ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত
২২ জুন ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২২ জুন ২০২৪, ১২:২৩ এএম
বার্ষিক শিক্ষাপঞ্জির ছুটি দেখে কোরবানি ঈদের পরে ২৫ জুন থেকে ৩০ জুন পরিবার নিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার টিকেট কেটেছিলেন ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবক সাঈদুল ইসলাম। কিন্তু হঠাৎ করে ছেলে-মেয়ের স্কুলের ছুটি বাতিল হওয়ায় টিকেট ও হোটেলের টাকা গচ্চা দিয়ে তা বাতিল করতে হচ্ছে তাকে। ঠাকুরগাঁওয়ের একটি স্কুলের শিক্ষক মতিউর রহমান যেতে চেয়েছিলেন কক্সবাজারে। একই কারণে তাকেও বাতিল করতে হয়েছে সেই পরিকল্পনা। গত বৃহস্পতিবার হঠাৎ করে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে সাঈদুল ইসলাম ও মতিউর রহমানের মতো অনেকেরই পরিকল্পনা ভেস্তে গেছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করছেন অনেকে। তারা বলছেন, বিগত কিছুদিন ধরেই একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে কখনো স্কুল খোলা, কখনো বন্ধ, কখনো ছুটি বাতিলসহ নানা বিষয়ে হঠাৎ হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।
সাঈদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ধারাবাহিকভাবে চলে আসছে। সে অনুযায়ী প্রায় দুই মাস আগেই পরিবার নিয়ে থাইল্যান্ডে যাওয়ার জন্য টিকেট কেটেছিলাম। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো ছুটি বাতিল। অথচ ইতোমধ্যে বিমান টিকেট, হোটেল বুকিংসহ অনেক কিছুরই টাকা পরিশোধ করা হয়েছে। এখন এতোগুলো টাকা গচ্চা যাচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তে। একই রকম অভিযোগ মতিউর রহমানেরও। তিনি বলেন, পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছি কক্সবাজার যাওয়ার জন্য। কিন্তু নানা কারণে হয়ে উঠেনি। এবার যাওয়ার চিন্তা করছিলাম ছুটি বাতিল হওয়ায় আর হবে না। শুধু সাঈদুল ইসলাম বা মতিউর রহমানই নন, অনেক শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকই এই ছুটি নিয়ে নানা পরিকল্পনা করেছিলেন। কেউ কেউ ঈদের ছুটিতে গ্রামের বাড়িসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে দীর্ঘ ছুটি কাটিয়ে ফেরার কথা ছিল। কিন্তু সেটিতে পানি ঢেলে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেয়া হবে। যদিও শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটা কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে। জানা গেছে, বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে গত ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত।
একই সভায় শনিবারের ছুটি বহাল করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুল-কলেজ ও মাদরাসায় এখন থেকে শনিবারও আগের মতো সাপ্তাহিক ছুটি থাকবে। তীব্র তাপপ্রবাহের মধ্যে সারা দেশে এবং পরবর্তীতে জেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সে সময় শিখন ঘাটতি তৈরি হয়। এ ঘাটতি পূরণে গত ৪ মে থেকে শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে শনিবার সাপ্তাহিক ছুটির পরিবর্তে ক্লাস অনুষ্ঠিত হয়। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ছুটি বহাল করলো মন্ত্রণালয়।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
চীনে শুল্ক আরোপে ট্রাম্পের দ্বিধা, বিতর্কিত মন্তব্য ও কূটনৈতিক পদক্ষেপ
ঘোষিত হলো ৯৭ তম অস্কারের মনোনয়ন: দেখে নিন সম্পূর্ণ তালিকা
জুলাই বিপ্লবে আহত সাতজনকে পাঠানো হলো সিঙ্গাপুরে
জন কেনেডি, রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যার গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের
শুধু হাসিনা না হাসিনার দলও চিরতরে প্যাকেট হয়ে গেছে
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ২০ জেলে নিহত
গাজায় সংঘটিত মানবিক বিপর্যয় দেখতে নিরাপত্তা পরিষদকে আমন্ত্রণ ফিলিস্তিনের
সৈয়দপুরে ঘন কুয়াশায় আলু ও বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক
মায়ের জানাজায় গিয়ে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন
মিটার সংকটে মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস, ভোগান্তিতে গ্রাহক
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনার নিহত ১ কলেজ শিক্ষার্থীসহ আহত ৬
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মচারীর আত্মহত্যা
ভারতের জন্য ট্রাম্প ২.০ এর আশার সম্ভাবনা কি স্তিমিত ?
ব্যাংককে বায়ুদূষণের কারণে ২০০ স্কুল বন্ধ
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ
দেশের সব বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত
গাজীপুরে টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ