বাবা-ছেলেসহ সড়কে নিহত ৭
২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম
ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। এরমধ্যে বাগেরহাটে বাস চাপায় বাবা-ছেলেসহ দুইজন, মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুইজন এবং কুষ্টিয়া, ফরিদপুর ও টাঙ্গাইলে একজন করে নিহত হন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
বিশেষ সংবাদদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৫০) নামে একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা ভাঙ্গাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ভেড়ামরা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামের হারা মালিথার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেলযোগে আব্দুস সালাম আল্লারদর্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রামের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুস সালাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, ঘটনার পর দ্রুত ট্রাকটি পালিয়ে গেছে। তবে সিসি ক্যামেরায় দেখে ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় পিতা খলিলুর রহমান (৩৫) ও তার ৮ মাস বয়ষের ছেলে ইছাম নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ওই শিশুর মা মিনু বেগম (৩০)। গতকাল শনিবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের ব্রিজ এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান পটুয়াখালী সদর উপজেলার বুরিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ধরের ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে খলিলুর রহমান ও তার ৮ মাস বয়ষের ছেলে মারা যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী মিনু বেগমকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কাটাখালি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও চালকের সহযোগি পালিয়ে গেছে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাওয়ার পর অজ্ঞাত গাড়ির চাপায় মো. রাসেল (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরের জিপি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বাসিন্দা। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার এসআই কাওসার আহমেদ বলেন, রাসেল বালিয়াকান্দীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চাচার বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিবরামপুর জিপি টাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ে পড়ে যান মহাসড়কে। এসময় অজ্ঞাত একটি গাড়ি তার মাথা চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় এক লেগুনা চালক নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সকালে চালক রুবেল লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছলে পেছন দিক থেকে যাত্রীবাহি বাস লেগুনাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় লেগুনার সামনে থাকা অপর আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল ঘটনাস্থলেই নিহত হন।
গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, বাস আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
সিরাজখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালকসহ তিনজন। গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকা নবাবগঞ্জ সড়কের সিরাজদিখান উপজেলার খারশুর-তালতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেখ আব্দুর রহমান (৫৮), শাহিন হোসেন (২৬)। নিহত দু’জনের বাড়ি ঢাকা জেলার দোহার থানায়।
সিরাজদিখান থানার শেখর নগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, পরিবহন বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছেন সিএনজির চালকসহ তিনজন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই সিএনজিতে ছিলেন। বাস ও সিএনজি আটক আছে। নিহতদের লাশ শেখর নগর তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
হোসনেপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসনেপুরে পবিত্র হজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৪ হাজীসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল শনিবার হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল ঢাকা বিমানবন্দর থেেক ৪ হাজীকে বহন করে মাইক্রোবাসটি কিশোরগঞ্জ শহরে যাওয়ার পথে হোসেনপুর উপজেলার নারায়নডহর এলাকায় বিপরীত দিক থকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাসের ড্রাইভার যাত্রী ৪ হাজিসহ ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসনেপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ হাজী গুরুতর আহত হওয়ার চিকিৎসক তাদেরকে জেলা হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি