প্রধানমন্ত্রীর চীন সফর ব্যবসায়ীরা উচ্ছ্বসিত
০৪ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১২:০২ এএম
বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং বড় বাণিজ্য সহযোগী চীন। চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৮ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরকে কেন্দ্র করে দেশের ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের উচ্ছাস ও উৎসবের আমেজ বিরাজ করছে। এবারই প্রথম ২ শতাধিক প্রথম শারীর ব্যবসায়ীরা এই সফরে থাকছেন। এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর সফরে ৫২ জন ব্যবসায়ী অংশ নেন। তাই এবারই সর্বোচ্চ সংখ্যাক ব্যবসায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনে যাচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা জানান, তাদের জন্য এই সফর এক ধরণের উৎসব। কারণ এবারই প্রথম চীনে দু’দেশের শীর্ষ ব্যবসায়ীদের অংশগ্রহণে বাংলাদেশ বিজনেস, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হচ্ছে। এতে চীনের শীর্ষ ৭শ’-৮শ’ ব্যবসায়ী অংশ নিবেন। পাশাপাশি দেশের ২শ’ ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা মিলে এই আয়োজনে ১০০০ অংশগ্রহণকারী থাকছেন। দেশের ব্যবসায়ীরা ভাগ্য পরিবর্তনের বড় সুযোগ হিসেবে দেখছেন। একই সঙ্গে দীর্ঘদিন থেকেই এই ধরণের একটি সুযোগের অপেক্ষায় ছিলেন বলে উল্লেখ করেন দেশের ব্যবসায়ীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) এবং দুই দেশের দূতাবাসের আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হবে।
বিসিসিসিআই সাধারণ সম্পাদক আল মামুন মৃধা ইনকিলাবকে বলেন, চীনে প্রথমবারের মতো দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মিলনমেলা হবে। এতে ব্যবসায়ীরা আসলেই উচ্ছসিত। এটা দু’দেশের ব্যবসায়ীদের জন্য উৎসবও বটে। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ থেকে বাংলাদেশ চায়না চেম্বারের ৭০ জন সদস্য অংশ নিচ্ছেন। পাশাপাশি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে ৮০ জন ব্যবসায়ী অংশ নিচ্ছেন। এছাড়া বিএসইসি ও বিডার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। অপরদিকে বাংলাদেশ বিজনেস, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সামিটে চীনের প্রায় ৮০০ জন শীর্ষ ব্যবসায়ী অংশ নিচ্ছেন। তাই এবারের প্রধানমন্ত্রীর সফর দুই দেশের ব্যবসায়ীদের জন্য এক মিলনমেলা। এই মিলনমেলায় আমাদের লক্ষ্য থাকবে চীনের ব্যবসায়ীদের সঙ্গে আমানি-রফতানিতে একটি উইন উইন অবস্থায় আসা। পাশাপাশি যেহেতু তাদের সুযোগ আছে আমাদের নানাবিধ সুযোগ-সুবিধা প্রদানের, তাই আমাদের ব্যবসায়ীরাও চাইবে সেসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করার। তিনি আশাপ্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। কারণ চীন আমাদের উন্নয়ন অভিযাত্রায় দীর্ঘদিন থেকে ভূমিকা রেখে আসছে। আর সেই উন্নয়ন অভিযাত্রাকে বেগবান করতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেন আল মামুন মৃধা।
প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসায়ী প্রনিধিদলের সদস্য হিসেবে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি ইনকিলাবকে বলেন, চীন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য সহযোগী। চীন আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। ব্যবাসায়ীক-ভূরাজনৈতিকসহ দু’দেশেরই নানাবিধ স্বার্থ আছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে দু’দেশের দ্বীপাক্ষিক সম্পর্ক আরও জোড়দার হবে। তিনি বলেন, দীর্ঘদিন থেকেই চীন-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত বন্ধু ভাবাপন্ন। তাই এই সফরের মাধ্যমে ব্যবসায়ীরা যেমন লাভবান হবে, তেমিন চীন দেশের ভবিষ্যৎ উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখবে এই প্রত্যাশা করেন লায়লা ও স্টালিং গ্রুপের চেয়ারম্যান।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরে দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ বিষয়ে বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এফটিএ ইস্যুটি আলোচনার এজেন্ডার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। আহসানুল ইসলাম টিটু বলেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার জন্য প্রথম দফা আলোচনা এখনো হয়নি, তবে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইতোমধ্যে একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষা হয়েছে। মূলত স্বল্পোন্নত দেশ (এলডিসি) দেশ থেকে উত্তরণের পরও শুল্ক সুবিধা ধরে রাখতে চীনসহ বড় অংশীদারদের সঙ্গে বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিং সফরে ৯ জুলাই তিনি সে দেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন। ১০ জুলাই বৈঠক করবেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা। সফরে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে যাবে। সেখানে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তারা।
সূত্র মতে, চীন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং বড় বাণিজ্য সহযোগী। বাংলাদেশ চীন থেকে ইমপোর্ট করে প্রায় ১৩ বিলিয়ন। আর এক্সপোর্ট করে পৌনে ১ বিলিয়ন। এখনও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য ঘাটতি বিরাজমান। এই সফরে দুই দেশের ব্যবসায়ীকরা বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা করার সুযোগ পাবে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল চীন সফর নিয়ে বলেছেন, চীন সফরে অগ্রাধিকারে থাকবে আমাদের উন্নয়ন। তিনি বলেন, চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী দেশ। আমাদের অবকাঠামো উন্নয়নে, বঙ্গবন্ধু টানেল, পদ্মা ব্রিজসহ নানা ক্ষেত্রে অনেক আইকনিক স্থাপনা নির্মাণ কাজে চীনের অর্থ এবং লোকবল লেগেছে। তাই আগামী সফর নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন ধরে চীন আমাদের উন্নয়ন অভিযাত্রায় যে ভূমিকা রেখে আসছে সেই উন্নয়ন অভিযাত্রাকে বেগবান করতে এই সফর গুরুত্বপূর্ণ। চীন সফরে নতুন কোনও চুক্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি এখনও ফাইনাল হয়নি। এখনও বলার সময় আসেনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ চীন থেকে প্রায় ২৩ বিলিয়ন ডলারের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, টেক্সটাইল কাপড় ও কেমিকেল, সুতা, ওভেন কাপড়, গার্মেন্টস সামগ্রী এবং খাদ্যদ্রব্য আমদানি করে। বাংলাদেশের মোট বার্ষিক আমদানি শুল্কের এক তৃতীয়াংশ আসে চীনের আমদানি শুল্ক থেকে। চীনা পণ্য আমদানিতে বছরে ২৫ হাজার কোটি টাকার বেশি বা ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার শুল্ক আদায় করে বাংলাদেশ সরকার। তবে ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে চীনা পণ্য থেকে আমদানি শুল্ক বাবদ এই বড় অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে না বাংলাদেশ।
এছাড়া উন্নয়নশীল দেশ হিসেবে অন্যান্য দেশের জন্য বাংলাদেশকে শুল্ক কাঠামো উদার করতে হবে। চীন মরিশাস এবং কম্বোডিয়ার মতো দেশসহ ২৯টি দেশের সঙ্গে ২২টি এফটিএ স্বাক্ষর করেছে। চীনের বিনিয়োগকারী ও উদ্যোক্তারা মূলত দুটি কারণে বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষরে আগ্রহী। প্রাথমিক কারণ হচ্ছে, চীনা উদ্যোক্তারা তাদের পুরনো কারখানা ও অন্যান্য শিল্প বাংলাদেশে স্থানান্তর করতে চায় এবং উদার শুল্ক কাঠামোর আওতায় চীন থেকে পণ্য পুনরায় রফতানি করতে চায়। এদিকে বৈচিত্র্যময় রফতানি পণ্য না থাকায় চীনের ৯৮ শতাংশ শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশের মোট বার্ষিক রফতানির ৮৪ শতাংশেরও বেশি তৈরি পোশাক পণ্য। যেখানে বিশ্বের বৃহত্তম পোশাক সরবরাহকারী চীন বছরে এখান থেকে মাত্র ১০ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করে।##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই