জীবন দিয়ে যৌতুকের প্রতিবাদ!
২৯ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ জুন ২০২৪, ১২:০৩ এএম
বিয়ে ঠিক হয়েছে দুই বছর আগে। তখন কোন দাবি ছিলো না বর পক্ষের। বিয়ে আগে হঠাৎ করে বরযাত্রীর খরচ হিসাবে দুই লাখ টাকা দাবি করা হয়। কোন মতে টাকা জোগাড় করে হবু বরের পিতার হাতে তুলে দেন কন্যার পিতা। এরপর চাওয়া হয় আসবাবপত্র। তাও মেহেদি অনুষ্ঠানের আগেই তা বাড়ি পৌঁছে দেওয়ার আবদার হবু বরের। এ নিয়ে পাত্রীর সাথে টেলিফোনে কথা কাটাকাটি। অবশেষে মেহেদী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পাত্রী। নিজের জীবন দিয়ে যৌতুক নামের এই সামাজিক অভিশাপের প্রতিবাদ করলেন কলেজছাত্রী রিমা আক্তার (২০)।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে। গতকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। আগের দিন ছিল গায়ে হলুদ অনুষ্ঠান। বাড়িতে সাজ সাজ রব। আর এই সময়ে আসে কনের মৃত্যুর খবর। বিয়ে বাড়ি রূপ নেয় শোকের বাড়িতে। আনন্দের বদলে বিষাদের কালোছায়া। আত্মহত্যার আগে যৌতুকলোভি ওই যুবক ও তার পরিবারের শাস্তি দাবি করে সুইসাইড নোট লিখে যান রিমা।
জানা গেছে, সামাজিকভাবে রিমার সাথে একই এলাকার মোরশেদুর রহমান মিজানের সাথে বিয়ের ঠিক হয়। বিয়ের আনুষ্ঠানিতার আয়োজন চলছিল। বৃহস্পতিবার ছিল রিমা-মিজানের গায়ে হলুদ। সাজানো হয়েছে বাড়ি। তৈরি করা হয় গায়ে হলুদের কেক। শুক্রবার বিয়েতে আসা মেহমানদের খাওয়ানো জন্য কিনা হয় গরু। কিন্তু দুই পরিবারের মধ্যে যৌতুক নিয়ে বিরোধের জের ধরে অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিমা আক্তার। রিমা পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। আর তার হবু স্বামী একই এলাকার মফিজুর রহমানের ছেলে মোরশেদুর রহমান মিজান। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ, সোনারগাঁও মোগড়াপাড়া শাখার ক্যাশ অফিসার।
রীমার বড় বোন রুমি আকতার বলেন, তার বোন পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল। সে খুবই মেধাবী ছাত্রী। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোনো যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে। গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও আমাদের পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফার্নিচার না দিলে তার হবু বর বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সঙ্গে তার হবু বরের কথা কাটাকাটি হয়। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এর আগে সে একটি চিরকুট লিখে গেছে।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় রিমার পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে। তবে পাত্র মিজানুর রহমান ঘটনার পর পালিয়ে গেছে। আত্মহত্যার আগে লিখে যাওয়া চিরকুট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
চিরকুটে রিমা লিখেন- ‘প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে, অনেক ভালোও বেসেছো এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর উপভোগ করতে পারলাম না, ভালো থেকো, আজকের দিনেও (গায়ে হলুদের দিন) তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে তোমাদের যে যৌতুকের টাকা দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলা না, সবাই ক্ষমা করে দিও, আর আমার পোস্টমর্টেম করিয়ে আমার সব যন্ত্রণা ধুয়ে-মুছে আমাকে কবরে পাঠিও। আর আমার পরিবারকে বলছি, মোরশেদকে তোমরা ছাড়বে না, ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবে।’
রিমার বাবা মনির আহমদ এই ঘটনার জন্য মোরশেদুর রহমান মিজানকে দায়ী করে তার শাস্তি চেয়েছেন। তিনি বলেন, তার লোভের বলি হয়েছে আমার আদরের মেয়ে। তারা বরযাত্রীর পরিবর্তে টাকা চেয়েছে, তাতেও আমরা রাজি হয়েছি। তারা কোন কিছু (যৌতুক) দাবি নেই বলে আসলেও বিয়ের কয়েকদিন আগ থেকে একের পর এক যৌতুক দাবি করে আসছিল। আমি তার ব্যাংক কর্তৃপক্ষকে এবং সরকারের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে ঢাকায়
মোরেলগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর দিয়ে চিঠি
রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মানববন্ধন
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’
দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশ খেলাফত আন্দোলন
বৈষম্যমূলক নিয়োগের অভিযোগে ঢাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, জবাব চেয়ে চিঠি
গাজীপুরে ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলো শ্রমিকরা
সালথায় ৫ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র
হাসিনা ক্ষমতায় আসার পর পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছে: আবুল খায়ের ভূঁইয়া
বিরলে হামলা ও হত্যা চেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন
বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস
অটোচালকের সঙ্গে সাইফের সাক্ষাৎ, কি উপহার পেলেন ভজন?
শার্শায় বিএনপির কাউন্সিল: নুরুজ্জামান লিটনের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই-জি.কে গউছ
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্ত:সর্ম্পক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন