ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

বাংলাদেশে খ্রিষ্টান রাষ্ট্র হবে না ভবিষ্যতে ভারতই ভাঙবে :এ এম এম বাহাউদ্দীন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৫ জুন ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৫ জুন ২০২৪, ১২:১০ এএম

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ভারত এখন সংকটকাল অতিক্রম করছে। ভবিষ্যতে ভারতই ভাঙবে। দক্ষিণের ভারতে এমন আলামত অলরেডি দেখা যাচ্ছে। আর উত্তর-পূর্ব নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমরা পাহারা দিয়ে রাখছি, না হলে টিকতে পারবে না। মোদি ভারত থেকে বাংলাদেশে সমর্থন দিতে গিয়ে মূলধারার মানুষদের অস্বীকার করেছে। তাদের পরিণতি ভালো হবে না। বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এখানে কোনো খ্রিষ্টান রাষ্ট্র হবে না। অন্য কোনো রাষ্ট্রে হতে পারে। দৈনিক ইনকিলাবের ৩৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন।
এ এম এম বাহাউদ্দীন বলেন, ভারতের এই মানচিত্র থাকবে না। মানচিত্র হবে আমাদের, মুসলমানদের। আমাদের চিন্তার ইনশাআল্লাহ। সেই কাজটি আমরা করছি।
তিনি বলেন, আমরা সকলে মিলে এই রাষ্ট্রচিন্তা তৈরি করেছি। রাষ্ট্রচিন্তা না থাকলে তো মেরামত করা যাবে না। এখন সমাজে লুটেপুটে খাওয়া বেড়েছে। কিন্তু সরকারি দল কিংবা বিরোধী দল কেউ সমাজ তৈরির কাজ করছে না। আমরা দৈনিক ইনকিলাবের সকলে মিলে একটি শক্তিশালী সমাজ নির্মাণ করতে চাই।
ইনকিলাব সম্পাদক বলেন, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এ দেশের ১৮ কোটি মানুষের মধ্যে দশ কোটি অত্যন্ত সপ্তাহে এক ঘণ্টার জন্য মসজিদে গিয়ে বয়ান শোনে। এক ঘণ্টার জন্য হলেও আল্লাহর কাছে সেজদা দেয়। এই সমাজকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। বাংলাদেশে ইনকিলাবের যে চিন্তা-চেতনা এরাই সমাজে আধিপত্য করবে। এই চিন্তায় যারা রাজনীতি, লেখালেখি করেন তারা এবং আমরা যেন একসঙ্গে থাকতে পারি।
আগামীর বাংলাদেশ নিয়ে ইনকিলাব সম্পাদক বলেন, এখন যে বাংলাদেশ দেখছেন এটা কিচ্ছু থাকবে না। এটা আজিজ-বেনজীরের মতো ফ্যাকাসে হয়ে যাবে। যারা সঠিক চিন্তায় আছেন তারা জ্বলজ্বল করবেন।
এ এম এম বাহাউদ্দীন বলেন, বর্তমানে সমাজে সম্মান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। যেখানে বিশেষ করে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। সেনাপ্রধান, পুলিশপ্রধান, আইন প্রণেতাদের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। তো এ ক্ষেত্রে সম্মান নিয়ে যেকোনো গুরুত্বপূর্ণ পদে থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। তিনি বলেন, আজকে আমাদের দীর্ঘ এত বছরে যারা ইনকিলাবে যারা ব্যুরো চিফ, জেলা প্রতিনিধি তারা কিন্তু অত্যন্ত সম্মানীয় তাদের এলাকায়। বিভিন্ন অঞ্চলে জেলা প্রতিনিধিদের ওই এলাকার স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরাও সম্মান করেন। এটা তারা অর্জন করেছেন।
ইনকিলাব সম্পাদক বলেন, যারা ইনকিলাব পত্রিকায় রয়েছেন তারা সম্মানের সঙ্গে পরিচয় দিতে পারেন। কিন্তু আজকে টাকা হলে আর একটু পড়াশোনা থাকলে এই সম্মানের ডিগ্রি নেয়ার চেষ্টা করা হয়।
এ এম এম বাহাউদ্দীন বলেন, আজকে সম্পদের জন্য মানুষ বেপরোয়া হয়ে যায়। এ ক্ষেত্রে ‘ভান্ডালিজম’ অর্থাৎ বর্বর গোত্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্বরদের একটি সা¤্রাজ্য ছিল। যারা জার্মান সমাজ থেকে এসেছিল। রোমান সা¤্রাজ্যকে হারিয়ে একশ’ বছর ছিল। এই ‘ভান্ডালিস্টরা’ রোমানদের হারিয়ে তাদের কৃষ্টি, সংস্কৃতি অনুসারে জীবনযাপনের চেষ্টা করেছিল। আমাদের দেশেও কোনো কোনো বিশেষ জেলা যেমন হরিজনরা এসে এখন ব্র্রাহ্মণের মতো ভূমিকায় রয়েছে। অনেকে বিশাল অট্টালিকার মালিক হচ্ছে। অনেকে সচিব আর আইজি হচ্ছেন। রোমানদের হারিয়ে এই ‘ভান্ডালিস্টরা’ও সে রকমই ছিল। কিন্তু রোমানরা যাই করেছে, এখনো তাই রয়ে গেছে। কিন্তু এই ‘ভান্ডালিস্টরা’ কিন্তু রোমানদের হারিয়েছিল। কিন্তু কোথাও ইতিহাসে কোন ‘ভান্ডালিস্ট’ সেনাপতির নাম বীর হিসেবে আসছে না। বর্তমান সরকারের আমলে কাঠামোগত অনেক উন্নতি হয়েছে, কিন্তু তারা যদি ‘ভান্ডালিস্টদের’ মতো ভুল করে যান তাহলে কি ইতিহাসে রোমানদের মতো সম্মান পাবেন?
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের সঙ্গে ইনকিলাব জড়িত ১৯৮৬ সাল থেকে। আমি কিংবা আমরা সকলেই অনেক অর্থবিত্ত পেতে পারতাম। এরশাদ সরকারের আমলে আমাকে একাধিকবার বলা হয়েছিল গুলশানে প্লট নিতে, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি আমাকে অনেক ¯েœহ করতেন। বর্তমান প্রধানমন্ত্রীও এক সময় ছোট ভাইয়ের মতো দেখেছেন। তাতেও আমাদের বা ইনকিলাবের আদর্শের কোনো পরিবর্তন হয়নি।
ভারতের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের নির্বাচনে মোদির (নরেন্দ্র মোদি) কিন্তু দার্শনিক পরাজয় হয়ে গেছে। এই সংখ্যাধিক্য নিয়ে যদি ভারতীয় জনতা পার্টি সরকার করেও সেটা কতটুকু টিকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ভারতে মোদি অসততা করে রাজনীতিবিদদের অসৎ করে গড়ে তুলেছেন। এ সময় ভারতীয় নির্বাচনের ইতিহাস টেনে তিনি বলেন, আপনাদের সকলের হয়তো খেয়াল আছে, ১৯৭৭ সালে যখন ভারতে প্রথম ইন্দিরা গান্ধী বিরোধী জোট হলো, নির্বাচন হলো এরপর সেখানে বেশ কয়েকটি ছোট ছোট সময়ে সরকার হয়েছিল। ভিপি সিং হয়েছিল এগারো মাসের জন্য, চন্দ্রশেখর হয়েছিল তিন মাসের জন্য, চরণ শিংও হয়েছিল অল্প কয়েক মাসের জন্য। ভারতের রাজনীতিতে এমন আবারও হতে পারে।
ইনকিলাবের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত থাকা সাবেক নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমীন খান সূচনা বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, দৈনিক ইনকিলাব যেভাবে ভূমিকা রেখে যাচ্ছে, আগামীতেও ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, ইনকিলাবের ৩৯তম বছরে পা রাখায় আমরা গর্বিত। এই ৩৮ বছরে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইনকিলাবকে পরিচালনা করেছেন পত্রিকায় বর্তমান সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। তিনি কখনো দেশের ও ধর্মের স্বার্থে আপস করেননি।
জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমেদ মমতাজী বলেন, ইনকিলাবের সঙ্গে একটি রক্ত ও আত্মার সম্পর্ক আমার গড়ে উঠেছে। এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আর নেই। তিনি ইনকিলাব পরিবারের যারা দায়িত্ব পালন করছেন তাদের সকলকে মোকারকবাদ জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সম্পাদক আবদুল মাননান মুনশী, ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ, বার্তা সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ, বিশেষ সংবাদদাতা স্টালিন সরকার ও চিফ রিপোর্টার ফারুক হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশেষ সংবাদদাতা রফিক মুহাম্মদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান। মুনাজাত করেন মাওলানা কবি রুহুল আমীন খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনকিলাবের নির্বাহী পরিচালক ফাহিমা বাহাউদ্দীন, পরিচালক অ্যাডমিন অ্যান্ড এইচআর নাজিফা বাহাউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আদনান হারুন, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর চৌধুরী, পরিচালক মার্কেটিং মোহাম্মদ আব্দুল কাদের, আইটি বিভাগের প্রধান সৈয়দ গালিব প্রমুখ।
ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, এপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাগপার (একাংশের) সভাপতি লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির (একাংশের) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার (একাংশের) সহ-সভাপতি রাশেদ প্রধান, মহাসচিব মোহাম্মদ হোসেন, জাগপার যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, যুগ্ম মহাসচিব সাইফুল আলম, জাগপার শ্রমিক নেতা আবু সুফিয়ান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুকুল, লেবার পার্টির (একাংশের) সভাপতি লায়ন ফারুক রহমান, কলামিস্ট ও লেখক রিন্টু আনোয়ার প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নোবিপ্রবি উপাচার্যের সাথে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

নোবিপ্রবি উপাচার্যের সাথে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম

চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

দুই মামলায় খালাস পেলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জন

দুই মামলায় খালাস পেলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জন

নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক না হওয়ার যে কারণ জানাল নয়াদিল্লি

নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক না হওয়ার যে কারণ জানাল নয়াদিল্লি

জয়পুরহাটে রেলক্রসিংয়ে থেমে যাওয়া ট্রাকে ট্রেনের ধাক্কা

জয়পুরহাটে রেলক্রসিংয়ে থেমে যাওয়া ট্রাকে ট্রেনের ধাক্কা

জালিয়াতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

জালিয়াতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

পশুর চর্বির পর এবার প্রসাদে তামাক! ফের বিতর্কে তিরুপতি মন্দির

পশুর চর্বির পর এবার প্রসাদে তামাক! ফের বিতর্কে তিরুপতি মন্দির

হাছান মাহমুদ, সাঈদ খোকন ও প্রলয়ের দুর্নীতি অনুসন্ধানে লিগ্যাল নোটিশ

হাছান মাহমুদ, সাঈদ খোকন ও প্রলয়ের দুর্নীতি অনুসন্ধানে লিগ্যাল নোটিশ

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ সংশোধনে খসড়া প্রস্তাব উপস্থাপন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ সংশোধনে খসড়া প্রস্তাব উপস্থাপন

শহিদ শিশু রাতুল বগুড়ার নামাজ গড় গোরস্থানে চির নিদ্রায় শায়িত

শহিদ শিশু রাতুল বগুড়ার নামাজ গড় গোরস্থানে চির নিদ্রায় শায়িত

আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৮

আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৮

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড