আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও তা স্থগিত করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার এ আলোচনা সভা হওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে তা স্থগিত করা হয়েছে বলে ইনকিলাবকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া।
তিনি বলেন, আমাদের সাথে আলোচনায় বসবেন বললেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তা স্থগিত করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক থাকায় শিক্ষকদের সাথে আলোচনায় বসতে পারেননি ওবায়দুল কাদের। তবে শিগগিরই আলোচনা হবে। এদিকে আলোচনা স্থগিত হলেও সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে চতুর্থ দিনেও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আহুত সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর নিজামুল হক ভূঁইয়া আরো বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে এবং তা চলমান থাকবে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের অভিভাবক। আমরা তাদের সমস্যা বুঝি। আমরা অতিরিক্ত ক্লাস, পরীক্ষা নিয়ে তাদের এ ক্ষতি পুষিয়ে দিব।
গতকাল বৃহস্পতিবার টানা কর্মবিরতির চতুর্থ দিনেও সকল ধরনের অ্যাকাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এদিনও কোনো ধরনের ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রশাসনিক ভবনের কিছু কক্ষ খোলা থাকলেও সেবা বঞ্চিত ছিল শত শত শিক্ষার্থী, সেবাপ্রার্থী।
প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের চার সংগঠনের মোর্চা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’। এদিন বেলা ১১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে সমাবেশ করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। প্রশাসনিক ভবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখ যায়।
সমাবেশে ঐক্য পরিষদের নেতারা বলেন, আমাদের ওপর প্রত্যয় স্কিমের নামে যে খড়গ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা সেটি মানি না। সরকারি আমলা, সচিবরা আমাদের উপর তাদের তৈরি করা অন্যায় নীতি চাপিয়ে দিয়েছে। তারা কিন্তু আমাদের বুকের উপর দিয়েই গাড়িতে করে অফিসে যায়। আমাদের দাবি মেনে না নিলে আমরা বিশ্ববিদ্যালয়ের সব রাস্তা বন্ধ করে দেব। ফলে তারাও আর আমাদের বুকের উপর দিয়ে অফিসে যেতে পারবে না।
তারা আরও বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেব। সারাদেশের কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে সারাদেশ অচল হয়ে যাবে। শিক্ষার্থীদের বলি, আপনাদের হয়তো সাময়িক সমস্যা হচ্ছে কিন্তু এই আন্দোলন আপনাদের জন্যও। আপনারাও একসময় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী হিসেবে যোগ দেবেন। আপনাদের ভবিষ্যতের সুবিধার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি।
বেলা ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাবির কলা ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এসময় তারা পূর্বের ন্যায় তাদের ৩ দফা দাবি তুলে ধরেন এবং অতি দ্রুত তাদের দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান। শিক্ষকদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড চালু করা, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিল করা ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা। এসময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে চতুর্থ দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার সারাদিনেও খোলেনি বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও প্রশাসনিক কার্যালয়গুলো। সর্বাত্মক কর্মবিরতি পালনকারীদের মধ্য থেকে নেতৃত্বস্থানীয় শিক্ষকদের সাথে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। ফলে কোন ধরনের আশ্বাস না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাবি শিক্ষকরা।
এ বিষয়ে জাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোতাহার হোসেন বলেন, ঢাকায় সড়ক ও সেতুমন্ত্রীর সাথে আমাদের আন্দোনের বিষয়ে বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে আমি ইনভাইটেড ছিলাম। কিন্তু তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় সেটা স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত কর্মবিরতি স্থগিত করার মতো কোন আশ্বাস আমরা পাইনি। ফলে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আমরা অনড়। যতদিন আমাদের যৌক্তিক দাবি প্রত্যয় স্কিম বাতিল করা হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাসহ কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতি পালিত হয়েছে। ফলে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ সকল কার্যক্রম। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয়ে কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। এদিন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ.বি.এম আবু নোমান বলেন, ‹আমাদের সুনির্দিষ্ট তিনটি দাবির প্রেক্ষিতে চতুর্থ দিনের মত আমাদের আন্দোলন চলমান রয়েছে। সরকারের মন্ত্রীর পক্ষ থেকে আজ বসার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। কাল আবারও বসার সম্ভাবনা রয়েছে। আমারা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। দাবি আদায় হলেই ক্লাসে ফিরে যাবো।
কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন খোকন বলেন, সরকার কর্তৃক যে রূপরেখা প্রণয়ন করা হয়েছে তা আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ। যে টাকা দিয়ে আমাদের বেতন হয় তা দিয়ে আমাদের দিনাতিপাত করতে কষ্ট হয়। এই অল্প বেতন থেকেও আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা পরিমাণ রেখে আমাদের এককালীন একটা পারিতোষিক দেওয়া হত যা আমাদের জন্য কল্যাণকর ছিল। কিন্তু সরকারের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যয় স্কিম নামক সর্বজনীন পেনশন আমাদের জন্য ক্ষতিকর। আমরা সরকারে কাছে এই পেনশন প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি।
চবি অফিসার সমিতির কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন ও অবস্থান কর্মসূচি চলবে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ