নিউইয়র্কের বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা ঘাতক আটক
২৯ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ জুন ২০২৪, ১২:০৩ এএম
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় দুর্বত্তের ছুরিকাঘাতে নূরুল ভূঁইয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নূরুল ভূইয়ার বয়স ৪০ বছর। সে স্প্রীং ফিল্ড গার্ডেনের সেন্ট আলবানসে বাস করতেন। তার দেশের বাড়ি মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সিরাজদীখান উপজেলায়। বিগত ১৮ বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তার ১৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নূরুল ভূইয়ার মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নূরুল ভূইয়ারকে হত্যার অভিযোগে পুলিশ ২৪ বছর বয়সী জশুয়া কেলি নামের এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, গত ২২ জুন শনিবার নিউইয়র্ক সিটির জ্যামাইকা এভিনিউ ও ১৬৯ স্ট্রিটে এলাকায় স্থানীয় স্যামি গুরমে ডেলি স্টোরের সামনে রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এই স্টোরেই রাতের শিফটে কাজ করতো নূরুল ভূইয়া। স্টোরটিতে তাদের বাকতিণ্ডার এক পর্যায়ে কাউন্টারের পেছনে হামলাকারীর সঙ্গে সংঘর্ষ হয়। পরবর্তীতে নূরুল স্টোরের বাইরে এলে জ্যামাইকা এভিনিউয়ের উপর ঘাতক তার ওপর পুনরায় চড়াও হয়। নূরুল এক পর্যায়ে দৌঁড়ে স্টোরের ভিতরে প্রবেশ করলে ঘাতকও তাকে আবার ধাওয়া করে কাউন্টারের ভেতর ঢুকে রুটি কাটার ছুরি দিয়ে আঘাত করে এবং তার ওয়ালেট চুরির অভিযোগ করে চিৎকার করতে থাকে। যদিও ঘাতকের ওয়ালেট নেয়ার অভিযোগ সারভেইল্যান্স ভিডিওতে প্রমাণ হয়নি। ঘটনার এক পর্যায়ে ভূইয়া স্টোরে থাকা বেসবল ব্যাট নিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও ঘাতক তাকে কয়েক দফা ছুরিকাঘাতে গুরুতর আহত করে। ফলে স্টোরের ভেতরেই নূরুল মারা যায়। এরপর ঠান্ডা মাথায় ঘাতক ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে সিটি পুলিশ তাকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে পুলিশ স্টোরটির ভিডিও ফুটেজ দেখে ঘাতক জশুয়া কেলির শরীরের টাট্টু দেখে তাদের ডাটাবেজ থেকে তাকে শনাক্ত করে এবং সোমবার (২৪ জুন) তাকে তার কুইন্স ভিলেজের বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে জশুয়া ক্যালি বিভিন্ন অপরাধের অভিযোগে আরো আটবার গ্রেফতার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে বুধবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে নূরুল ভূঁইয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার তার লাশ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল করবস্থানে দাফন করা হয়েছে।
আরো জানা গেছে, ঘটনার সময় নূরুল ভূঁইয়ার সাথে পরিচয়পত্র না থাকায় পুলিশ তার পরিবারকে তাৎক্ষণিক খবর দিতে পারেনি এবং পরিবারও তার মৃত্যুর কথা জানতো না। ফলে তার লাশ দু’দিন হাসপাতাল মর্গে ছিলো। তিন ভাই ও এক বোনের মধ্যে নূরুল সবার ছোট ছিলেন। তার এক ভাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আরেক ভাই মিশিগান ও বোন নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লামায় জেলা পরিষদ চেয়ারম্যানের আগমন ও এতিমদের মাঝে কম্বল বিতরণ
দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে ঢাকায়
মোরেলগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর দিয়ে চিঠি
রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মানববন্ধন
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’
দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশ খেলাফত আন্দোলন
বৈষম্যমূলক নিয়োগের অভিযোগে ঢাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, জবাব চেয়ে চিঠি
গাজীপুরে ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলো শ্রমিকরা
সালথায় ৫ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র
হাসিনা ক্ষমতায় আসার পর পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছে: আবুল খায়ের ভূঁইয়া
বিরলে হামলা ও হত্যা চেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন
বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস
অটোচালকের সঙ্গে সাইফের সাক্ষাৎ, কি উপহার পেলেন ভজন?
শার্শায় বিএনপির কাউন্সিল: নুরুজ্জামান লিটনের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই-জি.কে গউছ
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্ত:সর্ম্পক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?