সিলেট-সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা
২৯ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৯ জুন ২০২৪, ১২:০২ এএম

ভরা বর্ষার আষাঢ় মাস এখন ঠিক মাঝামাঝি। দেশে ও বঙ্গোপসাগরে ক্রমেই সক্রিয় হয়ে উঠেছে বর্ষার বাহক মৌসুমী বায়ু। গতকাল শুক্রবার প্রায় সারা দেশে বৃষ্টিপাত হয়েছে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও হয়েছে ভারী বৃষ্টিপাত। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বর্ষণ হয়েছে তেঁতুলিয়ায় ৮৫ মি.মি.। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর জন্য সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সঙ্কেত বহাল রাখা হয়েছে। এদিকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উত্তর-পূর্বাঞ্চলে এবং এর সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে অতি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর ফলে ঢলে-বারে সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা রয়েছে।
গতকাল দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সুবাতে সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে চুয়াডাঙ্গায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুরে ২৩ ডিগ্রি সে.। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩ এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সে.। রাজধানী ঢাকায় গেল ২৪ ঘণ্টায় ৪ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা, সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
পাহাড়ধসের সতর্কতা : বাংলাদেশের উপর বর্ষার মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৭২ ঘণ্টার মধ্যে ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৯ মি.মি.’র ঊর্ধ্বে) বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা : পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত, নদ-নদীর প্রবাহ পরিস্থিতি ও পূর্বাভাসে গতকাল শুক্রবার কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, বৈশি^ক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে এ সময়ে অভ্যন্তরীণ ভারী বৃষ্টি ও উজানে ভারতে অতি বৃষ্টিজনিত ঢল-বানে দেশের উত্তর-পূর্বাঞ্চলের (বিশেষত সিলেট অঞ্চল) নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।
এ অবস্থার প্রেক্ষিতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা) সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারিগোয়াইন নদীর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, নতুন করে বন্যার পূর্বাভাসের প্রেক্ষিতে সিলেট অঞ্চল চলতি বছরে তৃতীয় দফায় বন্যা কবলিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
গতকাল দেশের নদ-নদীসমূহের ১১০টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৪৭টিতে পানি বৃদ্ধি পায়, ৫৫টি পয়েন্টে পানি হ্রাস পায় এবং ৭টি পয়েন্টে পানির প্রবাহ অপরিবর্তিত ছিল। কুশিয়ারা নদী মারকুলি পয়েন্টে বিপদসীমার ১৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৪১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ইসরায়েলি গণহত্যায় মার্কিন সমর্থন বন্ধের আহ্বান ইরানের

ভারতকে কোনোক্রমে সভ্য রাষ্ট্র বলা চলে না : শায়খ আহমদুল্লাহ

সরকার পতনের যে নীলনকশা প্রমাণসহ ফাঁস করলেন পিনাকী

ঢাকা উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার, মিরপুরে বিক্ষোভ

নেতানিয়াহুর সিদ্ধান্তে উত্তাল ইসরায়েল, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান বরখাস্তের উদ্যোগ

মেসির দুর্দান্ত গোল, মায়ামির হ্যাটট্রিক

আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মহিলা জামায়াতের মানববন্ধন

অপরাধে জড়িয়ে পড়লে কাউকে ছাড় নয়-মাহবুব আলমগীর আলো

কত হাজার কোটি টাকার মালিক শেখ সেলিম? জানা গেলো চাঞ্চল্যকর তথ্য!

ফরিদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীকে গণপিটুনি

ঢাকায় হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তীব্র নিন্দা

নর্থ মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫৯, আটক ১০

ট্রেনে ঈদযাত্রা: ২৭ মার্চের টিকিট বিক্রি শুরু

কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

নাটোরে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প