কারো ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ জুন ২০২৪, ১২:০২ এএম
কেউ যদি দুর্নীতি করে থাকে তার দায় পুরো পুলিশ বাহিনী নিবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেনজীরের বিষয়ে তিনি বলেন, তার বিষয়টা এখনো তদন্তাধিন রয়েছে। আমরা এখনো সুনিশ্চিত করে বলতে পারি না সে কত টাকার কর ফাঁকি দিয়েছে, কত টাকা অবৈধভাবে আয় করেছে, পাচার করেছে কিংবা কী পরিমাণ সম্পদ গড়েছে। তদন্তে নিয়োজিত সংশ্লিষ্ট ইউনিট তদন্ত শেষ করার পূর্বে আমার কিছু বলা সঠিক হবে না। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ‹আমাদের বঙ্গবন্ধু› শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এখন দেশে আছেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর এখন দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন তা আমি সুনিশ্চিতভাবে জানি না, আমাকে জেনে বলতে হবে। বেনজীরের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, কেউ যদি কোনো অন্যায় করে থাকেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। আমাদের পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করেছে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, করোনার সময়ে জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে কেউ যদি দুর্নীতি করে থাকে তার দায় পুরো পুলিশ বাহিনী নিবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার।
বেনজীরের দেশত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। এর মধ্যে যদি সে চলে গিয়ে থাকে- তবে আমি এখনো পর্যন্ত সঠিক জানিনা সে আছে কিনা চলে গেছে। আমাকে জেনে কথা বলতে হবে।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতে। মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটাও ভারতেই হয়েছে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। (আনারের পলাতক হত্যাকারীদের ফিরিয়ে দিতে) যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম।
আনারের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সবাই অনেক উদ্বিগ্ন। আর এরকম একজন সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকবো এটা তো হতে পারে না। কাজেই আমাদের সকল ধরনের প্রচেষ্টা চলছে, যারা এ হত্যা করেছেন এবং হত্যায় সহযোগিতার করেছেন সবাইকে শাস্তির আওতায় আনা হবে। আর যিনি নেপালে আছেন তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। এখনো তদন্ত চলছে, আমি সুনিশ্চিত ভাবে জানি না কে কোথায় আছে।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ছাত্রলীগ আয়োজিত আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার শিক্ষার্থী শাহ হাসনাঈন রেজা। ২য় স্থান অধিকার করেন - দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ইয়াসিনুর রহমান জিহাদ। এবং ৩য় স্থান অধিকারকার করেন বগুড়ার ঠনঠনিয়া নূরুল আলানূর ফাজিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল মুত্তালিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়ীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেন। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত নিশানও চলে গেলেন না ফেরার দেশে
কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে বিক্ষোভ সমাবেশে পীর সাহেব মধুপুর
১৩ নভেম্বর ঘিরে কঠোর নজরদারিতে হবিগঞ্জ জেলা পুলিশ
কাউখালীতে নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত
মোদি সংকটে পড়লেই কেন কথিত ‘জঙ্গি’ হামলা হয় ভারতে?
নিষিদ্ধ আ‘ লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ
এনসিপির ঢাকা অফিসে ব্রিটিশ হাইকমিশনার, নির্বাচন ইস্যুতে নাহিদের সঙ্গে বৈঠক
আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুলির খোসা উদ্ধার
প্রধান উপদেষ্টা কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন
ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন
ধর্মপ্রাণ মুসলমানরা মদিনার ইসলামে বিশ্বাসী, মওদুদীর ইসলামে নয়: হাফিজ ইব্রাহিম
২৯৯ আসন বিএনপিকে উপহার দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : দীপেন দেওয়ান
চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালসের মধ্যে ৩০ বছরের কনসেশন চুক্তি সাক্ষর
কমলগঞ্জে শখের বসে শেখা বাঁশিই এখন কৃষ্ণ দাসের জীবিকা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা
এবার ধোলাইপাড়ে বাসে আগুন
জাতীয় নির্বাচনে জটিলতা সৃষ্টির অর্থ পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা : তারেক রহমান
দিনাজপুরের হাকিমপুরে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ