নতুন নেতৃত্বের অপেক্ষায় নেতাকর্মীরা
২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম
নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা। কারা থাকছেন কমিটিতে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। পদ পেতে নেতারাও মরিয়া হয়ে মাঠে নেমেছে। চলছে নানা তদবির দেন-দরবার। কেন্দ্রীয় নেতারাও পছন্দের ব্যক্তিকে কমিটিতে আনতে চালিয়ে যাচ্ছেন নানামুখী তৎপরতা। তবে তৃণমূলের প্রত্যাশা, মাঠে লড়াকু এবং ত্যাগী নেতারাই আসবেন কমিটিতে। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে থাকবেন অগ্রগামী।
১৩ জুন মধ্যরাতে প্রায় সাড়ে তিন বছর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া ৩৯ সদস্যের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেয়া হয়। বিগত ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের নগর কমিটি করা হয়। তখন তিন মাসের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করে নগর কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত কমিটি আর হয়নি। দলকে ঢেলে সাজানোর প্রস্তুতি হিসেবে ওইদিন চট্টগ্রাম মহানগরীসহ বেশ কয়েকটি কমিটি ভেঙ্গে দেয়া হয়। এরপর থেকে শুরু হয় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের রদবদল।
দলের নেতারা জানান, এ ধারাবাহিকতায় খুব শিগগির চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। আন্দোলন সংগ্রামের নগরী হিসাবে পরিচিত চট্টগ্রাম মহানগরীর মতো একটি ইউনিটের হাল কারা ধরছেন তা নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। চট্টগ্রামের নেতারা যারা বিএনপির কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন তারাও এখন পছন্দের ব্যক্তিকে পদে আনতে সক্রিয় হয়ে উঠেছেন। গুরুত্বপূর্ণ পদে আসতে নগর বিএনপির নেতাদেরও দৌড়ঝাঁপ অব্যাহত আছে।
জানা গেছে, মহানগর বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গড়ার পক্রিয়া শুরু হয় অনেক আগেই। আর এ লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আলাপ সেরে নিয়েছেন। মতামত নিয়েছেন সিনিয়র নেতাদেরও। নগর কমিটিতে আসার যোগ্য এমন অসংখ্য নেতার বায়োডাটাও তার হাতে রয়েছে। ফলে কমিটি গঠনের ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন দলের নেতারা। যেকোন সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলেও আভাস দিয়েছেন দলের নেতারা।
বিলুপ্ত কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন নাকি অন্য কেউ আসছেন মহানগর বিএনপির নেতৃত্বে তা নিয়ে নানা আলোচনা রয়েছে। জানা গেছে, সভাপতি পদে পরিবর্তন আনতে চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আবার দীর্ঘদিন নগর বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন শেষে আরও বড় দায়িত্বে যেতে চান ডা. শাহাদাত হোসেন। এর ফলে সভাপতি পদে পরিবর্তন হতে পারে বলে ধারণা অনেকের। এ পদে আসতে পারেন বিলুপ্ত কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। আবার সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহও সভাপতি হতে পারেন বলে নানা গুঞ্জন রয়েছে। আলোচনায় আছে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ নেতা একরামুল করিম চৌধুরী এবং সাবেক সহ-সভাপতি এম এ আজিজও।
আবুল হাশেম বক্কর সভাপতি হলে সাধারণ সম্পাদক হিসেবে আসতে পারেন ছাত্রদলের নগর কমিটির সাবেক সভাপতি ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমান। একই পদে যুবদলের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন দীপ্তি, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও এস এম সাইফুল আলমের নামও আলোচিত হচ্ছে। জানা গেছে, বিগত ১৭ বছর ধরে রাজপথের আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদেরকেই নতুন কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে। বিশেষ করে আন্দোলন করতে গিয়ে যারা জেল-জুলুম আর হামলা-মামলার শিকার হয়েছেন তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে। এছাড়া কমিটিতে নবীন এবং প্রবীণের সমন্বয় হবে বলেও মনে করেন অনেকে।
সর্বশেষ বিগত ২০১৭ সালের ১১ জুলাই ডা. শাহাদাত হোসেনকে সভাপতি ও আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করে ২৭৮ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেয়া হয়। ওই কমিটির যারা মাঠে সক্রিয় রয়েছেন তারা নতুন কমিটিতেও ঠাঁই পেতে পারেন। আর যারা আন্দোলন থেকে ছিটকে গেছেন কিংবা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় তাদের কমিটিতে ঠাঁই না হওয়ার সম্ভাবনাই বেশি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি