সড়কে ঝরল ১৫ প্রাণ
০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫ জন। এসব ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ৭০ জন। বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। এরমধ্যে দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিএপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু, বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ, বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা ও দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তিনজন ও পরে দুইজনের মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান, ট্রাকের বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ ছয়জন নিহত এবং ২০ জনের অধিক আহত হয়।
ফরিদপুর জেলা ও নগরকান্দা উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার এবং চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার সদর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত আফাই প্রাং এর ছেলে পিকআপ চালক রাজু ও একই গ্রামের রওশন আলীর ছেলে হেলপার সুমন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও পিকাআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এসময় বাস-পিকআপ ছিটকে গিয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টে খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে, ফরিদপুরের নগরকান্দায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালমা ইউনিয়নে মানিকদহ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ খান নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উত্তর শাকপালদিয়া গ্রামের মান্নান খানের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো. ইমতিয়াজ হোসেন জানান, মুরাদ মোটরসাইকেলে করে ফরিদপুর থেকে ফিরছিলেন। মানিকদাহ আসলে একটি ট্রাক তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় তামসী বেগম নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুরের দাদা মোড় এলাকায় অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনের চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ ৪ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পারুইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নছিমন চালক মেনহাজুল এবং একই থানার বালিঘাটা ইউনিয়নের নওনা গ্রামের গরু ব্যবসায়ী আমান। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার সময় ফুলবাড়ী থেকে একটি খালি ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময়। অপরদিক থেকে আসা আমবাড়ি হাঁট থেকে ৯টি গরু নিয়ে একটি নছিমন ফুলবাড়ী হয়ে পাঁবিবি যাচ্ছিল। এসময় ফুলবাড়ী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় এলে মহাসড়কের বাঁক ঘুরতে গিয়ে দুটি গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মনিরামপুর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, মনিরামপুরে ইজিবাইকের ধাক্কায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিক রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন কোদলাপাড়া গ্রামের মনিরুল ইসলাম মিস্ত্রির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আরাফাত রাস্তা পার হচ্ছিল। এসময় পুলেরহাটমূখী একটি ইজিবাইক তাকে স্বজোরে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় সে। স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নোয়াখালী ফোরলেন সড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বগাদিয়া গ্রামের মৃত বশির উল্যার মেয়ে বিউটি আক্তার ও তার ছোট ভাই ইয়াছিন।
জানা যায়, বিউটি আক্তার গর্ভবতী ছিলো। তিনি ছোট ভাই ইয়াছিনকে নিয়ে সোনাইমুড়ী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলো। উপজেলার বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে আটোরিকশাটিকে পিছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মানিকঞ্জের সাটুরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পরে ৪০ যাত্রী আহত হয়েছে। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সাটুরিয়া নাগরপুর সড়কের সাটুরিয়ার গর্জনা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ৬ যাত্রীকে ৫০ সাটুরিয়া শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গাড়িতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার