আষাঢ়ে তাপপ্রবাহ অব্যাহত
২৬ জুন ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ জুন ২০২৪, ১২:০১ এএম

আষাঢ় মাসের প্রথম দশক পার হয়েছে। নেই মেঘের গর্জন, নেই বৃষ্টির ধারাপাত। বরং দেশের প্রায় সর্বত্র গা-জ¦ালা ধরা ভ্যাপসা গরমে কাহিল জনজীবন। অনেক জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও পাবনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা উঠে গেছে সর্বোচ্চ ৩৭.২ এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রিতে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া বিভাগ জানায়, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে বিচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় নেত্রকোনায় ৫৬ মিলিমিটার। এছাড়া হবিগঞ্জ, তেঁতুলিয়া, কক্সবাজার, সিলেট, চট্টগ্রামসহ কিছু জায়গায় হালকা বর্ষণ হয়। এ সময়ে রাজধানী ঢাকায় মাত্র ৩ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আষাঢ়ে দিনের তাপদাহের সাথে পাল্লা দিয়ে দেশের অধিকাংশ স্থানে রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৭ থেকে প্রায় ৩০ ডিগ্রির ঘরে উঠে গেছে। এতে করে দিনে-রাতে অস্বস্তি বিরাজ করছে। তাছাড়া বাতাসে জলীয়বাষ্পের হার বেশি থাকায় গরমে-ঘামে কাহিল ও অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। গতকাল রাজধানী ঢাকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সন্ধ্যায় ৮২ শতাংশ, যা অস্বাভাবিক।
আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করছে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত বা কমতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের

ঢাকায় মার্কিন সিনেটর চার্লস পিটার্স

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করে বিচার বিভাগের ওপর

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ আজ?

ড. ইউনূস এর মতো সরকার প্রধান পাওয়া ভাগ্যের ব্যাপার :জামায়াত নেতা ড. ইকবাল

ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি কেনো অবৈধ ঘোষণা করা হবে না

কৃষি জমির মাটি কেটে নেওয়ার অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫০ টাকা জরিমানা

প্রেষনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল সহ ৪ দফা দাবীতে সিলেটে বেবিচক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

নিষিদ্ধ সময়ে মেঘনায় অবাধে মাছ শিকার, নিয়ন্ত্রণে কমলনগরের দুই নেতা!

ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, পুড়িয়ে দেয়া হয়েছে চারটি মোটরসাইকেল

বিএনপিকে আবার মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে: তারেক রহমান

পাঠদান পদ্ধতির আধুনিকায়ন জরুরি

পিলখানা ম্যাসাকার তদন্ত কমিশন : রিপোর্টের জন্য জনগণের রুদ্ধশ্বাস অপেক্ষা

অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে হবে

শান্তিরক্ষীই যুদ্ধ

পূর্ণ শক্তি