ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ

কর্মীরা নিরাশ মনে বাড়ি ফিরছে

Daily Inqilab শামসুল ইসলাম

০১ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০১ জুন ২০২৪, ১২:০৩ এএম

টিকিট সিন্ডিকেট চক্রের অনৈতিক কর্মকান্ড এবং রিক্রুটিং এজেন্সিগুলোর চরম উদাসিনতা দরুণ ই-ভিসাপ্রাপ্ত হাজার হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। গতকাল শুক্রবার ডেডলাইনের শেষ দিনেও ভাগ্যে ফ্লাইট না যুটায় মালয়েশিয়া গমনেচ্ছু হাজার হাজার কর্মী চোখের পানি ফেলতে ফেলতে নিরাশ মনে বাড়ি ফিরেছেন ঢাকা বিমানবন্দর থেকে। অনেকেই গ্রামের বাড়িতে মুখ দেখাতে না পেরে বিভিন্ন এলাকায় আত্নীয় স্বজনের বাসায় অবস্থান করছে। ই-ভিসা এব বর্হিগমন ছাড়পত্র থাকার পরেও মালয়েশিয়ায় যেতে না পারা একাধিক কর্মী এসব তথ্য জানিয়েছে। ভিটেমাটি ও গবাদিপশু বিক্রি এবং চড়া সুদে ঋণ নিয়ে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন এসব বঞ্চিত কর্মীরা। তাদের চোখে মুখে শুধু অন্ধকারের ছাপ। ই-ভিসাপ্রাপ্ত এসব কর্মী সিন্ডিকেট চক্রকে অঘোষিতভাবে পাঁচ লাখ টাকা থেকে ছয় লাখ টাকা পরিশোধ করেছে। এসব টাকা দ্রুত তারা ফেরত দেয়ার জোর দাবি জানিয়েছে। টিকিট সিন্ডিকেট চক্র ঢাকা-কুয়ালালামপুর রুটের ৩৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটের দাম প্রায় ছয় গুন বাড়িয়ে বিক্রি করছে। মালয়েশিয়া সরকার ৩১ মে’র পর দেশটিতে অভিবাসী কর্মীদের প্রবেশের সময় বাড়াতে পারে এমন আশায় অধিকাংশ রিক্রুটিং এজেন্সিগুলো চড়া দামে টিকিট কিনে কর্মীদের পাঠাতে ঢিলেমি করেছে। সময় বাড়লে টিকিটের দাম কমবে এমন আশায় কর্মীদের দিনের পর দিন ঘুরিয়েছে অনেক এজেন্সি। আর এসব কারণে তাদের ভাগ্যে দেশটিতে যাওয়া হলো না। এসব ব্যর্থ কর্মীরা উচ্চ অভিবাসন ব্যয়ের টাকা আদৌ ফেরত পাবে কিনা তা’নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গতকাল মালয়েশিয়ায় যাওয়ার সর্বশেষ দিন হওয়ায় শত শত কর্মী লেগেজ নিয়ে ফ্লাইটের টিকিট হাতে না পেয়েই ঢাকাস্থ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে জড়ো হয়। অনেক রিক্রুটিং এজেন্সি এসব কর্মীদের বিমান বন্দরে গিয়ে অবস্থান নিতে বলে যে বিমান বন্দরে ফ্লাইটের টিকিট দেয়া হবে। গত বুধবার ও বৃহস্পতিবার থেকেই অনেক অপেক্ষমান কর্মী হাজী ক্যাম্পের আশাপাশের হোটেলগুলোতে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত থেকেই বিমান বন্দরের ফ্লোরে অবস্থান নিয়ে টিকিটের জন্য প্রহর গুনতে থাকে। অনাহার অনিদ্রায় এসব কর্মী চরম দুর্ভোগের শিকার হন। সর্বশেষ গতকালের ফ্লাইটেও টিকিট না পেয়ে অধিকাংশ কর্মী কান্নায় ভেঙ্গে পড়েন। তারা অনেকেই শুক্রবার বন্ধের দিনে ঢাকার এজেন্সির অফিসে গিয়ে কোনো মালিককে খুঁজে না পেয়ে নিরাশ মনে বাড়ি ফিরে গেছে।

বিমানের সর্বশেষ বিশেষ ফ্লাইট যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় ২৭১ যাত্রী মালয়েশিয়া গেছেন। গতকাল একাধিক ফ্লাইট যোগে প্রায় দেড় হাজার কর্মী দেশটিতে গিয়েছে। আজ শনিবার থেকে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ওই ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করার কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘ফ্লাইটটির যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গীকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বায়রা প্রতিনিধি বিমানের মতিঝিল অফিসে পাঠায়। ওই তালিকা অনুসারে বিমানের মতিঝিল অফিস থেকে নগদ অর্থে বিশেষ ফ্লাইটের টিকিট কিনতে পারবেন বায়রা প্রতিনিধি। মালয়েশিয়ার বিমানবন্দরে অপেক্ষমাণ হাজার হাজার বাংলাদেশিরা অবস্থান করছে। সিরিয়াল অনুযায়ী দেশটির কোম্পানীরা এসব কর্মীদের রিসিভ করছে। বিমান বন্দর কর্তৃপক্ষ এসব কর্মীদের খাবার, পানীয় সরবরাহ করছে। ভোগান্তি লাঘবে একাধিক কাউন্টার খোলা হয়েছে। কর্মী ভিসায় মালয়েশিয়া প্রবেশে গতকাল শেষদিন হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের চাপ বেড়েছিল। এদিন সকাল থেকেই উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে যাত্রীদের মধ্যে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে এরই মধ্যে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে মালয়েশিয়ায়গামী ৩টি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও ৪টি। এসব ফ্লাইটে প্রায় দেড় হাজার কর্মী দেশটিতে গিয়েছে।

মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের এ বছরের ৩১ মে’র মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছিল দেশটির সরকার। এ বিষয়ে গত ১৬ মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সবাইকে জানালেও বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসী কর্মী বিষয়টি জানতেন না। পরে ২০ মে’র পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার তাড়াহুড়ো পড়ে যাওয়ায় ফ্লাইট সংকট দেখা যায়। ফলে অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়ার ভাগ্যে যুটেনি। এদিকে, কুয়ালালামপুর থেকে নির্ভরযোগ্য সূত্র জানায়, জাতিসংঘে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ায় অপরাধমূলক নেটওয়ার্ক দ্বারা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রতারণামূলক নিয়োগের অভিযোগে চিঠি দিয়েছিল জাতিসংঘ। ২৮ মার্চ জাতিসংঘের দেয়া সেই চিঠির জবাব দিয়েছে দেশটি। এর মাধ্যমে দেশটির সরকার অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

গতকাল শুক্রবার ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে মালয়েশিয়ার স্থায়ী প্রতিনিধি নাদজিরা ওসমান মানবাধিকার বিষয়ক হাইকমিশন দপ্তরে (ওএইচসিএইচআর) চিঠিটি হস্তান্তর করেন। নাদজিরাহ বলেন, আমরা জাতিসংঘকে আশ্বস্ত করছি, মালয়েশিয়া অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, প্রতিশ্রুতির সাথে একটি সম্পূরক নথিও রয়েছে যেখানে শোষণ এবং মানব পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলোর রূপরেখাও রয়েছে। এর আগে, ২৮ মার্চ জাতিসংঘের তরফ থেকে দেয়া সেই চিঠিতে সংস্থাটির চারজন বিশেষজ্ঞ উল্লেখ করেন যে, মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ভুয়া কোম্পানিগুলির প্রতারণামূলক অপকর্ম সম্পর্কে জাতিসংঘ উদ্বিগ্ন। তারা ঋণের বন্ধন, দুর্ব্যবহার এবং অভিবাসী শ্রমিকদের শোষণের মতো বিষয়গুলোকে তুলে ধরেন, যার সবই আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) দ্বারা প্রতিষ্ঠিত। এরই প্রতিক্রিয়ায় নাদজিরাহ অভিবাসী শ্রমিকদের অধিকার সমুন্নত রাখার জন্য মালয়েশিয়া সরকারের চলমান প্রচেষ্টার প্রমাণ হিসাবে প্রতারিত হওয়া ৭৩৩ জন বাংলাদেশি কর্মীকে ১ মিলিয়নেরও বেশি রিঙ্গিত বেতন শোধ করার তথ্য দিয়েছেন। তিনি বলেন, ১৭ মে পর্যন্ত ৭৩৩ ক্ষতিগ্রস্ত শ্রমিকের মধ্যে প্রায় ৬৯২ জনকে জোহর শ্রম বিভাগের মাধ্যমে নতুন নিয়োগকর্তার অধীনে নিয়োগ দেয়া হয়েছে। এসময় জাতিসংঘে দাখিল করা পত্রে নিয়মিত কোম্পানি পরিদর্শন, অবৈধ নিয়োগকারীদের কালো তালিকাভুক্ত করা, নিয়োগকারী এজেন্সিগুলিকে নিয়ন্ত্রণ করা এবং শ্রম বিভাগের অফিসে বা ওয়ার্কিং ফর ওয়ার্কার্স (ডব্লিউএফডব্লিউ) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা অভিযোগের সমাধানসহ সরকারের দেয়া অন্যান্য পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে মালয়েশিয়া শ্রম বিভাগ ১ হাজার ৬৬৪ জন ও চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৯১০ জন বিদেশি কর্মীকে নতুন নিয়োগকর্তাদের কাছে স্থানান্তর করেছে বলে জানানো হয়। বলা হয় দেশটির সরকার জাতিসংঘের দ্বারা ব্যাপকভাবে হাইলাইট করা সমস্যাগুলির সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল রাতে কুয়ালালামপুর থেকে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ওহিদুর রহমান ইনকিলাবকে জানান, গতকাল পর্যন্ত মালয়েশিয়া সরকার অভিবাসী কর্মী প্রবেশের সময়সীমা আর বৃদ্ধি করেনি। ফলে দেশটির ই-ভিসাপ্রাপ্ত হাজার হাজার বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় আসার সুযোগ থেকে বঞ্চিত হলো। এসব ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীদের ভাগ্যে কি আছে তা’ কেউ কিছু বলতে পারছে না। তিনি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বার্সা চাইলে ফিরতে প্রস্তুত ব্রাভো

বার্সা চাইলে ফিরতে প্রস্তুত ব্রাভো

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে