সুনাকের নেতৃত্বে ক্ষমতাসীনদের ইতিহাসের নজিরবিহীন পরাজয়
০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন হয়। কিন্তু ভোটগণনায় এরিমধ্যে প্রয়োজনের তুলনায় অনেক আসন বেশি পেয়েছে লেবার পার্টি। লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা দ্বিতীয় চার্লস। কিয়ার স্টারমার গতকাল বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা গেলে তিনি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। বাকিংহাম প্রাসাদের প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের পদপত্যাগপত্র গ্রহণ করেন।
ব্রিটেনে টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবার কনজারভেটিভ পার্টিকে সরে যেতে হলো। বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। তিনি পরাজয় মেনে নিয়েছেন। বিজয় নিশ্চিত হওয়ার পর লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো।’ শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫০টি আসনের মধ্যে ৬৪৮টির ফল পাওয়া গেছে। এর মধ্যে বিরোধী দল লেবার পার্টি ৪১২টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ দল পেয়েছে ১২১টি আসন। এর বাইরে লিবারেল ডেমোক্র্যাট দল ৭১, এসএনপি ৯, এসএফ ৭ ও স্বতন্ত্র ও অপর দলগুলো জিতেছে ২৮টি আসনে। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ৩২৬টি আসন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। এরপরই ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয়। ৩৫টি রাজনৈতিক দল মাত্র একজন করে প্রার্থী দেয়। রেকর্ড ভেঙে এবার ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একেকটি আসনে গড়ে ৭ জন করে প্রার্থী। ৩১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী ৪৫৯ জন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে স্টারমারকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথম বারের মতো এমপি নির্বাচিত হলেন। এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন। স্কটল্যান্ডে কনজারভেটিভ পার্টির নেতা ডগলাস রস তার আসনে পরাজিত হয়েছেন। তার বিরুদ্ধে জিতেছেন লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী সিমাস লগান।
প্রধানমন্ত্রীর পর দলের নেতার দায়িত্ব থেকেও পদত্যাগ সুনাকের : ঋষি সুনাক এখন আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নন। গতকাল ব্রিটেনের রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সুনাক। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজা তা গ্রহণ করেছেন। বাকিংহাম প্যালেস থেকে বের হওয়ার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি।
নির্বাচনে ভরাডুবির পর কনজারভেটিভ দলের নেতার দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিটে দেওয়া শেষ ভাষণে তিনি বলেছেন, ফলাফলের পর আমি দলের নেতার দায়িত্ব থেকে পদত্যাগ করব। তার পদত্যাগে দলটিতে নতুন নেতা নির্বাচনের তোড়জোড় শুরু হবে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টি ও মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটরা ঋষি সুনাকের দলের ভোটে ভাগ বসিয়েছে। তাদের এখন পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসতে হবে। কনজারভেটিভ সরকারের অনেক মন্ত্রী নিজের আসনে হেরেছেন। দলটিকে এখন বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার চ্যালেঞ্জ নিতে হবে।
রেকর্ডসংখ্যক মন্ত্রী পরাজিত : বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভার অন্তত নয়জন সদস্য হেরেছেন। আগের রেকর্ডটি হয়েছিল ১৯৯৭ সালে। সে নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সরকারের সাতজন মন্ত্রী পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচনে পরাজিত মন্ত্রীদের মধ্যে আছেন- প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, কমন্স নেতা পেনি মর্ডান্ট, বিচারমন্ত্রী অ্যালেক্স চক, শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলান, প্রবীণবিষয়ক মন্ত্রী জনি মার্সার, ওয়েলসবিষয়ক মন্ত্রী ডেভিড টিসি ডেভিস, পরিবহনমন্ত্রী মার্ক হারপার। স্কটল্যান্ডে কনজারভেটিভ পার্টির নেতা ডগলাস রস তার আসনে পরাজিত হয়েছেন। তার বিরুদ্ধে জিতেছেন লিবারেল ডেমোক্র্যাটিক প্রার্থী সিমাস লগান।
কমেছে মুসলিম ভোট, লেবারের দূর্গে ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থীর জয় : নির্বাচনে লেবার পার্টি দারুণ সাফল্য পেলেও মুসলিম ভোটের ক্ষেত্রে তেমনটি হয়নি। বিবিসির চীফ পলিটিক্যাল করেসপন্ডেন্ট হেনরি জেফম্যান লিখেছেন যে লেবার পার্টির জন্য রাতটি (নির্বাচনের ফল ঘোষণার) দারুণ ছিলো। কিয়ের স্টারমারের নেতৃত্বে তারা এতো আসন পেয়েছে যা তারা ২০১৯ এর নির্বাচনে ভয়াবহ বিপর্যয়ের পর চিন্তাই করেনি। কিন্তু এ সাফল্যের মধ্যেও খুঁত আছে। কারণ বড় সংখ্যায় মুসলিম ভোট আছে এমন আসনে দলটি ভালো করেনি। দশ শতাংশের বেশি মুসলিম ভোট আছে এমন আসনে দলটির ভোট কমেছে গড়ে দশ শতাংশ। লেস্টার পূর্ব আসনে কনজারভেটিভ প্রার্থীর কাছে হারার কারণ এটাই। আবার লেস্টার দক্ষিণে শ্যাডো মন্ত্রী জনাথন অ্যাশওয়ার্থ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যে বিস্ময়ের জন্ম দিয়েছেন তার কারণও এটি।
এদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাবেক শিল্পনগরী ব্ল্যাকবার্নে লেবার প্রার্থী কেট হলার্নকে হারিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেইন। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থানে দলটির অনেক ভোটারের মধ্যে যে বিভক্তি ও অসন্তোষ রয়েছে, সেটিরই ইঙ্গিত স্বতন্ত্র প্রার্থী আদনানের এ জয়। রাজনীতিতে নতুন আসা আদনান হোসেইন ভোট পেয়েছেন ১০ হাজার ৫১৮টি। আর পরাজিত প্রার্থী হলার্ন পান ১০ হাজার ৩৮৬ ভোট। সে হিসাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৩২ ভোটে হলার্নকে হারিয়ে দেন আদনান। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রেইগ মারে। ফিলিস্তিনের গাজাপন্থী প্ল্যাটফর্ম জর্জ গ্যালওয়েজের ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করে ৭ হাজার ১০৫ ভোট পান তিনি। অধিকার করেন তৃতীয় স্থান।
ওয়েলসে কোন আসন নেই কনজারভেটিভদের : ওয়েলসে লেবার পার্টি আগের চেয়ে নয়টি আসন বেশী পেয়েছে। এখন তাদের মোট আসন ২৭। অন্যদিকে কোন আসনই পায়নি কনজারভেটিভ পার্টি। প্লাইড কামরির এখন পার্লামেন্টে চারটি আসন। আর লিবারেল ডেমোক্র্যাটিকরা পেয়েছে একটি আসন।
সাবেক লেবার নেতা সেই জেরেমি করবিন জয়ী : যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। ২০২০ সালে ইহুদিবিদ্বেষ-সংক্রান্ত বক্তব্য ঘিরে দলে তার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। ৪০ বছরের বেশি সময় ধরে করবিন (৭৫) লন্ডনের ইসলিংটন নর্থ আসন থেকে প্রতিনিধিত্ব করে আসছেন। এবারের নির্বাচনেও তিনি সহজ জয় পেয়েছেন। তবে এবারই প্রথম তিনি লেবার পার্টির বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেন।
২০১৯ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত করবিন লেবার পার্টির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে ফল করার পর তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। সেই লেবার পার্টি বৃহস্পতিবারের নির্বাচনে বিপুল জয় পেয়েছে। ২০২০ সাল থেকে করবিন পার্লামেন্টে স্বতন্ত্র সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করে আসছেন। এবারের নির্বাচনী প্রচারে তিনি ঘোষণা দিয়েছেন, সাম্য, গণতন্ত্র ও শান্তির পক্ষে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। নির্বাচনে জয়ের পর তার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করবিন বলেন, তার এই জয়ের মাধ্যমে একটি ‘বার্তা ধ্বনিত’ হচ্ছে, তার আসনের মানুষ ‘ভিন্ন কিছু চায়’। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান, এএফপি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার