মধ্যমেয়াদি বন্যার পদধ্বনি
০২ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ জুলাই ২০২৪, ১২:০২ এএম
এবার বর্ষার বাহক মৌসুমী বায়ু বাংলাদেশ এবং এর সংলগ্ন ভারতের উপর প্রবলভাবে সক্রিয়। উত্তর বঙ্গোাপসাগরেও মৌসুমী বায়ু জোরালো অবস্থায় রয়েছে। ‘এল নিনো’ কেটে গিয়ে এর স্থলে এশিয়াা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আবহাওয়ায় ক্রমেই ‘লা নিনা’র প্রভাব বাড়ছে। এর ফলে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন বা পালাবদল হচ্ছে। ‘এল নিনো’র প্রভাবে আগের উচ্চ তাপদাহ, বৃষ্টিরোধক ও খরা অবস্থা থেকে জোরদার মেঘ-বৃষ্টিপাতের আবহ তৈরি হয়েছে। এতে বাড়বে বৃষ্টিপাতের মাত্রা। উত্তর-পূর্ব ভারতসহ দেশটির অনেক অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অন্তত ১৫০ গুণ এমনকি এর চেয়েও অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্ব ভারতের বিশেষ করে সিকিম, অরুণাচল, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে অতি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ইতোমধ্যেই উজান থেকে ঢল-বানের তোড় ক্রমশ বেড়েছে। এ অবস্থায় দেশে বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মেঘনার মোহনা পর্যন্ত ঢল-বন্যার আশঙ্কা তৈরি রয়েছে। এ বন্যা হতে পারে মধ্যমেয়াদি।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ বলছেন, জুলাই মাসে এসে অর্থাৎ আষাঢ়ের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহে ভরা বর্ষাকালে এ সময়ের দিকে দেশে যে বন্যা হয় তা ভাটির দেশ বাংলাদেশে মধ্যমেয়াদি এবং ‘স্বাভাবিক মৌসুমী বন্যা’। তবে নিজেদের বন্যামুক্ত রাখতে গিয়ে উজানভাগে ভারত যখন বাঁধ, ব্যারাজগুলো খুলে পানি ছেড়ে দেয়, তখন বন্যা ব্যাপক আকার ধারণ করে। এদিকে গতকাল সোমবার অভ্যন্তরীণ ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং উত্তর-পূর্ব ভারত থেকে আসা অতি বৃষ্টিজনিত উজানের ঢল-বানের তোড়ে তিস্তা-সুরমাসহ ৫টি নদ-নদী ৬টি পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে।
গতকাল বিকাল পর্যন্ত তিস্তা নদী কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, দুধকুমারসহ আরও নদ-নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল থেকে বন্যার সূত্রপাতের আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ কারণে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার পদধ্বনি দেখা দিয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলা এবং তিস্তা নদীপাড়ের এলাকাসমূহ আবারও বন্যা কবলিত হয়েছে। ডুবে যাচ্ছে আরও বিভিন্ন এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বন্যায় নদীভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নদ-নদীর প্রবাহ পরিস্থিতি সম্পর্কে গতকাল সোমবার পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, আগামী ৭২ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে।
বৈশি^ক আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী, ্আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এ সময়ে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধমুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলায় কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণাধীন দেশের ১১০টি নদ-নদীর পানির সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৮৪টি পয়েন্টে পানি বৃদ্ধি পায়, ২১টিতে হ্রাস পায়। ৪টি স্থানে পানি অপরিবর্তিত থাকে। সিলেট অঞ্চলে দু’টি স্থানে বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে। আগের দিন শনিবার ১১০টি নদ-নদীর পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৪১টিতে বৃদ্ধি ও ৬৭টিতে হ্রাস পায়। ৫টি নদ-নদী ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হচ্ছে, তিস্তা, সুরমা, কুশিয়ারা, যাদুকাটা ও সোমেশ^রী।
গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উজানে উত্তর-পূর্ব ভারতের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার, অরুণাচলের পাসিঘাটে ১৪৬ মি.মি., মেঘালয়ের শিলংয়ে ১২১ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরে গতকাল পাউবো’র তথ্যে ২৪ ঘণ্টায় ভারী তেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছেÑ সুনামগঞ্জের লরেলগড়ে ২৩৭, শেরপুরের নাকুরাগাঁওয়ে ২২০, সুনামগঞ্জে ১৭০, বান্দরবানের লামায় ১৬০, সিলেটের জাফলংয়ে ১২৭ মিলিমিটার।
অতিবৃষ্টিতে মধ্যমেয়াদি বন্যা জুলাইয়ে : চলতি জুলাই (আষাঢ়-শ্রাবণ) মাসে সারা দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুমী নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের মাত্রা বেশিই হতে পারে। গতকাল সোমবার আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির সভা সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় জায়গায় স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
চলতি জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গতকাল আবহাওয়া বিভাগের (বিএমডি) ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় উপরোক্ত পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া বিভাগের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
সভায় পূর্বাভাসে আরও জানা গেছে, চলতি জুলাই মাসে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দেশে ৩ থেকে ৪ দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্র-ঝড় বা কালবৈশাখী ঝড় সংঘটিত হতে পারে। এ ছাড়াও সারা দেশে ৫ থেকে ৬ দিন হালকা ধরনের বজ্র-ঝড় সংঘটিত হতে পারে। এ মাসে দেশে এক থেকে ২টি বিচ্ছিন্নভাবে মৃদু (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। গত পরপর তিন মাসের মতো এ মাসেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
বিশেষজ্ঞ কমিটির উক্ত সভায় পর্যালোচনায় জানা গেছে, গেল জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ়) সমগ্র দেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে বিভাগওয়ারি হিসাবে গত মাসে সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে ১২২ শতাংশ বেশি এবং রংপুর বিভাগে ৮৯ শতাংশ বেশিই বৃষ্টি ঝরেছে। গত মে মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি এবং গত এপ্রিল মাসে ৮১ শতাংশই কম বৃষ্টিপাত হয়েছে। মার্চ ও এপ্রিল টানা দুই মাসে সারা দেশে রেকর্ড উচ্চ তাপদাহ, খরা-অনাবৃষ্টি বিরাজ করে। গেল জুন মাসে দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে গড়ে ১ দশমিক ৭ এবং ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সারা দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সে. বেশি ছিল। জুনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা রাজশাহীতে ৩৯.৬ ডিগ্রি সে. (২৬ জুন)।
জেঁকে বসেছে মৌসুমী বায়ু সারা দেশে বৃষ্টিপাত : এদিকে বর্ষার সক্রিয় মৌসুমী বায়ু জেঁকে বসায় গতকাল সোমবারও সারা দেশে বৃষ্টিপাত হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড সিলেটে ১৭৯ মিলিমিটার। এ সময়ে রাজধানী ঢাকায় ৫৭ মি.মি. বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
মৌসুমী বায়ুর একটি বলয় ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই
ঘোড়াঘাটে সিসি ক্যামেরার সামনে থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরি
ট্রাম্পের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব আইন পরিবর্তন কঠিন হতে পারে
লেবাননের নতুন নেতৃত্বে হিজবুল্লাহর প্রভাব কি হ্রাস পাচ্ছে?
টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
আদানি পুত্রের বিয়েতে আসছেন টেইলর সুইফট!
বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা: আইন উপদেষ্টা
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী
তুরস্কের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আহত আরও ৩২
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
পানামা খাল নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব প্রেসিডেন্ট মুলিনোর