সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে চবি শিক্ষকদের ফের অর্ধদিবস কর্মবিরতি
২৬ জুন ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ জুন ২০২৪, ১২:০১ এএম
সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী চলে কর্মবিরতি। এসময় বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে শ্রেণী কার্যক্রমে অংশ নিতে দেখা যায় নি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুন পর্যন্ত মোট তিন দিন চলবে এই অর্ধদিবস কর্মবিরতি, এবং ৩০ জুন চলবে পূর্ণদিবস কর্মবিরতি।
জানা যায়, দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতিতে যাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবে বলে ঘোষণা দিয়েছেন চবি শিক্ষক সমিতি। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখা, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন কার্যকর করা না হলে তারা এই সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে।
আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এসময় সমিতির নেতৃবৃন্দ দাবি করেন, শিক্ষকগণ একটা জাতি গঠনে ভূমিকা রাখে। কিন্তু সার্বজনীন পেনশন তাদের উপরেই বৈষম্যের আঘাত। এতে শিক্ষকগণ কী জাতি গঠনে ভূমিকা রাখতে পারবেন বলে প্রশ্ন তুলেন তারা। এই বৈষম্য ও নিপীড়ন মূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের জোর দাবি জানান। এরসাথে প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্তিকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবি তুলেন।
চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এ. বি. এম. আবু নোমান বলেন, আমরা ‘প্রত্যয় স্কিমে’ নয় বরং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যেই থাকতে চাই। আমাদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ১৯৭৩ এর আইন অনুযায়ী চলে। নতুন নিয়মে শিক্ষকদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। এই নিয়মে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যেতে রাজি নয়।
এ সময় উপস্থিত ছিলেন চবি শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ড. আলা উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
চলতি বছরের ১৩ মার্চ, ২০২৪ সরকার সার্বজনীন পেনশনের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আগামী ১ জুলাই থেকে যেসকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী চাকরিতে যোগ দিবেন তাদের জন্য সার্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না। অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সেটা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে প্রায় প্রতিটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে গত ২৬ মে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ অর্ধদিবস কর্মবিরতিতে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ।এদিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ক্লাস বর্জন করা হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকগণ একযোগে চবির প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনসহ মৌন মিছিলের আয়োজন করে। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি তোলা হয়।
তবে ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এছাড়াও, ৩০ জুন শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এরপরও দাবি আদায় না হলে আগামী ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আবারও লাভ জিহাদের বলি হচ্ছেন সাইফ, দখল হচ্ছে পৈতৃক সম্পত্তি
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর গ্রেফতার
বাশার আসাদের বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাম্পকে সউদী যুবরাজের ফোন, যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
যথাযথ পদমর্যাদা চেয়ে রিভিউ আবেদন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের
ভারতে আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আরেক ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু
রাজধানীর পান্থপথে বহুতল ভবনে আগুন
বিমানবন্দরে রাতভর তল্লাশি, এবারও পাওয়া গেল না কিছু
পাচারের অর্থ ফেরাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রেসিডেন্টের সহায়তা কামনা
‘অপরাধ স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না আ.লীগ’
বায়ুদূষণের শীর্ষে চীনের তিন শহর, চার নম্বরে ঢাকা
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মোদিকে চপেটাঘাত
উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা
লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, রেড-ফ্ল্যাগ জারি
তারাকান্দায় হ্যান্ড-ট্রলী ভর্তি রাসায়নিক সারের মালিকানা খুঁজছে পুলিশ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের
জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে তা মানা হবে না : মির্জা ফখরুল
গাড়িতে কালো গ্লাস বন্ধে ডিএমপির নির্দেশনা