হালদা নদী থেকে মাছ হারিয়ে যাওয়ার আশঙ্কা
০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
কিছুতেই বন্ধ করা যাচ্ছে না বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে মাছ ধরার কৌশল। প্রতিদিন নিত্য নতুন কৌশল নিয়ে মাছ ধরার পাঁয়তারা করছে অর্থলোভী ব্যক্তিরা। তবে প্রশাসন চালিয়ে যাচ্ছে প্রশাসনের কাজ। হালদা নদীর কোনো না কোনো স্থান থেকে প্রতিদিন নৌপুলিশ ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মসিউজ্জামানসহ অভিযান চালিয়ে হালদা নদী থেকে উদ্ধার করছে জাল, বড়শিসহ বিভিন্ন সরঞ্জাম। এরপরও কিছুতেই রোধ করা যাচ্ছে না হালদা থেকে মাছ শিকারদের। এমনকি হালদা নদীর রক্ষক যারা তারাও ভক্ষক হয়েছে। লোভীদের অত্যাচারে হালদা নদী থেকে মাছ হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যার কারণে হালদা নদী থেকে একদিকে ডলফিন হারিয়ে যাচ্ছে অন্যদিকে মাছও হারিয়ে যাচ্ছে।
গত কয়েক বছরে হালদা নদী থেকে আনুমানিক চল্লিশটির উপরে ডলফিন বা সুশোক উদ্ধার করেছে। পাশাপাশি পেটে ডিম ভর্তি মৃত মাছও উদ্ধার করা হয়েছে। এতে করে হালদার জীব বৈচিত্র্য দিন দিন হারিয়ে যাচ্ছে। হালদা নদীর ১৭ কিলোমিটার অভয়েশ্রম ঘোষণা করলেও এই ঘোষণা মৎস্যলোভীরা মানছেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাল বড়শিসহ মাছ ধরার নানান সরঞ্জাম উদ্ধার করলেও কিন্তু কে বা কারা করছে সেই ব্যক্তিদের ধরতে পারছে না। এদিকে হালদার পাড়ে বসানো হয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। তারপরও তাদের ধরতে পারছে না কর্তৃপক্ষ। এ ছাড়া হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ ইঞ্জিন চালিত নৌকা চলাচল জ্বাল ও বড়শি প্রায় সময়ই দেখা যায়।
এদিকে গত ২৫ জুন মঙ্গলবার এই নদীর রাউজান বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে ১০ কেজি ওজনের একটি মৃত রুই মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃত এই মা মাছটি অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে সংরক্ষণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। এর কয়েকদিন আগেও ১২ কেজি ওজনের একটি কাতলা মরে ভেসে উঠেছিল। সেটিও মাটি চাপা দেওয়া হয়েছে। এছাড়া হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে মৃত বিপন্ন প্রজাতির গাঙ্গের ডলফিন উদ্ধার করা হয়। এই নিয়ে গত সাত বছরে (২০১৭ সাল থেকে ২৫ জুন ২০২৪) পর্যন্ত হালদা নদী থেকে সর্বমোট ৫১ মৃত ডলফিন উদ্ধার করা হলো। হালদা নদীতে দূষিত পানি প্রবেশের কারণে হালদার জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সর্বশেষ গতকাল রোববার দুপুর ১টার দিকে রাউজান উপজেলা আজিমের ঘাট এলাকা থেকে ডিম ভর্তি আরো একটা মৃত কাতল মা মাছ ভেসে উঠে। মাছটির ওজন প্রায় ১৯ কেজি ৩০০ গ্রাম হবে বলে জানা গেছে। যার দৈর্ঘ্য প্রায় ১১৮ সেন্টিমিটার) বলে জানা গেছে। গত এক সপ্তাহের মধ্যে ১টি মৃত ডলফিন ও ৫টি মৃত মা মাছ উদ্ধার হয়। এতে করে এলাকাবাসী ও ডিম সংগ্রহকারী হালদা বিশেষজ্ঞ দের ভাবিয়ে তোলেছে।
হালদায় বর্তমানে মনুষ্যসৃষ্ঠ ধ্বংসাত্মক কর্মকা- যেমন- শাখাখালের মাধ্যমে হালদা সরাসরি ফেলা হচ্ছে ট্যানারী ও অন্যান্য শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য, পোল্ট্রি, গৃহস্থালী ও মানববর্জ্য, হালদা ও শাখাখালে অবৈধভাবে জাল, বঁড়শি ও বিষ ব্যবহার করে মাছ নিধন, অবৈধ বালু উত্তোলন ইত্যাদি) বেড়ে চলছে যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে হালদা জলজ বাস্তুতন্ত্রে। এমতাবস্থায় হালদা নদীকে মা মাছ, ডলফিন ও অন্যান্য জলজ প্রাণির নিরাপদ আবাসস্থল করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডিম সংগ্রহকারী মো. কামাল সওদাগর জানান, হালদায় বিষাক্ত বর্জ্য প্রবেশ করার কারণে ও মাছ ধরার মেডিসিন ফেলার কারণে মা মাছ মরার কারণ বলে তিনি এমনটা জানিয়েছেন ।
৭ বছরে ৫১টি ডলফিনের মৃত, ১ সপ্তাহে ৫টি মা মাছের মৃত্যু
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টঙ্গীবাড়ীতে হল্যান্ডের ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গাছ পরিদর্শনে ইউএনও
রাউজানে বড়ই সহ হরেক রকমের বাগান করে সফল মালিক শায়েস্তা খাঁন
৪ দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক এমপি নদভী
তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
গাজায় ৩ দিনে ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক : জাতিসংঘ
পুলিশের জন্য গোলাপি রঙের পোশাক চান সমন্বয়ক
ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ
আন্দোলনকারী মালয়েশিয়াগামীদের সরিয়ে দিলো পুলিশ
গান গাইতে গিয়ে হাসপাতালে মোনালী ঠাকুর
সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ককটেলসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড
ট্রাম্পের ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রকল্প, এআই প্রযুক্তিতে বিপ্লব
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
টেকনাফে বিজিবির অভিযানে ৪লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মার্কিন রাজনীতিতে উত্তরসূরির জন্য রেখে যাওয়া চিঠিতে ট্রাম্পকে যে বার্তা দিলেন বাইডেন
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
নাটোরে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মৎস্য ঔষধ উদ্ধার