থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তি
০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে আষাঢ়ের শেষ দিকে সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছে। গতকাল রোববার মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ আশাপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে সড়কে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী এবং অফিসগামী মানুষজন। সকালে ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। পুরান ঢাকা থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, মালিবাগ-রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় মুষলধারে বৃষ্টিতে হতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশেই টানা ৮ দিন অতিভারী বর্ষণ হতে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশে শুক্রবার থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত অতিবৃষ্টি হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রোববার পরীক্ষার প্রথম দিনে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হলো শিক্ষার্থীদের। রাজধানীতে সকাল সাড়ে ৮টার পর থেকে শুরু হয় বৃষ্টি। সকাল ১০টায় পরীক্ষা। তাই আগেভাগেই বাসা থেকে বের হন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কিন্তু বৃষ্টির কারণে রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। ফলে অনেকে দুর্ভোগে পড়েন কেন্দ্রে পৌঁছাতে। গণপরিবহন ছেড়ে কেউ কেউ বিকল্প যান বেছে নেন।
এছাড়া এই বৃষ্টিতেই ডুবেছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি। ফলে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষকে। টানা বৃষ্টিতে এসব এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সময় স্কুলফেরত শিক্ষার্থী থেকে শুরু করে রিকশাচালক, অফিসগামী যাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দুর্ভোগে পড়েছেন। এমন অবস্থায় যানবাহনে গণপরিবহন ও রিকশা সিএনজির সঙ্কট দেখা গেছে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে গন্তব্যে যাচ্ছেন।
রাজধানীর মৌচাক, মগবাজার ও মালিবাগ ঘুরে দেখা গেছে এমন চিত্র। দেখা যায়, কেউ ছাতা নিয়ে, কেউবা আবার ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলের দিকে ছুটছেন। তবে বৃষ্টিতে সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাদের সঙ্গে কোনো অভিভাবক কেন্দ্রে আসেননি এমন শিক্ষার্থীরা।
অন্যদিকে, দুপুর ১টার দিকে শেষ হয় পরীক্ষা। কেন্দ্র থেকে বের হয়েও ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। থেমে থেমে বৃষ্টি হলেও কমেনি ভ্যাপসা গরম। কেন্দ্র সংলগ্ন সড়কে বাস চলাচল থেমে যায়, দেখা দেয় যানজট। অগত্যা গলির পথ ধরেই পায়ে হেঁটে চলতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের।
পরীক্ষার সময়ে কলেজের সামনে অপেক্ষা করতে এক অভিভাবক বলেন, সকালে বৃষ্টির কারণে রিকশায় আসতে গিয়ে ভিজেছি। এখন পরীক্ষা শেষ করেও একই অবস্থা তৈরি হয়েছে। এভাবে প্রাকৃতিক দুর্যোগ চললে কীভাবে সন্তানকে নিয়ে কেন্দ্র আসা-যাওয়া করবো বুঝতে পারছি না। পুরো দিনটাই কেটে যাবে সড়কে।
রাজধানীর মগবাজার এক শিক্ষার্থী বলেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় বিপদে পড়ে গেছি। রাস্তায় খালি রিকশা, সিএনজি অটোরিকশা পেতেও দেরি হচ্ছে।
সোলায়মান নামের এক রিকশাচালক বলেন, বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে পানিবদ্ধতা। সাধারণ মানুষের পাশাপাশি আমরা রিকশা চালকরাও বৃষ্টির কারণে বিপদে আছি। সড়কে রিকশা চালানো যাচ্ছে না। এখন বর্ষাকাল হিসেবে বৃষ্টি তো একটু হবেই। সেজন্য পলিথিন নিয়েও বের হইনি। এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। এজন্য এখানে দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামলে পরে আবার রিকশা নিয়ে নামবো।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পানিবদ্ধতা নিরসনে মনিটরিং করার জন্য কর্মকর্তাদের সমন্বয়ে অঞ্চলভিত্তিক ১৭ সদস্যের পরিদর্শন টিম গঠন করে দিয়েছে সংস্থাটি। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই টিম গঠন করে দেন।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকায় আকস্মিক বৃষ্টিতে পানিবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গঠিত কুইক রেসপন্স টিমের সঙ্গে সার্বিক কার্যক্রম তদারকি করবেন ১৭ সদস্যের এই বিশেষ টিম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
গাজায় ৩ দিনে ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক : জাতিসংঘ
পুলিশের জন্য গোলাপি রঙের পোশাক চান সমন্বয়ক
ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ
আন্দোলনকারী মালয়েশিয়াগামীদের সরিয়ে দিলো পুলিশ
গান গাইতে গিয়ে হাসপাতালে মোনালী ঠাকুর
সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ককটেলসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড
ট্রাম্পের ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রকল্প, এআই প্রযুক্তিতে বিপ্লব
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
টেকনাফে বিজিবির অভিযানে ৪লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মার্কিন রাজনীতিতে উত্তরসূরির জন্য রেখে যাওয়া চিঠিতে ট্রাম্পকে যে বার্তা দিলেন বাইডেন
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
নাটোরে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মৎস্য ঔষধ উদ্ধার
আরিচা-কাজিরহাট ৮ ঘন্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
তীব্র শীতে কাহিল কুড়িগ্রাম অঞ্চলের মানুষ
বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি