ঢাকা   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
তিস্তার পানি কমে ফের বৃদ্ধির আভাস : গবাদি পশুপাখির খাদ্যের সঙ্কট : বন্যা ও নদীভাঙন আতঙ্ক কাটেনি হ কুলাউড়ার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি : ২৮টি আশ্রয় কেন্দ্রে শত শত পরিবারের আশ্রয় হ হাকালুকিসহ হাওরের পানি বৃদ্ধি হ ধীর গতিতে কমছে সিলেটের বন্যার পানি : ঘরে ফিরে ভোগান্তিতে বন্যার্তরা

উত্তরের চরে কৃষকের কান্না

Daily Inqilab শফিউল আলম / সিলেট ব্যুরো/ কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা

২৪ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৪ জুন ২০২৪, ১২:০০ এএম


দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ-নদী তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র-যমুনাসহ এ অঞ্চলের শাখা নদীগুলোর পানি কোথাও সাময়িক হ্রাস, কোথাও বৃদ্ধি, কোথাও অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন নদীর পানি হ্রাস পেয়ে আবারও বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। উজানে অতি বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীতে বেড়েছে পানি। উত্তর জনপদের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর জেলা ও মধ্য-উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত ও প্রায় বিচ্ছিন্ন চরাঞ্চল, নিম্নাঞ্চলসমূহ গত তিন-চারদিন যাবত ঘন ঘন প্লাবিত হচ্ছে। বানের পানিতে ডুবে যাচ্ছে ফসল, ফল-ফলাদির বাগান, খেত-খামার, বীজতলা, গ্রীষ্ম মৌসুমের শাক-সবজির খেত। তাছাড়া গো-চারণভূমি প্লাবিত হওয়ায় গবাদি পশুপাখির খাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। উত্তর জনপদে চরাঞ্চলে কৃষকের চাপাকান্না যেন মিশছে বানের পানির সাথেই।

এদিকে গতকাল রোববার পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানির সমতল ফের বৃদ্ধি পেতে পারে। গতকাল তিস্তা নদী চারদিন পর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার কিছুটা নিচে নামলেও তিস্তাপাড়ের চর ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে বন্যা ও নদীভাঙন আতঙ্ক এখনো কাটেনি।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় নদ-নদীর পানি কোথাও হ্রাস, কোথাও বৃদ্ধি এবং বৃষ্টিপাত হ্রাস অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হচ্ছে। তবে অনেক জায়গায় ঢল-বানের পানি এখনো আটকে আছে। গতকাল বিকাল পর্যন্ত সুরমা নদী কানাইঘাটে হ্রাস পেয়ে বিপদসীমার ২২ সে.মি. ওপর দিয়ে, কুশিয়ারা নদীর পানি অমলশীদ পয়েন্টে কিছুটা বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সে.মি. ঊর্ধ্বে, শেরপুর-সিলেটে কিছুটা বেড়ে বিপদসীমার ৯ সে.মি. ঊর্ধ্বে ও মারকুলি পয়েন্টে কিছুটা কমে বিপদসীমার ৩০ সে.মি. ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে।

পুরাতন-সুরমা নদীর পানি দিরাইতে আরো কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার ১২ সে.মি. এবং সোমেশ^রী নদী কলমাকান্দায় বিপদসীমার ২৭ সে.মি. ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের ৪টি নদ-নদী ৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেশের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস বুলেটিনে নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা নদী ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সাবিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থাসূহের তথ্যানুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উজানে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে।

নদ-নদীর প্রবাহ পরিস্থিতি সম্পর্কে পাউবো জানায়, পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে গতকাল ৫৫টি পয়েন্টে পানি বৃদ্ধি পায়, ৫৪টিতে হ্রাস পায় এবং ৪টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা নদীর উৎসস্থল ভারতের সিকিম রাজ্যে ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে অতি বর্ষণ হলে এবং অতিবৃষ্টিতে ভারত নিজেদের বন্যামুক্ত রাখতে গজলডোবা বাঁধের গেইটগুলো খুলে পানি ছেড়ে দেয়। তখন হু হু করে ভাটিতে উত্তরাঞ্চল বন্যা কবলিত হয়। এমননিতেই তিস্তার তলদেশ পলি-বালুতে ভরাট হয়ে গেছে। কমেছে তিস্তায় পানি ধারণক্ষমতা। ভারতের ঢল এলেই ‘উত্তরের পাগলা নদী’ তিস্তার দুই কুল ছাপিয়ে দ্রুত নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়।

ফয়সাল আমিন, সিলেট থেকে জানান, ধীর গতিতে কমছে সিলেটের বন্যার পানি। তবে এখন পর্যন্ত সিলেটে সাড়ে ৮ লাখ মানুষ পানিবন্দী। তারা ত্রাণ, বিশুদ্ধ পানি ও তীব্র খাদ্য সঙ্কটে রয়েছে। একই সাথে বন্যার পানিতে তলিয়ে রয়েছে নলকূপ। ফলে আশ্রয় কেন্দ্রসহ বন্যা কবলিত এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির অভাব। তবে জেলা প্রশাসনের পক্ষে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। তবে বানভাসীদের দাবি যা দেয়া হচ্ছে তা চাহিদার তুলনায় কম। এমনকি এই খাবার বয়স বা রুচি বিবেচনায় নয়, অথচ বন্যার্তদের মধ্যে রয়েছেন শিশু, কিশোর, যুবক যুবতী মধ্যবয়স্তসহ বয়স্ক মানুষ।

এদিকে পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি ও আবহাওয়া স্বাভাবিক থাকায় শর্তসাপেক্ষে প্রায় ছয়দিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সব পর্যটনকেন্দ্র। গতকাল দুপুর থেকে এসব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এদিকে, বন্যার পানি ধীরে নামার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন- ফেঞ্চুগঞ্জের উজানে রয়েছে জুড়ী নদী। এছাড়া মনু নদীও কুশিয়ারার শেরপুরে এসে যুক্ত হয়েছে। ফলে কুশিয়ারা নদীর পানি নামছে ধীর গতিতে। তাছাড়া ডাউন-স্ট্রিমের প্রায় সব এলাকা প্লাবিত। এটাও বন্যার পানি ধীর গতিতে নামার একটি কারণ। তবে বৃষ্টিপাত না হলে ও সিলেট অঞ্চলে প্রতিদিন রোদ হলে বন্যার পানি কমা অব্যাহত থাকবে।

গত তিনদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় সিলেট মহানগরেরও বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। তবে অনেক নিচু এলাকার সড়ক ও বাসাবাড়ি থেকে পুরোপুরি পানি নামেনি এখনো। জেলার বিভিন্ন উপজেলায় লোকালয় থেকে পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বসতবাড়িতে ফিরছেন স্থানীয়রা। তবে যারা বাড়িতে ফিরে তারা পোহাচ্ছেন নানা ভোগান্তিতে। বিশেষ করে বিশুদ্ধ পানি, রান্নার ব্যবস্থা নিয়ে পড়েছেন বিপাকে। বন্যার তোড়ে আধা কাচা ঘর মেরামতেও হিমশীম খাচ্ছেন তারা। গবাদি পশুর খাবার নিয়ে রয়েছে দুঃচিন্তায়।

এছাড়া জানা গেছে, বন্যা কবলিত আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত ত্রাণের অভাব। সরকারি ও বেসরকারি উদ্যোগে যেসব ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে তা চাহিদার তুলনায় কম। সেখানে বিশুদ্ধ পানি সঙ্কটও প্রকট। ত্রাণ সামগ্রির মধ্যে একই জাতীয় খাবার সরবরাহ হচ্ছে বারবার, সেকারণে সৃষ্টি হয়েছে খাবারে অরুচি। বয়স্করা মানিয়ে নিতে পারলেও খাবারের অরুচিতে শিশু কিশোরদের মধ্যে অস্থিরতার শেষ নেই।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় গতকাল বিকাল ৩টায় জানিয়েছে, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার, কুশিয়ার নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৪০, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৯ ও শেরপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে সিলেটে গত দু’দিন উল্লেখযোগ্য কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। তবে আগামী ২দিন সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, সিলেটে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হচ্ছে। গত শুক্রবার থেকে কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় ঘণ্টায় ৬শ’ লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। যেখান থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ পানি।

এদিকে মো. নাজমুল ইসলাম, কুলাউড়া থেকে জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়ে পানি কমতে শুরু করেছে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হাকালুকিসহ প্রতিটি হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়ন গত একসপ্তাহ থেকে বন্যায় প্লাবিত হয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। বিভিন্ন বাসা-বাড়ির লোকজন আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছেন। এছাড়াও উপজেলার প্রায় ৭শ’ হেক্টর জমির আউশধান ও গ্রীষ্মকালীন শাকসবজি পানিতে নিমজ্জিত রয়েছে। ২৮টি আশ্রয় কেন্দ্রে বন্যা আক্রান্ত কয়েক শতাধিক পরিবার আশ্রয় নিলেও এখনো শত শত মানুষ মানুষজন বন্যার পানির সাথে যুদ্ধ করে তাদের বসত ঘরে টিকে রয়েছেন। গত দুইদিন বৃষ্টিপাত কম হলেও হাওরের পানি না কমায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যা দুর্গত হাওর অঞ্চলের মানুষ ত্রাণের আশায় কেউ নৌকা নিয়ে গেলে তীর্থের কাকের মতো ছোটাছুটি করছে।

ভূকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজার ও সাদিপুর এলাকার বাসিন্দা সাইফুল ও তসিম জানান, হাওরে বন্যার পানি দিন দিন বেড়েই চলছে। মনে হচ্ছে এবার ২০২২ সালের বন্যাকে ছাড়িয়ে যাবে। এবারের বন্যায় উপজেলার ৭ ইউনিয়ন এবং পৌরশহরের ৪টি ওয়ার্ড বন্যার পানিতে নিমর্জ্জিত রয়েছে। সরেজমিনে পৌর এলাকার উত্তর মাগুরা, উপজেলা টিটিডিসিএরিয়া সাদেকপুর, আহমদাবাদ, বিহালা, সোনাপুর, হাসপাতাল এরিয়া এবং বন্যা আত্রান্ত ৭টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, প্রায় সড়কে কোমর পানি। গাড়ি-ঘোড়া চলাচলে বিঘœ হচ্ছে। ঘর থেকে বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায় মানুষ নৌকা ও কলা গাছের বেলা তৈরি করে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করছে। পৌরশহরের বাসার মানুষজন ঘর থেকে বের হতে পারছেননা। অনেকে বাধ্য হয়ে পচা কোমর সমান পানি পেরিয়ে বাজার সদাইয়ের জন্য বের হচ্ছেন। এককথায় পৌরবাসীকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে বন্যা। এদিকে উপজেলা পরিষদের সামনে কোমর সমান পানি থাকায় সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়াও উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় লাখো মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জানা যায়, হাকালুকি হাওর এলাকার ভুকশিমইল ইউনিয়নের ৩৫ হাজার, জয়চন্ডি ইউনিয়নের ১০টি গ্রামের ১৫ হাজার, পৌরসভার ১২টি গ্রামের ২০ হাজার, সদর ইউনিয়নের ২টি গ্রামের ২ হাজার, ব্রাহ্মণবাজারের ১০টি গ্রামের ১৫ হাজার, কাদিপুরের ২০ হাজার, ভাটেরা ও বরমচাল ইউনিয়নের ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষের তুলনায় ত্রাণ একেবারে অপ্রতুল বলে জানা গেছে।

কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ জানান, তার পৌরসভার প্রায় ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। অনেকের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। বিশেষ করে ১ নম্বর ওয়ার্ডের ৯০ ভাগ ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। অনেকেই এসে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তাদেরকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সহায়তা দেওয়া হচ্ছে। হাওর সংলগ্ন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, তার ইউনিয়নের শতভাগ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আশ্রয়কেন্দ্রগুলিতে সরকারিভাবে শুকনো খাবার দেওয়া হলেও ত্রাণ বাড়ানোর জোর দাবি জানান তিনি।

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব বলেন, তার ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ৫টি শিক্ষা-প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শহরের সাথে প্রধান সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন।

কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান বলেন, পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তাঁর ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ইউনিয়নের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, বন্যায় কুলাউড়া উপজেলায় ৪৮০ হেক্টর আউশ ধান এবং ১৬৫ হেক্টর গ্রীষ্মকালীন শাক-সবজি নিমজ্জিত রয়েছে। কুলাউড়া উপজেলা ত্রাণ ও পুনবাসন অফিসার শিমুল আলী জানান, আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বিভিন্ন বন্যা দূর্গতদের মধ্যেচালের পাশাপাশি সাড়ে ৪শ’ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। আরো বরাদ্ধ আসছে।

কুলাউড়া আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেল জানান, উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করেছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রিত পরিবারের খোঁজখবর নিয়েছেন। তিনি আরো বলেন, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে। কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজ কুমার কালোয়ার রাজু জানান, বন্যা আক্রান্ত মানুষের তুলনায় সরকারি ত্রাণ আরো অনেক বেশি প্রয়োজন। তবে তিনি ব্যক্তিগত উদ্যোগে বন্যাদূর্গত এলাকার মানুষের মধ্যে গত ২-৩ দিন থেকে শুকনা খাবারসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!

রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!

বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই :  শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা

বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা

বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো

বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো

ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন

ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন

বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান

বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান

নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার

বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড

রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড

চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা

ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা

মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে

দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে

সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ

সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ

জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে

জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে

এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫

এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫

নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী

নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী

স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান

স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি