ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
সেমিনারে বক্তারা

দেশে প্লাস্টিকের পুনর্ব্যবহার বাড়ছে

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

০৬ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৬ জুন ২০২৪, ১২:০২ এএম

দেশে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলিং) করা যায় ৩৬ শতাংশ। এছাড়া ৩৯ শতাংশ ভাগাড়ে জমা হচ্ছে এবং ২৫ শতাংশ নদী-নালাসহ মাটিতে যাচ্ছে। তবে প্লাস্টিকের পুনর্ব্যবহারের হার আগের তুলনায় বেড়েছে। বিশ্বব্যাপী এ হারের গড় ১০ শতাংশের নিচে। যদিও ইউরোপের দেশে আবার এ হার ৭০ শতাংশের ওপরে। তবে পুনর্ব্যবহারের মাত্রা আরও বাড়াতে হবে। মূলত বাসাবাড়ি ও ভাগাড় থেকে সঠিকভাবে সংগ্রহ না হওয়ায় ব্যবহৃত প্লাস্টিকের বড় অংশই পুনর্ব্যবহারযোগ্য করা যায় না। পাশাপাশি এই খাতের বিকাশে নেই প্রয়োজনীয় সরকারি সহায়তাও।

গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে ‘টেকসই প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (পিপিবিপিসি) এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) যৌথ উদ্যোগে এ সেমিনার হয়।

সেমিনারের মূল প্রবন্ধে জানানো হয়, দেশে বর্তমানে ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্যের বাজার রয়েছে। আর নাগরিকেরা বছরে মাথাপিছু ৯ কেজির বেশি প্লাস্টিক ব্যবহার করেন। রফতানি হচ্ছে ১ দশমিক ২ বিলিয়ন ডলার। এ খাতে সাড়ে পাঁচ হাজার কারখানা রয়েছে, যেখানে সরাসরি ২০ লাখের বেশি কর্মসংস্থান হয়েছে। এভাবে চললে ২০৩০ সাল নাগাদ বিশ্বের ৪০তম শীর্ষ প্লাস্টিক রফতানিকারক দেশে পরিণত হবে বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজনেস প্রোমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ আফরোজ, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হিলালী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসার ড. কাজী বায়েজিদ কবীর। সেমিনারে সভাপতিত্ব করেন বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ।

বাণিজ্য সচিব বলেন, দেশের প্রত্যেকে এখন প্লাস্টিকের ব্যবহারকারী, এর বিকল্প নেই। যে কারণে এ খাতকে টেকসই করতে হবে। যেসব সমস্যা রয়েছে, সেগুলোকে সম্ভাবনায় পরিণত করতে হবে। সেজন্য সঠিক নীতি সহায়তা প্রয়োজন। সঠিক পলিসি দরকার। এ শিল্পের সঙ্গে সরকারের একাধিক সংস্থা ও মন্ত্রণালয় জড়িত। সবার একসঙ্গে হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, প্লাস্টিকের সমস্যা সমাধান করতে হলে সবার আগে রিসাইকেলিংয়ের হার উন্নত দেশের জায়গায় নিতে হবে। পাশাপাশি যারা বাসাবাড়ি ও ভাগাড় থেকে প্লাস্টিক পণ্য সংগ্রহ করেন, তাদের জীবনমান উন্নয়নেও জোর দিতে হবে। সেজন্য যারা এ সেক্টরে বিনিয়োগ করেছেন তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

বিপিসি প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ আফরোজ বলেন, উন্নত বিশ্ব প্লাস্টিক বন্ধ করছে। তবে আমরা এ খাত নিয়ে বড় রফতানির সম্ভাবনা দেখছি। ফলে এ খাতকে পুরপুরি কম্পাইন্সের মধ্যে আনতে হবে। আর এ বিষটি ব্যয়বহুল। রাতারাতি করা যাবে না। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আখতার বলেন, সহজলভ্য, দীর্ঘস্থায়ী ও এরমধ্যে পণ্য ভালো থাকার কারণে কোম্পানিগুলোর মোড়কজাতে প্লাস্টিক জনপ্রিয় হচ্ছে। আমরা সবসময় আমাদের বিক্রিত প্লাস্টিক সংগ্রহ করে আবার ফিরে আনতে চাই। তবে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেখেছি, চট্টগ্রামে আমরা ১০ শতাংশ প্লাস্টিক সংগ্রহ করতে পেরেছি। কিন্তু উৎপাদিত প্লাস্টিকের চেয়ে অধিক পরিমাণে প্লাস্টিক সংগ্রহ করার প্রচেষ্টা আমাদের।

তিনি বলেন, দেশে প্লাস্টিক রিসাইকেলিং খাতে যারা কাজ করছেন, যারা সংগ্রহ করছেন, এটি কোনো ভালো পেশা হিসেবে দেখা হচ্ছে না। কারণ তাদের জীবনমান উন্নয়ন হয় না। স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এ বিষয়ে প্রচুর কাজ করা দরকার। সেখানে বেশিভাগ নারী, তাদের জীবনমান ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার দিন দিন বাড়ছে। ব্যবহৃত প্লাস্টিক পণ্য আলাদা করে সংগ্রহ সমস্যার কারণে রিসাইকেল প্লাস্টিক পণ্যের অনেক চাহিদা থাকলেও সেটা পূরণ করা যাচ্ছে না। প্লাস্টিক খাতের উন্নয়নের দায়িত্ব কেবল বেসরকারি খাতের একার নয়। এজন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ

ফরিদপুরে স্টার টেইলার্সের মালিক আব্দুল করিম কে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে স্টার টেইলার্সের মালিক আব্দুল করিম কে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আগামী বছর অন্তত ৫টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইরান

আগামী বছর অন্তত ৫টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইরান

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে আটক তিন

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে আটক তিন

ফুলপুরে ১৬৬ বস্তা ভারতীয় জিরা ভর্তি ট্রাকসহ গ্রেফতার ২

ফুলপুরে ১৬৬ বস্তা ভারতীয় জিরা ভর্তি ট্রাকসহ গ্রেফতার ২

বদলে গেল আইপিডিসি ফাইন্যান্সের নাম

বদলে গেল আইপিডিসি ফাইন্যান্সের নাম

বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে: আইএমএফ

বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে: আইএমএফ

ফরিদপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ফরিদপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

শাহজাদপুরে আগাম মেয়র প্রার্থীতা ঘোষনা করলেন বিএনপি'র সাবেক নেতা শামীম।

শাহজাদপুরে আগাম মেয়র প্রার্থীতা ঘোষনা করলেন বিএনপি'র সাবেক নেতা শামীম।

মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা দলে পেইরিস

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা দলে পেইরিস

ইফার ডিজি হিসেবে যোগদান করলেন সাইফুল ইসলাম

ইফার ডিজি হিসেবে যোগদান করলেন সাইফুল ইসলাম

খুলনায় ৯৯১ মন্ডপে আনন্দপূর্ণ হবে দুর্গোৎসব-খুলনার জেলা প্রশাসক

খুলনায় ৯৯১ মন্ডপে আনন্দপূর্ণ হবে দুর্গোৎসব-খুলনার জেলা প্রশাসক

সোনারগাঁওয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সোনারগাঁওয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

মেয়াদপূর্তির দিনই মিলবে আসলসহ মুনাফার টাকা  গ্রাহক ভোগান্তি কমাতে সঞ্চয়পত্রে নতুন নির্দেশনা

মেয়াদপূর্তির দিনই মিলবে আসলসহ মুনাফার টাকা গ্রাহক ভোগান্তি কমাতে সঞ্চয়পত্রে নতুন নির্দেশনা

পুলিশ স্টেশনে নারীর ওপর যৌন নির্যাতন, ক্ষোভ বাড়ছে ভারতে

পুলিশ স্টেশনে নারীর ওপর যৌন নির্যাতন, ক্ষোভ বাড়ছে ভারতে

শেয়ার কারসাজির কারণে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

শেয়ার কারসাজির কারণে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না -গণসমাবেশে পীর সাহেব চরমোনাই

একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না -গণসমাবেশে পীর সাহেব চরমোনাই

নেইমারের সমর্থন পেল সউদী আরব

নেইমারের সমর্থন পেল সউদী আরব

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি