চট্টগ্রামে থানা হাজতে ঝুলছিল আসামির লাশ
০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
নগরীর চান্দগাঁও থানা হাজত থেকে গতকাল বুধবার ভোরে এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি হাজতের দেয়ালের ভেন্টিলেটরের সঙ্গে ঝোলানো ছিল। পুলিশের দাবি মো. জুয়েল নামে ওই আসামি নিজের পরনের শার্ট ভেন্টিলেটরের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এর আগে নিজ বাসায় আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন জুয়েল।
পুলিশ জানায়, এ আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ আরো বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা আছে। এসব মামলা আদালতে বিচারাধীন। তার বাসা নগরীর চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকায়। তিনি ওই এলাকার মৃত আবদুল মালেক ওরফে আবদুল মাবুদের পুত্র।
চান্দগাঁও থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর ইনকিলাবকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে পরোয়ানা মূলে জুয়েলকে গ্রেফতার করা হয়। তাকে হাজতে রাখা হয়েছিল। সকালে তার লাশ পাওয়া যায়। সকাল সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। থানার ভেতরে সুরক্ষিত হাজতখানা যেখানে সার্বক্ষণিক পাহারা সেখানে গলায় শার্ট পেঁচিয়ে একজন আসামি কীভাবে আত্মহত্যা করে এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, রাত আড়াইটা এবং সাড়ে তিনটায়ও তার সাথে কথা হয়েছে। তার পরিবারের সদস্যদের সাথেও তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। সকাল ৮টায় তার বাড়ি থেকে তার জন্য নাস্তা আনার কথাও বলেছে সে পরিবারের সদস্যদের। তবে ভোরে সে সবার অগোচরে আত্মহত্যা করে বসে। সিসিটিভি ফুটেজে তা দেখা গেছে। তবে সব সময় সিসিটিভি ক্যামেরায় নজর রাখা সম্ভব নয় বলেও জানান তিনি।
এদিকে গ্রেফতারের মাত্র কয়েক ঘণ্টার মাথায় থানা হাজতে ছেলের মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান জুয়েলের মা মিনারা বেগম ও বড় বোন সালমা আক্তার। সালমা সাংবাদিকদের বলেন, তিন দিন আগে তার ভাই বাসার বাথরুমে পরনের বেল্ট ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তারা ঘটনা টের পাওয়ায় সে তা পারেনি। কেন আত্মহত্যা করছেন, জানতে চাইলে সালমা আক্তার বলেন, আমার ভাই আগে খারাপ ছিল। এখন ভালো হওয়ার চেষ্টা করছে। আমার মা কিস্তিতে লোন নিয়ে তাকে একটি অটোরিকশা কিনে দিয়েছিলেন। কিন্তু সেটি ভাই চালায়নি। ভাড়ায় আরেকটি গাড়ি চালাচ্ছিল। কিন্তু সেই গাড়িটি চুরি হয়ে যায়। তাতে গাড়ির মালিক চোর হিসাবে তাকে সন্দেহ করেন। তার দাবি, সে চুরি করেনি, এবং সুপথে আসার চেষ্টা করছে বলার পরও মালিক তা মানতে রাজি নন। এনিয়ে তার মধ্যে হতাশার সৃষ্টি হয়। তাছাড়া বিভিন্ন পাওনাদার মা ও ভাইয়ের কাছে ৬০ হাজার টাকার বেশি পেত। মূলত এসব কারণে ভাই আত্মহত্যা করেছে বলে জানান সালমা আক্তার।
অপরদিকে থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনা তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুুলিশ-সিএমপির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান। তিনি জানান, উত্তর বিভাগের এডিসি জাহাঙ্গীর হোসেনে নেতৃত্বে এই কমিটি দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন পাঁচলাইশ জোনের এসি ও পাঁচলাইশ থানার ওসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের