ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
ব্যবসায়ীদের আগমন বৃদ্ধি পাবে : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান

মোংলা-যশোর রেলপথে শুরু যাত্রীবাহী ট্রেন চলাচল

Daily Inqilab মহসিন মিলন বেনাপোল ও মনিরুল ইসলাম দুলু, মোংলা থেকে

০২ জুন ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০২ জুন ২০২৪, ১২:০১ এএম

মোংলা-যশোর রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর রেল নেটওয়ার্কে যুক্ত হলো মোংলা বন্দর। গতকাল শনিবার সকাল ১০টায় যশোরের বেনাপোল থেকে ৬০০ যাত্রী নিয়ে বেতনা এক্সপ্রেস ট্রেনটি মোংলায় এসে পৌঁছায় দুপুর ২টায়। এই রেলপথ চালু হওয়ায় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণসহ গতিশীল হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। শনিবার এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৭৩ বছর পর রেল যোগাযোগে যুক্ত হলো সমুদ্রবন্দর মোংলা।

২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেলপথ উদ্বোধন করেন। যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। সেই ট্রেনটি বেনাপোল থেকে খুলনার জংশন হয়ে মোংলার এসে পৌঁছায়। মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে। নতুন এই রেলপথে ‘মোংলা কমিউটার’ নামে একটি ট্রেনই আপাতত চলাচল করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

জানা গেছে, খুলনা-মোংলা রেলপথ প্রকল্পটি নেয়া হয় ২০১০ সালে। এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। প্রকল্পটি তিনটি ভাগে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১ রেললাইন নির্মাণ, প্যাকেজ-২ রূপসা নদীর ওপর রেলসেতু এবং প্যাকেজ-৩ টেলিযোগাযোগ ও সিগন্যালিং সিস্টেম। এসব প্রকল্পের আওতায় মূল লাইনসহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য ৮৬.৮৭ কিলোমিটার। তার মধ্যে ৬৪.৭৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ। আর রূপসা নদীর ওপর নির্মাণ করা হয়েছে ৫.১৩ কিলোমিটার রেলসেতু। জমি অধিগ্রহণ, রেললাইন, রেলসেতু নির্মাণসহ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৭২১ কোটি টাকা। ২০১৫ সালে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় তিন হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্প মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২১ সালে আবারও সময় ও ব্যয় দুটিই বাড়ানো হয়। তখন দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা। সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। সেই মেয়াদ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ধরা হয়। রূপসা নদীর ওপর ৫.১৩ কিলোমিটার সেতু, ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার পথ হলেও স্টেশনগুলোর ডাবললাইন হিসাব করে ৯১ কিলোমিটার পথ, ৯টি প্ল্যাটফর্ম এবং ১০৭টি ছোট সেতু এবং ৯টি আন্ডারপাস নির্মাণ শেষ হয়েছে। সেইসঙ্গে সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন কাজও শেষ হয়েছে।

১৯৫০ সালের ১ ডিসেম্বর মোংলা সমুদ্রবন্দর প্রতিষ্ঠিত হয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত মোংলা বন্দরের অবস্থান খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে পশুর নদী ও মোংলা নদীর সংযোগস্থলে। এই পথে ট্রেন চলাচল শুরু হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে। পাশাপাশি ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে দ্রুত সময়ে ও কম খরচে মালামাল নিতে পারবেন। গতিশীল হবে মোংলার সঙ্গে যাতায়াত সুবিধা।

মোংলা রেল স্টেশন মাস্টার এসএম মনির আহম্মেদ জানান, মোংলা থেকে চুলকাঠি ২০ টাকা ,কাটাখালি ২০ টাকা, মোহাম্মদ নগর ৩৫, ফুলতলা ৪৫, নওয়াপাড়া ৫৫ টাকা, সিঙ্গিয়া ৬০, যশোর ৬৫ টাকা, ঝিকোরগাছা ৭৫ টাকা, নাভারন ৮০ টাকা, বেনাপোল ৮৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মোংলা পৌঁছাবে বেলা ১২টা ৩৫ মিনিটে এবং ছেড়ে যাবে দুপুর দেড়টার সময়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বেনাপোল-মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এই রুটে ট্রেন চলাচলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এর আগে গত ১ নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, মোংলা বন্দরের গতি আরও বাড়বে। ব্যবসায়ীদের আগমন বৃদ্ধি পাবে এই রেলপথ চালুর জন্য। এখন থেকে ব্যবসায়ীরা অল্প খরচে পণ্য পরিরহন করতে পারবে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতও মোংলা বন্দর ব্যবহার করতে পারবে।
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার জানান, নদী পথ নয় সমান তালে চলবে এই রেলপথ। এই পথে যাতে কোনো যাত্রী হয়রানী না হয় সে দিকে লক্ষ্য রাখা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বার্নিকাটের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেফতার

বার্নিকাটের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেফতার

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না: ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না: ওয়াকার-উজ-জামান

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

প্রস্তরযুগের শতাধিক জেড ড্রাগনের সন্ধান

প্রস্তরযুগের শতাধিক জেড ড্রাগনের সন্ধান

নিউ ইয়র্কে ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ

নিউ ইয়র্কে ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

চোটে মৌসুম শেষ রদ্রির

চোটে মৌসুম শেষ রদ্রির

পরিবেশবান্ধব শহরে পরিণত হচ্ছে শাংহাই

পরিবেশবান্ধব শহরে পরিণত হচ্ছে শাংহাই

জাপানে ভারী বৃষ্টিপাতে নিহত ৬

জাপানে ভারী বৃষ্টিপাতে নিহত ৬

'ভারতীয় পেসাররা এখন আকরাম-ইউনিসের সমতুল্য'

'ভারতীয় পেসাররা এখন আকরাম-ইউনিসের সমতুল্য'

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪৯২

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪৯২

নতুন স্পাইমাস্টার নিয়োগ দিলো পাকিস্তান

নতুন স্পাইমাস্টার নিয়োগ দিলো পাকিস্তান

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার