পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার ও কুয়াকাটা সৈকত
২২ জুন ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২২ জুন ২০২৪, ১২:২৩ এএম
ঈদুল আযহার পঞ্চম দিনে কুয়াকাটা ও কক্সবাজার সৈকতে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়। সৈকতের লাবনী পয়েন্ট, কলাতলী সুগন্ধা মোড় ও ডলফিন পয়েন্ট এবং হিমছড়িতে ছিল পর্যটকের ঢল। ঈদের পরের দ্বিতীয় দিন থেকে এই পর্যটক বাড়তে শুরু করে কক্সবাজার হোটেল-মোটেল জোনসহ সৈকত এলাকায়।
কক্সবাজার ব্যুরো জানায়, আষাঢ়রের শুরুতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে গত দুদিন। তারপরেও থামেনি ভ্রমণ পিয়াসুদের এই ঘোরাফেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে বেড়াতে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার পর্যটক। সাথে রয়েছে স্থানীয় ভ্রমণ বিলাশী অধিবাসীরা। হোটেল-মোটেল জোনে খবর নিয়ে জানা গেছে, আগামীকাল পর্যন্ত বুকিং রয়েছে পর্যটকদের। ঈদের ছুটির সাথে গতকাল এবং আজ সাপ্তাহিক ছুটির দিন। তাই কক্সবাজারের বর্ষার দিনে ভ্রমণে আলাদা আনন্দ নিতে পর্যটকদের এই ভিড়।
এদিকে টুরিস্ট পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন ঈদের ছুটিতে সৈকত এলাকায় বিভিন্ন বিনোদন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের কড়া নজরদারীর কারণে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়নি। হোটেল-মোটেল, গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার জানিয়েছেন, পর্যটকরা আনন্দের সাথে ভ্রমণ করেছেন কক্সবাজার সৈকতে। সেবা নিয়েছেন বিভিন্ন হোটেল-মোটেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সৈকতের লাবনী পয়েন্টে কয়েকজন পর্যটকের সাথে কথা বলে জানা গেছে, বর্ষাকাল হলেও বৃষ্টি না হওয়ায় আজকের পরিবেশটা ছিল খুবই চমৎকার। তারা সপরিবারে ঈদের পরে কক্সবাজার ভ্রমণে এসেছেন।
এদিকে কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পর্যটকদের পদারচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত। হাজার হাজার পর্যটকের উন্মদনায় প্রাণচাঞ্চল্যতা ফিরে পেয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকতে। ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম থাকলেও গত বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে। সৈকতের বালিয়াড়িতে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে নিচে গিয়ে হইহুল্লোড় মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। কোন প্রিয়জনদের সাথে সেলফি তুলছেন।
এছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকতসহ সকল পর্যটন স্পটে রয়েছে এখন পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকদের ভীড়ে বুকিয় বেড়েছে আবাসিক হোটেল-মোটেলগুলোতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।
বেঞ্চি ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার বলেন, আজকে অনেক পর্যটক বেড়েছে। এভাবে পর্যটক আসলে পিছনের লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবো। ঢাকা থেকে আসা পর্যটক মো. জোসেফ বলেন, এর আগেও কুয়াকাটা এসেছি তখন মহাসড়ক ভালই ছিল, এখন পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহন বেড়ে গেছে রাস্তাও খারাপ হয়ে গেছে। তারমধ্য পাখিমারা-মহিপুর রাস্তার বেহাল দশা। এটা জরুরি মেরমত করা উচিত।
কুয়াকাটা হোটেল-মোটেল অউনার এসোসিয়েশন সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, আজকে ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। প্রায় হোটেলেই বুকিং রয়েছে। আমরা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত আছি। পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, গত দুদিনের চেয়ে আজকে প্রচুর পর্যটক বেড়েছে। আগামী পর্যটন সিজনের আগে পাখিমারা থেকে শেখ রাসেল সেতুর থ্রি পয়েন্ট পর্যন্ত মেরামত করা জরুরী। তবে পদ্মা সেতু চালু হওয়ায় কুয়াকাটা পর্যটক অনেক বেড়েছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ফোরলেন বাস্তবায়িত হলে আরো পর্যটক বাড়বে।
বিচ-ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন, মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা নৌপুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ার পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু
ক্যালিফোর্নিয়া থেকে 'ক্লাইমেট হেভেন' এ পাড়ি, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন
ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সমন্বয়ক আহত, হত্যা চেষ্টা ব্যার্থ
শনিবার দ্বিতীয় দফায় ৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিনিময়ে কানাডাকে যে প্রস্তাব দিলেন ট্রাম্প
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে উদ্বেগ প্রকাশ
বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়ে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে: ইউনিসেফ
এবার মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড পাচ্ছেন সউদী রাষ্ট্রদূত
সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি
ঘণকুয়াশায় ৯ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
চীনে শুল্ক আরোপে ট্রাম্পের দ্বিধা, বিতর্কিত মন্তব্য ও কূটনৈতিক পদক্ষেপ
ঘোষিত হলো ৯৭ তম অস্কারের মনোনয়ন: দেখে নিন সম্পূর্ণ তালিকা
জুলাই বিপ্লবে আহত সাতজনকে পাঠানো হলো সিঙ্গাপুরে