দুর্নীতি বন্ধে মাঠ প্রশাসনে যাচ্ছে চিঠি
০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রশাসনে দুর্নীতি বন্ধ, সুশাসন, জনগণের সেবা নিশ্চিতকরা, বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনা গ্রহণ করা, আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে মাঠ প্রশাসনে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি উচ্চ আদালত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালাটি হালনাগাদের নির্দেশনা দিয়ে তিন মাসের সময় দেয়। মূলত এরই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে সরকার।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব ইনকিলাবকে বলেন, সরকারি অনেক প্রতিষ্ঠানে দেশের জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সেবা দিতে হবে। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা ছিলো। এছাড়া সাম্প্রতিক সময়ে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা সমালোচনা হওয়ায় তাদের মধ্যে বিব্রতকর অবস্থা বিরাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপ ইতিবাচক হিসেবে নিয়েছেন তারা। তারা বলেন, গতকালের (আজকের) সচিব সভায় নির্ধারিত কিছু এজেন্ডা থাকলেও অনির্ধারিত সময়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা সংশোধন এবং দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার নির্দেশনা মাঠ প্রশাসনের প্রতিটি কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হবে। তারা আরো জানান, সচিব সভার সিদ্ধান্ত গুলো সকল বিভাগীয় কমিশনার ও জেলার প্রশাসকদের পাঠানো হবে।
১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা দ্রুত যুগোপযোগী করে নতুন বিধিমালা চূড়ান্ত এবং একই সঙ্গে ২০১২ সালের শুদ্ধাচার নীতিমালা সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সচিব সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ কথা বলেন। বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া সচিব সভা শেষ হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া এই সভা চলে প্রায় দুই ঘণ্টারও বেশি। এতে প্রায় অর্ধশত সচিব উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। প্রথমে মন্ত্রিপরিষদ সচিবের শুভেচ্ছা বক্তব্যে দিয়ে সভা শুরু হয়। এর পরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে সিনিয়র সচিব সত্যজিত কর্মকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা বক্তব্য রাখেন বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের যে আচরণ বিধিমালা ছিল ১৯৭৯ সালের, সেটিকে আপডেট করার কার্যক্রম চলছিল। সেটির অগ্রগতি কী, আমরা জেনেছি। আশা করছি, দ্রুতই সেটা ফাইনাল হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যখন প্রথম সচিব সভাটা করেন তখন আমাদের কাছে একটি নির্দেশনা এসেছিল আমরা যেন বছরে অন্তত দুটি সচিব সভা করি। সেই হিসেবে আমরা হিসেব করেছিলাম যে জুলাই মাসে আমরা একটা সচিব সভা করবো। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে প্রথম সভার যে বাস্তবায়ন অগ্রগতি সেটা জানার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে জুন মাসের প্রথম সপ্তাহে আমরা চিঠি দিয়েছিলাম। সেটার প্রেক্ষিতে আমরা আজকের মিটিংটা করেছি। আজকের মিটিংয়ে মূলত গত সভার বাস্তবায়ন অগ্রগতিটা আমরা আলোচনা করেছি, আমরা শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি, আমরা বাজেট বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি এবং নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা করেছি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসিক আমরা কিছু দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো যতœ সহকারে সিরিয়াসলি অনুসরণ করে সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। সভায় বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা বা শুদ্ধাচার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটা আলোচনা করেছি আমাদের যে শুদ্ধাচার নীতিমালাটি আছে সেটি প্রায় ১২ বছর হয়ে গেছে। এটি এখন আমরা আপডেট করার চিন্তা-ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে। তিনি বলেন, আলোচনা হয়েছে যে, আমাদের একটা আচরণ বিধি ছিল ১৯৭৯ সালের, সেটিকে আপডেট করার কার্যক্রম চলছিল সেটির অগ্রগতি কী, সেটি আমরা জেনেছি। আমরা আশা করছি দ্রুত সেটি চূড়ান্ত হয়ে যাবে। সরকারি আচরণ বিধি আপডেট করার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাকে জানানো হয়েছে এটা খুব দ্রুতই চূড়ান্ত করা হবে। আশা করছি খুব দ্রুতই হবে। সাধারণত আমরা যেটা করে থাকি, বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার কথা বলেছি। আমরা বলেছি, যে অধস্তন অফিস আছে যেখান থেকে সেবা দেওয়া হয় মানুষকে সেই সেবাটা যেন ঠিক মতো দেওয়া হয়। সেই কাজটা যেন জোরালোভাবে মনিটর করা হয়। মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব সিরিয়াসলি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সাম্প্রতিক সময়ে কয়েকজন কর্মকর্তা বা সাবেক কর্মকর্তার দুর্নীতি সামনে এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। স্পেসিফিক কিছু আলোচনা করিনি। এত সচিব নিয়ে তো আমরা এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করবো না। সচিবরাই তো নিয়ন্ত্রণ করবেন, মন্ত্রণালয়গুলোই তো নিয়ন্ত্রণ করবেন- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ। কিন্তু আমরা একজন দুইজনের অপকর্ম নিয়ে, কোনো একটা অভিযোগ নিয়ে তো এত সচিব ডেকে এনে আলোচনা করবো না। এটা তো খুব স্বাভাবিক বিষয়। সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এ ধরনের কোনো আলোচনা- না। এ রকম কোনো আলোচনা হয়নি। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সচিবদের নিয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির প্রথম বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়। সেই সভার আলোচ্যসূচিতে ৪১টি এজেন্ডা ছিল।এ বিষয়গুলো আলোচনা হয়। এ সচিব সভায় ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৫ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।
##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ