কর্দমাক্ত ঢাকার পথঘাট
০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
এখন আষাঢ় মাস। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেমে গেলেও রাজধানীর রাস্তাগুলো কাদায় একাকার হয়ে যায়। আর কর্দমাক্ত রাস্তায় চলাফেরা করতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। কেউ কেউ কাদার কারণে বাসা থেকে বের হয়েই রিকশা কিংবা সিএনজিতে উঠেন। কাদা-মাটিতে একাকার হয়ে সড়কগুলো এখন মারণফাঁদে পরিণত হয়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা হাঁটাপথে যেতেও চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে পথচারীদের। সামান্য বৃষ্টি হলেই প্রধান সড়কসহ অলিগলির প্রায় সকল রাস্তা কাদা, পানির একাকার হয়ে যায়। দীর্ঘ সময় পানি আটকা পড়ায় বিপাকে পড়তে হয় যানবাহন চালকসহ পথচারীকে। পুরো সড়কে অসংখ্য খানা খন্দে সৃষ্টি হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা।
রাজধানীর অধিকাংশ সড়কেরই বেহাল অবস্থা। বর্ষার মৌসুমেও রাস্তা কেটে চলছে উন্নয়ন কাজ। কোনো কোনো এলাকায় উন্নয়ন কাজ শেষ হয়ে গেলেও সেই কাটা রাস্তা এখনো সংস্কার করা হয়নি। কোথাও সø্যাব উঠে গেছে, কোথাও উন্নয়ন কাজের জন্য কাটা রাস্তার মাঝেই বড় বড় গর্ত করে রাখা হয়েছে। কোথাও আবার বর্ষার পানিতে ছোট-বড় গর্তের সৃষ্টি, আবার কোথাও চলছে খোঁড়াখুঁড়ি। এসবের জন্য প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। এসব রাস্তায় চলাফেরা করতে হলে নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে।
নগরবাসীরা জানান, বৃষ্টি থেমে গেলেও রাস্তার কাদার কারণে হেঁটে চলাচল করা যায় না। বিভিন্ন জয়গায় রাস্তা কাটার কারণে মাটি উঠিয়ে রাস্তার পাশে রাখায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যে উন্নয়ন কাজ শেষ করে আবার রাস্তা পিচ ঢালাই করে দিলে হয়তো এমন অবস্থা হতো না।
জানা যায়, দীর্ঘদিন সড়ক মেরামত না হওয়া, ভারী যানবাহন চলাচল, উন্নয়নকাজে সেবাদাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা, অতিবৃষ্টি ও পানিবদ্ধতার ফলে সড়ক নষ্ট হয়ে যাওয়া। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সুনির্দিষ্ট ভিআইপি সড়ক ছাড়া রাজধানীর প্রায় সব রাস্তারই একই হাল। নগরীতে একটু ভারী বৃষ্টি হলেই সড়কে জমে যায় পানি। এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলে সø্যাব ও কংকর সরে যায়। এতে সৃষ্টি ছোট-বড় অসংখ্য গর্ত। যাত্রাবাড়ী, শনিরআখড়া, গোলাপবাগ, টিকাটুলির বিভিন্ন এলাকার রাস্তায় কাদায় একাকার হয়ে গেছে। বাসাবো টেম্পোস্ট্যান্ড থেকে শুরু করে আগমন সিনেমা হল, মাদারটেক চৌরাস্তা হয়ে নন্দীপাড়া সেতু পর্যন্ত পুরো সড়কে কাদায় ভরা। যানবাহন থেমে থেমে চলাচল করছে। অটোরিকশা গর্তে পড়ে আটকে যাচ্ছে। তৈরি হচ্ছে যানজট। ফুটপাথ না থাকায় কাদাপানিতে সয়লাব সড়কে হেঁটে চলাচল করছে অনেকে। গোড়ান এলাকার বেশির ভাগ সড়ক দীর্ঘদিন থেকে সংস্কার করা হয় না। গোড়ান ছাপড়া মসজিদ হয়ে শান্তিপুর, হাজি মসজিদ থেকে গোড়ানবাজার, সিপাইবাগ থেকে টেম্পোস্ট্যান্ড হয়ে হাওয়াই গলির মূল সড়কসহ অধিকাংশ অলিগলির রাস্তার অবস্থা খুবই নাজুক। সড়কগুলোতে বৃষ্টির কারণে কাদায় একাকার। মতিঝিল থেকে কমলাপুরগামী টয়েনবি সার্কুলার রোডের চৌরাস্তার মোড়ে রাস্তা ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এই সড়কের সবখানেই কাদায় একাকার। লোকজনকে এখন এই সড়ক ব্যবহার না করে মতিঝিলের মূল সড়ক ব্যবহার করতে দেখাগেছে। টিটিপাড়া থেকে খিলগাঁও ফ্লাইওভারগামী বিশ্বরোডে দীর্ঘদিন থেকেই অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। উন্নয়ন কাজের জন্য কমলাপুর রেল স্টেশনের সামনের মূল সড়কের অবস্থা আরো নাজুক। পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে অবস্থার আরো অবনতি হয়েছে। গর্ত ও গর্তের পানিতে এই সড়কে চলাচল করতে হয় কষ্ট করে।
পুরান ঢাকার বেশিরভাগ সড়কেরই একই অবস্থা। বৃষ্টি হলেই কাদায় ভরে যায়। এসব রাস্তা দিয়ে স্থানীয়দের চলাচল করতে হয় দুর্ভোগে। সামান্য বৃষ্টিতেই হয় কাদায় চাপা পড়ে রাস্তা। এবার বৃষ্টিতেই সড়কগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। পুরো সড়কজুড়েই তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
গাবতলীগামী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড়, মাজার রোড এলাকার সড়কগুলোতে কাদার কারণে সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। ক্ষতিগ্রস্ত সড়কে পানি জমে থাকায় সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে পথচারীদের। এ ছাড়া মহাখালী বাসটার্মিনাল সংলগ্ন এলাকা, নাবিস্কো ও তিব্বত এলাকায় প্রধান সড়কটিতে দেখা গেছে কাদায় একাকার। সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায়ও রাস্তার একই অবস্থা। বাসটার্মিনালের ভিতরে ও বাইরের রাস্তায় কাদার কারণে যাত্রীদের নির্দিষ্ট স্থান থেকে বাসে উঠতে পারছেন না।
মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বলেন, আমি ভাড়ায় মোটরসাইকেল চালাই। ঢাকার বেশিরভাগ রাস্তায় বৃষ্টির পর কাদা থাকার কারণে অনেকে মোটরসাইকেলে উঠতে চান না। আবার রাস্তায় কাদা থাকার কারণে ঝুঁকি নিয়ে চলতে হয়। মাঝে মধ্যে মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ইনকিলাবকে বলেন, বিভিন্ন সেবা সংস্থাগুলো উন্নয়ন কাজের জন্য রাস্তাগুলো কাটতে হয়। উন্নয়ন কাজ শেষ হলে আবার এসব রাস্তা পিচ ঢালাই করে দেয়া হয়। তবে কাজের কিছু চেকিংয়ের কারণে মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। এই সময়টায় নগরবাসীর চলাচলের জন্য দুর্ভোগ পোহাতে হয়। আশাকরি সেবা সংস্থাগুলোর যারা কাজটা করেন তারা অল্প সময়ে কিভাবে কাজটা শেষ করা যায় সে বিষয়টা বিবেচনা করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার