্যায়ক্রমে সেগুলো ভর্তি করা হয় চারটি লাগেজে। লাগেজগুলো সিয়ামের কাছেও দেওয়া হয়। তবে পর্যায়ক্রমে সেগুলোর হাতবদল হয়।’ বাস্তবতা হলো এখনো লাশের কোনো সন্ধান পায়নি পুলিশ। লাশ না পেয়ে এতো কিছু আইন-শৃংখলা বাহিনী জানলো কিভাবে? পচন ঠেকাতে হলুদ গুঁড়া, খুলি টুকরো করতে না পেরে গোশত আলাদা করা, গোশত থেকে চামড়া ছড়ানো এবং টুকরো টুকরো করে কাটা এমন লোমহর্ষক চিত্র কোথায় পেল? পুলিশ বলছে গ্রেফতারকৃতদের কাছ থেকে এসব তথ্য পেয়েছে। কিন্তু অপরাধীরা তো এখনো দায় নিচ্ছে না। শিলাস্তি রহমান আদালতে যে ভাবে কেঁদেছে তাতো সবাই দেখেছে। প্রশ্ন হচ্ছে এতো কিছু জানতে পারলো অথচ লাশ উদ্ধার করা যাচ্ছে না কেন? লাশ উদ্ধার করা না গেলে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে বোঝা না গেলে সংসদের আসন শূন্য ঘোষণায় জটিলতা দেখা দেবে।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায় বাংলাদেশের ডিবি বলেছে, ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি বাসায় এক-দুই মাস ধরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কোলকাতা। প্রশ্ন হচ্ছে একজন এমপিকে হত্যার জন্য ঢাকার অভিজাত এলাকায় দুইমাস ধরে অপরাধীরা দফায় দফায় বৈঠক করেছে; অথচ তা দেশের আইন-শৃংখলা বাহিনী বুঝতে পারেনি? বিএনপির ২০ জন নেতাকর্মী কোথাও দাওয়াত খেতে গেলে ‘গোপন বৈঠক’ তথ্য পেয়ে তাদের গ্রেফতার করেন, জামায়াতের ৫/৬ জন নেতাকর্মী কোনো হোটেলে খেতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেন। ভবিষ্যতে নাশকতা করতে পারেন বা পরিকল্পনা করেছেন এমন তথ্যের দাবি করে করিৎকর্মা পুলিশ বিরোধী দলের নেতাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেন। অথচ দুই মাস গুলশানের মতো এলাকায় একজন এমপিকে খুন করার পরিকল্পনা করতে অপরাধীরা বৈঠক করেছেন তা টের পায়নি পুলিশ! অপরাধীরা কয়েক দফায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কোলকাতা গেছেন আবার ফিরে এসেছেন অথচ আইন-শৃংখলা বাহিনী কিছুই টের পায়নি? বিমান বন্দরে কি সাধারণ চেকিং হয়?
লাশের সন্ধান মেলেনি, পোস্ট মর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, ডিএনএ টেস্ট কোনোটিই হয়নি। এসব ছাড়াই আইন-শৃংখলা বাহিনী যা বলছেন তাই ছাপছেন গণমাধ্যমগুলো? এটা কি দায়িত্বশীল সাংবাদিকতা? অনুসন্ধানী সাংবাদিকতা অনেক আগেই উঠে গেছে। দেশে ব্যক্তিপূজার শাসন কায়েম হওয়ার পর থেকে গণমাধ্যমের মালিক ও সাংবাদিকদের বড় অংশ সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এ ছাড়াও কর্পোরেট হাউজগুলো গণমাধ্যমের মালিক হওয়ায় বৈধ-অবৈধ পথে তাদের ব্যবসা-বাণিজ্য, সরকারি আনুকূল্য সুযোগ-সুবিধা পেতে গণমাধ্যমকে ব্যবহার করে সরকারকে খুশি রাখার প্রতিযোগিতা করছে। আবার সাংবাদিকদের বড় অংশ গাড়ি, বাড়ি, প্লট, ফ্লাটের লোভ ও লাভের দিকে ঝুঁকে ধামাধরা সাংবাদিকতায় নেমেছেন। অনুসন্ধানী সাংবাদিকরা কমে গেছে। আর যারা অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান তারাও নানান কালো আইনের ভয়ে সেদিকে হাঁটেন না। তাই বলে যে লাশের সন্ধান মেলেনি, পোস্ট মর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, ডিএনএ টেস্ট কোনোটিই হয়নি সে লাশ টুকরো টুকরো করা হয়েছে, চামড়া ছাড়ানো হয়েছে, হলুদ লাগানো হয়েছে ইত্যাদি খবর ফলাও করে প্রচার করে কিভাবে? গণমাধ্যমের কোনো কর্মী কি খুন হওয়া এমপি আনারের লাশের টুকরো বা হলুদ লাগানো গোশত দেখছেন?
আখতারুজ্জামান শাহিন কোলকাতায় একজন এমপিকে খুন করে উড়োজাহাজে কোলকাতা-দিল্লি-ঢাকা এলো আবার আমেরিকা ফিরে গেলো অথচ কিছুই টের পেলো না আইন-শৃংখলা বাহিনী? আইন-শৃংখলা বাহিনী দাবি করছে ‘ঢাকায় খুন করতে ব্যর্থ হয়ে কোলকাতায় নিয়ে গেছে’।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গে গোয়েন্দাদের ধারণা বাংলাদেশ-ভারতে স্বর্ণ চোরাচালানের অন্যতম নিয়ন্ত্রক আক্তারুজ্জামান শাহিন ও আনোয়ারুল আজিম আনার। দুজনই ছোটবেলার বন্ধু। তারা দু’জন সীমান্তে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি কারবারও নিয়ন্ত্রণ করতেন। চোরাই স্বর্ণের ভাগবাটোয়ারা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আবার আনোয়ারুল হক আনার ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিতি ছিল। স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। হাজারো অপরাধে অভিযুক্ত আনার অপরাধী হিসেবে ‘ইন্টারপোলের রেড অ্যালার্ট’-এ ছিল। আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা ১৪ বছর আত্মগোপনে ছিলেন। আমার বাবাকে কে এবং কেন হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত চাই। খুনিদের ফাঁসি দেখতে চাই।’ প্রশ্ন হচ্ছে কোনো সাধারণ মানুষ ১৪ বছর আত্মগোপনে থাকতে পারে? তাকে এতো বছর আত্মগোপনে থাকতে হয়েছে কেন? চোরাচালানির সময় পুলিশের হাতে ধরা পড়ায় সন্ত্রাসীরা ছিনিয়ে দিয়েছিল এমন তথ্যও রয়েছে। ফলে এগুলোর কোনো তথ্য দেয়া হচ্ছে না কেন? এগুলো গোপন রাখার রহস্য কি? ক্ষমতাসীন দলের এমপি হওয়ায় কি এগুলো চেপে রাখা হচ্ছে?
আনোয়ারুল আজিম আনারের খুনের পর ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সংসদের কোনো আসন শূন্য ঘোষণা করতে গেলে অন্তত নিহত এমপির মৃত্যু নিশ্চিত করতে হবে। নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আসন শূন্য ঘোষণার আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। সংবিধানের বিধান হলো, সংসদ সদস্য মারা গেলে কিংবা অনুমতি ছাড়া ৯০ কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে। কিন্তু ১৩ মে আনোয়ারুল আজিমের খুনের খবর প্রকাশ করা হলেও লাশ না পেলে ‘নিহত’ নিশ্চিত না হলে আসন শূন্য ঘোষণা করা যাবে না। ফলে বাংলাদেশের একজন এমপি ভারতের কোলকাতায় খুনের ঘটনার পর লাশ না পাওয়া শুধু একজন ব্যক্তিকে খুন নয়; সংবিধানকে ‘খুন’ করে ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণা করা হতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের চুক্তি বাতিল করল সৌদি আরব

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের চুক্তি বাতিল করল সৌদি আরব

মিশিগানে শিশুদের ওয়াটার পার্কে অতর্কিত হামলা, ২৮ বার গুলি! জখম একাধিক

মিশিগানে শিশুদের ওয়াটার পার্কে অতর্কিত হামলা, ২৮ বার গুলি! জখম একাধিক

দুই দশকেরও বেশি সময় পর কাল উত্তর কোরিয়া যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

দুই দশকেরও বেশি সময় পর কাল উত্তর কোরিয়া যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

অতীত তিক্ততা ভুলে মুইজ্জুকে মোদির ঈদ অভিনন্দন

অতীত তিক্ততা ভুলে মুইজ্জুকে মোদির ঈদ অভিনন্দন

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগাডের টহল জোরদার -ভীতি ও আতঙ্ক কেটেছে দ্বীপবাসীর

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগাডের টহল জোরদার -ভীতি ও আতঙ্ক কেটেছে দ্বীপবাসীর

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ১৫

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ১৫

ইজরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল করলেন নেতানিয়াহু

ইজরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল করলেন নেতানিয়াহু

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

সিলেট-সুনামগঞ্জে বন্যার অবনতি, উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছেই

সিলেট-সুনামগঞ্জে বন্যার অবনতি, উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছেই

কেউ মাংস দিতে চায় না, তাড়িয়ে দেয়

কেউ মাংস দিতে চায় না, তাড়িয়ে দেয়

পশু কোরবানি দিতে গিয়ে আহত ৯৪

পশু কোরবানি দিতে গিয়ে আহত ৯৪

হরিরামপুরে সাপের কামড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

হরিরামপুরে সাপের কামড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

ফৌজদারহাাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত

ফৌজদারহাাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত

৭ দিনে পদ্মা সেতুতে ২৫ কোটি ৭৩ লাখ টাকা টোল আদায়

৭ দিনে পদ্মা সেতুতে ২৫ কোটি ৭৩ লাখ টাকা টোল আদায়

যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু

যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু

কাদেরের বক্তব্যের জবাব দিতে ‘রুচিতে বাধে’ ফখরুলের

কাদেরের বক্তব্যের জবাব দিতে ‘রুচিতে বাধে’ ফখরুলের

ইউরোয় ‘বড় কিছুর’ লক্ষ্য রোনালদোর

ইউরোয় ‘বড় কিছুর’ লক্ষ্য রোনালদোর

ছোট পুঁজি নিয়েও আত্মবিশ্বাসী ছিলাম: শান্ত

ছোট পুঁজি নিয়েও আত্মবিশ্বাসী ছিলাম: শান্ত

কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সোহাগ তালুকদার আর নেই

কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সোহাগ তালুকদার আর নেই

জনগণের মধ্যে ‘ঈদের আনন্দ নেই: মির্জা

জনগণের মধ্যে ‘ঈদের আনন্দ নেই: মির্জা