ঢাকায় ফিরছেন মানুষ
২১ জুন ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ১২:১৯ এএম
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে এবার ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। টানা কয়েকদিন ছুটির পর কর্মস্থলে যোগ দিতে যে যেভাবে পারছে ঢাকায় ফিরছে। ঈদের পরের দিন খুব বেশি চাপ না থাকলেও গতকালও চাপ বেড়েছে ট্রেনে। তবে যাওয়ার সময় যতটুকু কষ্ট ছিল ঢাকায় ফেরার সময় তেমন ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।
গতকাল বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করলেও যাত্রীদের নামতে খুব একটা তাড়াহুড়া দেখা যায়নি। তবে স্টেশন গেটে কঠোর অবস্থানে ছিল কর্তব্যরতরা। টিকিট চেক করে তারপর বের হতে দিচ্ছেন। টিকিটের সাথে এনআইডি ও মোবাইল নাম্বার চেক করতেও দেখা গেছে। যারা টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন তারা পরছেন জরিমানার মুখে।
পার্বতীপুর থেকে আসা একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ট্রেনে অনেক ভিড় ছিল। অনেকেই দাঁড়িয়ে এসেছেন। কিছুটা কষ্ট হলেও যথাসময়ে ট্রেনে এসেছে। দেড়ি হয়নি। পঞ্চগড় থেকে আসা আরেক যাত্রী বলেন, ছুটির পরে অফিস খুলেছে। মন না চাইলেও আসতে হচ্ছে। আমি আগে এসেছি। পরিবারের সবাই কয়েকদিন পরে আসবে।
গত মঙ্গলবার সকাল থেকেই ফিরতি ট্রেন যাত্রা শুরু হয়েছে। বুধবার সারাদিন ঢাকায় ফেরে মানুষ। গতকাল রাত পর্যন্ত কোনো রকম ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরেছে মানুষ। খুব একটা ভিড় দেখা যায়নি। এর আগে, গত ১০ জুন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হয়। চলে ১৪ জুন পর্যন্ত। ১০ জুন দেওয়া হয় ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হয় ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হয় ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হয় ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হয় ১৪ জুন।
একটি সেবা প্রতিষ্ঠানে কাজ করে কামাল। তিনি ঢাকা থেকে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন রাজশাহী। তিনি বলেন, আমাদের একসঙ্গে সবাইকে ছুটি দেওয়ার সুযোগ নেই। আমরা রোস্টার নিয়মে চলি। তাই আমি ঈদের ছুটি পাইনি। ঈদের ছুটি শেষে যখন অন্যরা ফিরেছেন তখন আমার ছুটি শুরু হয়েছে। আমি গতকাল ছুটি পেয়েছি তাই এখন বাড়ি। ঈদের পরেই আমার ঈদ শুরুহবে।
ঢাকা থেকে নাটোর যাওয়ার আরেক যাত্রী বলেন, ঈদের সময় ছুটি পাইনি, অফিসে ডিউটি ছিল। এখন ছুটি পেয়েছি।এখন গিয়ে বাবা-মায়ের সাথে ঈদ করব।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন লিটন। তিনি ফিরেছেন রংপুর থেকে। তিনি বলেন, পরিবারসহ ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। আমার ছুটি তাড়াতাড়ি শেষ হওয়ায় পরিবারের অন্যদের রেখে এসেছি। আজ সরাসরি অফিস ধরবো, যদিও কিছুটা দেরি হয়েছে। তবে এটা সমস্যা হবে না।
এদিকে ঈদের আগের দিন পর্যন্ত রাজধানী থেকে প্রায় ৭০ জোড়া ট্রেন ছেড়ে গেলেও ঈদের দিন মাত্র মাত্র একটি মেইল ট্রেন চলেছে। তবে গত মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন কমলাপুর থেকে দুই তৃতীয়াংশ ট্রেন চলাচল করেছে। অন্যদিকে গত বুধবার থেকে সব ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঈদের পরে সব ট্রেন চলে না। গুটিকয়েক ট্রেন চলে যা দুই তৃতীয়াংশ হতে পারে। বৃহস্পতিবার থেকে সব ট্রেন চলাচল শুরু করেছে। একইসঙ্গে অগ্রিম টিকিটের যাত্রাও শুরু হয়েছে।
পবিত্র ঈদুল আজহার ছুটির পর প্রথম অফিস ছিল বুধবার। ছুটি শেষে বিভিন্ন অফিস-আদালত খুললেও অনেকটা ঢিলেঢালা চলে কার্যক্রম। তেমন প্রাণচাঞ্চল্য ছিল না ব্যাংক পাড়া মতিঝিলেও। অফিসগুলোতে প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল অনেকটাই কম। বিভিন্ন দফতরের শাখার কর্মকর্তারা বলেন, প্রথম কর্মদিবসে বেশিরভাগ কর্মচারীই অফিস করেছেন, কেউ হয়ত আসতে দেরি করেছেন। আগামী রোববার থেকে পুরোদমে চলবে অফিস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বার্সার সঙ্গে আরাউহোর চুক্তি নবায়ন
কাপ্তাই সুইডিশ মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
আজাহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে বাজারে উপচে পড়া ভিড়
দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট শুরু
ভাঙ্গায় ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
চোটের কারণে কোর্ট ছাড়লেন জোকোভিচ,ফাইনালে জভেরেভ
কালীগঞ্জে ট্র্যাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পা হারালো নলকূপ মিস্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব
যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও ত্যাগের সিদ্ধান্তে আফ্রিকার জনস্বাস্থ্য ঝুঁকিতে
হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে বিজিবি
গোয়ালন্দে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে স্বাবলম্বী গৃহবধূ
যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ, ট্রাম্পের সিদ্ধান্তে ভেঙে পড়ল আফগান শরণার্থীরা
বাংলাদেশের সকল নাগরিকদের বৃহৎ স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ আগুন, নথিপত্র ভস্ম
বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি বিএসএফের, মহড়া বৃদ্ধির নির্দেশ
জাপানি স্কুলবাসে হামলার দায়ে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু