ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | ২০ আষাঢ় ১৪৩১
নতুন বাজেট বাস্তবায়ন রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুমোদন,পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে স্বতন্ত্র কোম্পানি গঠনের সিদ্ধান্ত মাদারীপুরে হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট, নিজের নাম বাদ দিলেন শেখ হাসিনা

স্বচ্ছতা-নজরদারিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০২ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০২ জুলাই ২০২৪, ১২:০৩ এএম

সদ্য পাস হওয়া বাজেট খুবই স্বচ্ছতা, নজরদারি ও যত্নের সঙ্গে বাস্তবায়নের জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ১১০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরে রপ্তানি নীতি ২০২৪-২৭ এর খসড়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নাম বাদ দিয়ে মাদারীপুরের শিবচরে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) স্থাপনে একটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ নির্দেশনা সবাইকে দিয়েছেন। গতকালকে বাজেট পাস হয়েছে। সবাইকে, খুবই যত্নের সঙ্গে, খুবই নজরদারির সঙ্গে, নিপুণভাবে, স্বচ্ছতার সঙ্গে যেন বাজেট বাস্তবায়ন করা হয়। এতে যেন সবাই মনোনবেশ করি তিনি নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাদারীপুরের শিবচরে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট)’ স্থাপনে একটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ইনস্টিটিউট করার প্রস্তাব করা হলেও তাতে সম্মতি দেননি তিনি। মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন, ২০২৪’ এর খসড়া উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী তার নামের অংশটুকু বাদ দিতে নির্দেশ দেন।

মাহবুব হোসেন বলেন, নাম বদলে হচ্ছে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির। সভায় উপস্থাপিত হওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, এটি তার নামে হবে না। এটি এখন উনার নাম বাদ দিয়ে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন, ২০২৪› এই নামে অনুমোদিত হয়েছে। এই ইনস্টিটিউটটি মূলত আইসিটি সংক্রান্ত প্রযুক্তি, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, গবেষণায় প্রশিক্ষণ প্রদান এবং গবেষণা কার্যক্রম চালু করবে। এটি মাদারীপুরের শিবচরে স্থাপন করা হবে। তিনি বলেন, এটির একটি গভর্নিং বোর্ড থাকবে এবং একজন প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী। আর বোর্ড অব গর্ভনরের সভাপতি হবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী। আইনটি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার নামটা বাদ দিয়েছেন, তিনি তার নামটি গ্রহণ করেননি। তিনি এর আগেও একটি সিদ্ধান্ত হয়েছে, উনার নামে নিষেধ করেছেন। যেহেতু এই জাতীয় একটি প্রথম প্রতিষ্ঠান হবে এবং এটির মূল উদ্দেশ্য এটি যেন আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে পারে। মন্ত্রিসভা থেকে অনুরোধ করা হয়েছে (প্রধানমন্ত্রীর নামে) কিন্তু উনি সম্মত হননি। উনি উনার নামে প্রতিষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুমোদন দেওয়া হয়। প্রতি তিন বছর অন্তর অন্তর আমরা রপ্তানি নীতি করে থাকি। আগের রপ্তানি নীতি গতকাল শেষ হয়ে গেছে। আজ নতুন অর্থবছর শুরু। আজ নতুন রপ্তানি নীতি উপস্থাপন করা হয়েছিল। ছোটখাটো কিছু অবজারভেশনসহ এটি অনুমোদন লাভ করেছে। আগের নীতির ধারাবাহিকতায় নতুন নীতিতে কিছু বিশেষ বিষয় যোগ করা হয়েছে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর আমরা বিশেষ কিছু সুযোগ-সুবিধা হারাবো আমাদের রপ্তানির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের রপ্তানি যাতে প্রতিযোগিতামূলক থাকে, রপ্তানিকারকরা যাতে উৎসাহিত বোধ করে, সেদিকে নজর দিয়েই নতুন নীতি তৈরি করা হয়েছে। গত বছর ৮০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। মাহবুব হোসেন বলেন,এ অর্থবছরটা এখনও হিসাব করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আগের অর্থবছরে (২০২৩-২৪) এ পর্যন্ত ৬৩ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। এবার তারা আশা করছেন ৭০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। ২০২৭ সালে যে অর্থবছর শেষ হবে সেটার পর ১১০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা করে এ নীতিমালাটি করা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস রপ্তানির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা দিযেছেন। তিনি বলেন, আমরা এতকাল সফটওয়্যার রপ্তানিতে জোর দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনা শুধু সফটওয়্যার না, আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস, সেটি রপ্তানিতেও যেন আমরা বেশি উৎসাহ প্রদান করি। সেখানে যাতে বিশেষ সুবিধা দেওয়া হয়। আমাদের এখান থেকে শাকসবজি, ফল আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি করার ক্ষেত্রে যাতে আমরা সহায়তা করি, সেই নির্দেশনা তিনি (প্রধানমন্ত্রী) দিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোয়ালিটি মেইনটেইন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয়,সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কোনো দেশের আমদানি বা রপ্তানিকারকের সঙ্গে যদি আমাদের কারো ডিসপিউট হয়, সেক্ষেত্রে যাতে বড় ধরনের ঝামেলা না হয়, সেজন্য আমরাই যাতে একটা ডিসপিউট রেজুলেশনে মেকানিজম তৈরি করি, সেটার একটা ব্যবস্থা সন্নিবেশিত করার নির্দেশনা দিয়েছেন। এখানে আরও কয়েকটি জিনিস ঢুকানো হয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তা বা নারীর রপ্তানিকারক যদি হয় তাকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য নীতিগত নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, শর্তসাপেক্ষে সীমিত রপ্তানির পণ্য তালিকায় আগের নামটা ছিল, এখন এইচএস কোডসহ বিস্তারিত দেওয়া হয়েছে। ২০২৪ সালকে প্রধানমন্ত্রী হস্তশিল্প বর্ষ ঘোষণা করেছেন। সেটা যাতে বিশেষ যত্ন পায় সে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি স্বতন্ত্র কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি, পিএলসি›গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি হবে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। এর মাধ্যমে পদ্মা সেতুর টোল আদায়সহ সামগ্রিক কার্যক্রম ব্যবস্থাপনা করা হবে।

মাহবুব হোসেন জানান, সেতু বিভাগ থেকে পদ্মা সেতু পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য এ কোম্পানি গঠনের প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রস্তাবিত এই কোম্পানিটির অথরাইজড ক্যাপিটাল হবে এক হাজার কোটি টাকা। এর একটি পরিচালনা পর্ষদ থাকবে, যার সদস্য হবে ১৪ জন। বোর্ডে সেতু বিভাগ, অর্থ বিভাগসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। তনি বলেন, কোম্পানিটির গঠন, জনবল এগুলো পরে নির্ধারণ করা হবে। এ কোম্পানির কাজ হবে পদ্মা সেতু পরিচালনা ও ব্যবস্থাপনা, টোল আদায় ইত্যাদি। র্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতুটি রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পরিচালনা করছে। পাঁচ বছরের জন্য তাদের ৬৯৩ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা সেতু বিভাগের হয়ে টোল আদায়, সেতুর দুই প্রান্তে ওজন মাপার যন্ত্র বসানো, সেতুতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আনুষঙ্গিক মেরামতের দায়িত্বে রয়েছে। দ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কবে নাগাদ কোম্পানির অধীন যাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই চুক্তি শেষ হওয়ার পর এ কোম্পানি কাজ করবে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলো জয় করা হবে : পলক

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলো জয় করা হবে : পলক

ঋণ-আমানতে সোনালীকে ছাড়িয়ে সর্ববৃহৎ এখন ইসলামী ব্যাংক

ঋণ-আমানতে সোনালীকে ছাড়িয়ে সর্ববৃহৎ এখন ইসলামী ব্যাংক

ব্র্যাক কুমন-এর সহযোগিতায় নারীদের শিক্ষা-উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক ‘তারা’

ব্র্যাক কুমন-এর সহযোগিতায় নারীদের শিক্ষা-উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক ‘তারা’

পটুয়াখালীতে বিএনপির মিছিলে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

পটুয়াখালীতে বিএনপির মিছিলে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

চুয়াডাঙ্গা চেম্বারের নির্বাচন বাতিল ও প্রশাসক নিয়োগ দাবী

চুয়াডাঙ্গা চেম্বারের নির্বাচন বাতিল ও প্রশাসক নিয়োগ দাবী

পাওনা টাকা খরচ করে ফেলা প্রসঙ্গে।

পাওনা টাকা খরচ করে ফেলা প্রসঙ্গে।

সড়কের ওপর বাজার

সড়কের ওপর বাজার

মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর বিকল্প নেই

মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর বিকল্প নেই

রেল ট্রানজিটে ভারতেরই লাভ

রেল ট্রানজিটে ভারতেরই লাভ

দুর্নীতিবিরোধী অভিযান যেন আইওয়াশ না হয়

দুর্নীতিবিরোধী অভিযান যেন আইওয়াশ না হয়

কেনিয়ায় নিহত ৩৯

কেনিয়ায় নিহত ৩৯

বিপজ্জনক নজির

বিপজ্জনক নজির

মালিতে নিহত ৪০

মালিতে নিহত ৪০

গাজা একটি উন্মুক্ত কারাগার : চীন

গাজা একটি উন্মুক্ত কারাগার : চীন

বিএনপির মনের জোড় কমে গেছে, গলার জোড় বেড়ে গেছে- সাভারে ওবায়দুল কাদের

বিএনপির মনের জোড় কমে গেছে, গলার জোড় বেড়ে গেছে- সাভারে ওবায়দুল কাদের

মিয়ানমারের উত্তরাঞ্চলে বন্যায় আটকা পড়েছে হাজারো মানুষ

মিয়ানমারের উত্তরাঞ্চলে বন্যায় আটকা পড়েছে হাজারো মানুষ

বেরিল তা-বে ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ ঘরবাড়ি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে

বেরিল তা-বে ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ ঘরবাড়ি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে

বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি দ্বিগুণ করল অস্ট্রেলিয়া

বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি দ্বিগুণ করল অস্ট্রেলিয়া

খোলামেলা পোশাক নিষিদ্ধ করলো কলেজ কর্তৃপক্ষ

খোলামেলা পোশাক নিষিদ্ধ করলো কলেজ কর্তৃপক্ষ

শিশু কিডনি চিকিৎসক সোসাইটির প্রেসিডেন্ট হলেন অধ্যাপক ডা. আফরোজা বেগম

শিশু কিডনি চিকিৎসক সোসাইটির প্রেসিডেন্ট হলেন অধ্যাপক ডা. আফরোজা বেগম