জীবন দিয়ে যৌতুকের প্রতিবাদ!
২৯ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ জুন ২০২৪, ১২:০৩ এএম

বিয়ে ঠিক হয়েছে দুই বছর আগে। তখন কোন দাবি ছিলো না বর পক্ষের। বিয়ে আগে হঠাৎ করে বরযাত্রীর খরচ হিসাবে দুই লাখ টাকা দাবি করা হয়। কোন মতে টাকা জোগাড় করে হবু বরের পিতার হাতে তুলে দেন কন্যার পিতা। এরপর চাওয়া হয় আসবাবপত্র। তাও মেহেদি অনুষ্ঠানের আগেই তা বাড়ি পৌঁছে দেওয়ার আবদার হবু বরের। এ নিয়ে পাত্রীর সাথে টেলিফোনে কথা কাটাকাটি। অবশেষে মেহেদী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পাত্রী। নিজের জীবন দিয়ে যৌতুক নামের এই সামাজিক অভিশাপের প্রতিবাদ করলেন কলেজছাত্রী রিমা আক্তার (২০)।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে। গতকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। আগের দিন ছিল গায়ে হলুদ অনুষ্ঠান। বাড়িতে সাজ সাজ রব। আর এই সময়ে আসে কনের মৃত্যুর খবর। বিয়ে বাড়ি রূপ নেয় শোকের বাড়িতে। আনন্দের বদলে বিষাদের কালোছায়া। আত্মহত্যার আগে যৌতুকলোভি ওই যুবক ও তার পরিবারের শাস্তি দাবি করে সুইসাইড নোট লিখে যান রিমা।
জানা গেছে, সামাজিকভাবে রিমার সাথে একই এলাকার মোরশেদুর রহমান মিজানের সাথে বিয়ের ঠিক হয়। বিয়ের আনুষ্ঠানিতার আয়োজন চলছিল। বৃহস্পতিবার ছিল রিমা-মিজানের গায়ে হলুদ। সাজানো হয়েছে বাড়ি। তৈরি করা হয় গায়ে হলুদের কেক। শুক্রবার বিয়েতে আসা মেহমানদের খাওয়ানো জন্য কিনা হয় গরু। কিন্তু দুই পরিবারের মধ্যে যৌতুক নিয়ে বিরোধের জের ধরে অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিমা আক্তার। রিমা পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। আর তার হবু স্বামী একই এলাকার মফিজুর রহমানের ছেলে মোরশেদুর রহমান মিজান। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ, সোনারগাঁও মোগড়াপাড়া শাখার ক্যাশ অফিসার।
রীমার বড় বোন রুমি আকতার বলেন, তার বোন পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল। সে খুবই মেধাবী ছাত্রী। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোনো যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে। গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও আমাদের পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফার্নিচার না দিলে তার হবু বর বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সঙ্গে তার হবু বরের কথা কাটাকাটি হয়। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এর আগে সে একটি চিরকুট লিখে গেছে।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় রিমার পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে। তবে পাত্র মিজানুর রহমান ঘটনার পর পালিয়ে গেছে। আত্মহত্যার আগে লিখে যাওয়া চিরকুট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
চিরকুটে রিমা লিখেন- ‘প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে, অনেক ভালোও বেসেছো এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর উপভোগ করতে পারলাম না, ভালো থেকো, আজকের দিনেও (গায়ে হলুদের দিন) তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে তোমাদের যে যৌতুকের টাকা দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলা না, সবাই ক্ষমা করে দিও, আর আমার পোস্টমর্টেম করিয়ে আমার সব যন্ত্রণা ধুয়ে-মুছে আমাকে কবরে পাঠিও। আর আমার পরিবারকে বলছি, মোরশেদকে তোমরা ছাড়বে না, ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবে।’
রিমার বাবা মনির আহমদ এই ঘটনার জন্য মোরশেদুর রহমান মিজানকে দায়ী করে তার শাস্তি চেয়েছেন। তিনি বলেন, তার লোভের বলি হয়েছে আমার আদরের মেয়ে। তারা বরযাত্রীর পরিবর্তে টাকা চেয়েছে, তাতেও আমরা রাজি হয়েছি। তারা কোন কিছু (যৌতুক) দাবি নেই বলে আসলেও বিয়ের কয়েকদিন আগ থেকে একের পর এক যৌতুক দাবি করে আসছিল। আমি তার ব্যাংক কর্তৃপক্ষকে এবং সরকারের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৪১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ইসরায়েলি গণহত্যায় মার্কিন সমর্থন বন্ধের আহ্বান ইরানের

ভারতকে কোনোক্রমে সভ্য রাষ্ট্র বলা চলে না : শায়খ আহমদুল্লাহ

সরকার পতনের যে নীলনকশা প্রমাণসহ ফাঁস করলেন পিনাকী

ঢাকা উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার, মিরপুরে বিক্ষোভ

নেতানিয়াহুর সিদ্ধান্তে উত্তাল ইসরায়েল, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান বরখাস্তের উদ্যোগ

মেসির দুর্দান্ত গোল, মায়ামির হ্যাটট্রিক

আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মহিলা জামায়াতের মানববন্ধন

অপরাধে জড়িয়ে পড়লে কাউকে ছাড় নয়-মাহবুব আলমগীর আলো

কত হাজার কোটি টাকার মালিক শেখ সেলিম? জানা গেলো চাঞ্চল্যকর তথ্য!

ফরিদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীকে গণপিটুনি

ঢাকায় হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তীব্র নিন্দা

নর্থ মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫৯, আটক ১০

ট্রেনে ঈদযাত্রা: ২৭ মার্চের টিকিট বিক্রি শুরু

কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

নাটোরে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প