ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা করায় উল্টো বিচার প্রার্থীরা আসামি

Daily Inqilab আনোয়ার জাহিদ/আবুল হাসান সোহেল, ফরিদপুর থেকে

০১ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০১ জুন ২০২৪, ১২:০৩ এএম

ফরিদপুর অঞ্চলের মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা করায় উল্টো বিচার প্রার্থীরা এখন মানবপাচারকারীদের ভাড়া করা লোকদের মামলার আসামি হয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাসা বাড়ীতে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন মানব পাচারকারীরা এখন সরাসরি রাজনৈতিক ছত্রছায়া বীরদর্পে হুমকিতে রাখছে স্বজনহারাদের। পাচারকারীরা আগের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর ও বিপদগামী হয়ে স্বজনহারা মানুষের উপর অত্যাচার শুরু করছে কৌশল পাল্টিয়ে। এরা আইনশৃঙ্খলা বাহিনীর লোকদেরকেও এখন তোয়াক্কা করছেন না। আগে ভুক্তভোগীদের দায়ের করা মামলার আসামি হয়ে বছর খানেক পালিয়ে থেকে একাধিক পাচারকারী চক্রের অসাধু সদস্যরা পালিয়ে ছিল। এখন তাদের বিরুদ্ধে মামলা করা বাদি/বাদীনিদের বিরুদ্ধে তাদের ভাড়া করা লোক দিয়ে মামলা করায়ে উল্টো তাদের বাড়ীতে ঘুমাতে দিচ্ছে না।
কতিপয় আসামি পাচারকারী চক্রের সদস্যরা কোর্টে জামিন নিতে গিয়ে আদালতের মাধ্যমে জেলে গেছে। আবার কেউ পুলিশের হাতে আটক হয়ে জেল খেটে বাড়ি ফিরছে। ভুক্তভোগীদের মামলা থেকে বাঁচতে আপোষ মিমাংসা করতে ও বহু দেন দরবার করে সফল হতে পারেননি পাচারকারীরা।
পরে তাদের (পাচারকারীদের) বিরুদ্ধে মামলা করা বাদী ও বাদীনিদের গ্রাম্য মাতুব্বরদের সহযোগিতায় পেশী শক্তি খাটিয়ে মামলা তুলে নিতে ব্যর্থ হয়। এরপর মানব পাচারকারী চক্রের সদস্যরা এক হয়ে মাঝারি মাপের সরকার দলীয় লোকদের সেল্টারে ভুক্তভোগীদের মামলা তুলে নিতে- তাদের জান মালের হুমকি দিতে থাকে। এতে ৫/৭ জন ভুক্তভোগী মামলার আসামিদের নামে ৬/৭ জিডিও করেন নগরকান্দা থানায়। এতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে বেপরোয়া হয়ে উঠছে মানব পাচারকারীরা।
উল্লেখিত বিষয়ে দৈনিক ইনকিলাবের পাতায় ফরিদপুর অঞ্চলের মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে এ পর্যন্ত ধারাবাহিক মোট ৩৪টি পর্ব ছাপা হয়েছে। এই ধারাবাহিক সংবাদ ছাপা হওয়ার পর নড়েচড়ে বসেন ফরিদপুর অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ ছাপার আগে একজন ভুক্তভোগী ও থানায় বা কোর্টে পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা করার সূযোগ পাননি। সংবাদ প্রকাশে বৃহত্তর ফরিদপুরের মানব পাচারকারীদের শিকার তাদের ক্ষতিপূরণ দাবি করে কমপক্ষে ৩ থেকে ৪ শ’ মামলা হয় আদম ব্যবসায়ী দালাল ও মুল পাচারকরীদের বিরুদ্ধে।
এরই ধারাবাহিকতায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে সরেজমিনে অনুসন্ধানী প্রতিবেদন করেন এই দুই সংবাদাতা। বিগত ২/৩ বছর যাবৎ বৃহত্তর ফরিদপুরসহ আশপাশের এলাকারগুলোর প্রত্যন্ত অঞ্চলে অনুসন্ধানী প্রতিবেদন কালে জানা যায়, মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সবকিছু খোয়ায়ে পথের ফকির হয়ে পড়ছে বহু পরিবার।
আবার পাচারকারী চক্রের অসাধু সদস্যদের কতিপয় সদস্য বিদেশি মাফিয়াদের যোগসাজশে বিদেশগামী যুবকদের আটকিয়ে মুক্তিপণের দাবিতে নির্যাতন চালিয়ে হত্যা করছে। ভূক্তভোগীদের আমাদের স্বজনদের বিদেশ নেয়ার সময় ৮/৯ লাখ টাকা নিয়েছে। লিবিয়া গেইম ঘরে আটকিয়ে নির্যাতন করে ভিডিও ক্লিপ স্বজনদের পাঠিয়ে ও ৩/৪ লাখ মুক্তিপন। মুক্তিপণের টাকা দেয়ার পরও নির্যাতনে মারা গেছে, মো. ইকতিয়ার পিতা মো. হারেজ কাজী সাং মাঝিকান্দা,ভাংগা, ফরিদপুর। উল্লেখ্য এই ইকতারের মা-বাবা -স্ত্রীর নিকট থেকে মুক্তিপণের ৬ লাখ টাকা নেয় মুক্তি দেয়ার কথা বলে। নির্যাতনে তার মৃত্যু হলেও স্বজনরা লাশটিও ফেরত পাননি।
এছাড়া ও বহু যুবকের হাত- পা বেঁধে নির্যাতনের ভিডিও বার্তা স্বজনদের নিকট পাঠিয়ে ৫/৬ লাখ হাতিয়ে নিতো দালালরা। বেশি টাকা নিয়ে ও অবৈধ পথে বিদেশ নিয়ে আকামা না দেয়া প্রবাসী পুলিশের হাতে ধরা পড়ে বছরের পর বছর জেলে আটক আছে বহুজন।
গত দেড় বছরে বৃহওর জেলার মাদারীপুর, শিবচর, টেকেরহাট, পাচ্চর, কুতুবপুর, গৌরনদী, মোস্তফাপুর, শরীয়তপুরের, ভেদরগঞ্জ, গোসাইরহাট,নড়িয়া, জাজিরা, ফরিদপুরের, ভাঙ্গা, সালথা, নগরকান্দা, তালমা, বাসাগাড়ী, শংকরপাশা, মশাউজান, কৃষ্ণনগর, সালথা উপজেলার, সালথা সদর, গোপালিয়া,ফরিদপুর সদর থানার কানাইপুর, মাচ্চর,নর্থচ্যানেল, ডিক্রিচর, সদরপুর উপজেলার কৃষ্টপুর, নিজগ্রাম, যাত্রাবাড়ী,প্রত্যন্তঅঞ্চল, চরভদ্রাসন উপজেলার প্রত্যন্ত অঞ্চল, রাজবাড়ী, পাংশা, মধুখালি, গোয়ালন্দ, বালিয়াকান্দি,কালুখালীসহ দৌলতদিয়া ঘাট এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানব পাচারকারীদের বিরুদ্ধে সরেজমিনে খোঁজ খবর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করা হয়।
এ সময় জানা যায়, মানব পাচারকারী দের, হাতে ১০/১২ লাখ দিয়ে নগরকান্দা তালমা ইউনিয়নের কৃষ্ণনগরের ৪৭ জন যুবক লিবিয়ায় হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে সলিলসমাধি হয় ৩০ জনের।
এর মধ্যে ৩০ জন যুবক নিখোঁজ দীর্ঘ দেড় বছর যাবৎ। ঘটনার দিন ঐ সাগর ছিল উওাল। ৪ দিন খারাপ আবহাওয়ার মধ্যে নৌযান চলচল নিষিদ্ধ থাকলেও লাইফ জ্যাকেট ছাড়া ৩০ জনের বোর্ডে ৪৭ জন লোক নেয়ায় প্রচন্ড ঢেউয়ে নৌকা ডুবিতে মারা যায় এরা।
এর মধ্যে সন্তান হারা মা, চামেলি বেগম স্বামী মোস্তফা মাতুব্বর, এবং মোসা. মাফুজা বেগম স্বামী মো. সোবহান মোল্লা সাং কৃষ্ণ নগর, বাদী রন্তা বেগম, কাশেম তালুকদার, ইনকিলাবকে জানান, আমাদের পরশী, আদম বেপারী, মো. মুরাদ বেপারী, তার ভাই গিয়াস বেপারী, এলাকার এরোন মাতুব্বর ও তার ছেলে পলাশ মাতুব্বর এরা সবাই মিলে মিশে আমাদের এলাকা থেকে ৪৭ জনকে লিবিয়া হয়ে ইতালি নিবেন, বলে প্রত্যেকের কাছ থেকে ৮ থেকে ১২ লাখ করে নগদ টাকা নেন।
গত ৫ জানুয়ারি, ২০২৩ সালে ৪৭ জন যুবক একত্রে ঢাকা থেকে বিমানে উঠে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্য ঢাকা দুবাই যায়। পরে দুবাই থেকে লিবিয়া বেনগাজী গেইম ঘরে নিয়ে আটকিয়ে রেখে মুক্তিপণ দাবি করেন। এ সময় অত্যাচারে মারাযায়, মো. ইকতার মিয়া। ঐ তারিখ থেকে এখন পর্যন্ত আমাদের ৪৭ স্বজনের মধ্যে ৩০ জন দীর্ঘ দেড় বছর নিখোঁজ। ১৭ জন বেঁচে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করলে তারা জানায়, সবারই নৌকা ডুবিতে লিবিয়ার বেনগাজী নদীতে নৌকা ডুবে মারা গেছে। অর্থাৎ ৩০ জনের সলিলসমাধি হয়েছে।
এই ৩০ যুবকের মধ্যে ৬ জনের মা-বাবা-ভাই-স্ত্রী বাদী হয়ে মুরাদ বেপারী, তার ভাই গিয়াস বেপারী এবং এদের সহযোগী পলাশ মাতুব্বর গংদের বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখিতরা, বাদী হয়ে মামলা দায়ের করার পর মামলা তুলে নিতে, নিখোঁজ আলামিন ও মাফুজের মায়ের মামলায় প্রধান পাচারকারী মুরাদ বেপারী ও পলাশ বেপারী জেলহাজতে যায়। কয়েক মাস জেল খাটার পর বেরিয়ে এসে উল্টো মামলা তুলে নিতে চামেলি ও মাফুজাকে জীবননাশের হুমকি দেয় বলে উভয়ই ইনকিলাবের কাছে অভিযোগ করেন। এরপর চামেলি পর পর নগরকান্দা থানা ৫টি জিডি এবং মাফুজা একটি জিডি এন্ট্রি করেন বলে ইনকিলাব কে নিশ্চিত করেন। এরপর মানবপাচারকারী কোন উপায়ন্ত না পেয়ে নেয় রাজনৈতিক আশ্রয় আশ্রিত হয়ে পাচারকারীরা তাদের নিজস্ব লোক মো. তানবির শেখ বাদী হয়ে উল্টো পাচারকারীদের পক্ষ নিয়ে মুরাদ বেপারী গংদের নামে মামলা করা প্রথম বাদী তথা নিখোঁজ আলামিনের মা-মাফুজা বেগম, তার শশুর ৯২ বছর বয়সী শশুর মো. এস্কেন মোল্লা, কোহিনূর বেগম নিখোঁজ নাজমুলের-মা এবং বাবা, আলা মাতুব্বর সর্ব সাং কৃষ্ণ নগর, নগরকান্দাকে অভিযুক্ত করে ফরিদপুর আদালতে একটি নালিশী পিটিশন দাখিল করেন।
আদালত তদন্তের জন্য নগরকান্দা থানাকে নির্দেশ দিয়েছেন বলে চামেলি বেগম ইনকিলাবকে নিশ্চিত করেন। এই বিষয়ে ভূক্তভোগী ৪ জনের নামে অভিযোগ দেয়া বাদী মো. তামিম শেখের সাথে কথা বললে, তিনি ইনকিলাবকে জানান, আমি সত্যি মামলা করছি মিথ্যা মামলা করিনি। এই আসামিরা আমাকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে ইতালি পাঠায়নি।
এই বিষয় ইনকিলাবের সাথে কথা হয় নগরকান্দা- সালথার সহকারী পুলিশ সুপার জনাব, আসাদুজ্জামান শাকিলের সাথে। তিনি ইনকিলাবকে বলেন আইন সবার জন্য সমান। অসত্য তথ্য দিয়ে কেউ পার পাবে না তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ইনকিলাবের সাথে কথা হয় ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াসমিন কবিরের সাথে তিনি বলেন, ন্যায়বিচার সবাই চাতে পারেন। প্রয়োজনে ভূক্তভোগীগার জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলুক।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার