প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকাকে হত্যা
০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
বিয়ের পর প্রবাসী যুবকের সঙ্গে সুমা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বয়স্ক স্বামীকে ছেড়ে অনলাইনে সম্পর্ক গড়ে ওঠা ওই প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার বাধার স্বপ্ন বুনছিলেন সুমা। কিন্তু তার আগেই সুমাকে গলাটিপে হত্যা করে তার স্বামী। সেই দৃশ্য আবার ভিডিও কল করে সুমার প্রেমিককে দেখান তিনি। পরে সুমার মরদেহ একটি স্যুটকেটে ভরে নদীতে ফেলে দেন তার স্বামী।
২০১৯ সালে লন্ডন প্রবাসী আমিনান রহমানের সঙ্গে ইসলামি রীতি অনুযায়ী টেলিফোনে বিয়ে হয় সুমার। স্বামী বয়সে প্রায় দ্বিগুণ বয়সী হলেও সংসার করে যাচ্ছিলেন তিনি। কিন্তু একপর্যায়ে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী যুবক শাহিন মিয়ার সঙ্গে সুমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের খেসারত বুঝাতেই সুমাকে গলাটিপে মেরেই ফেলেন আমিনান। এ ঘটনার ১০ দিন পর একটি স্যুটকেটের ভেতর সুমার লাশ পাওয়া যায়। সুমার মরদেহ ২০২৩ সালের ৮ মে লি নদীতে পাওয়া যায়। তার আগে ৩০ এপ্রিল টাওয়ার হ্যামলেটের অর্চার্ড প্লেস ঠিকানা থেকে নিখোঁজ হন সুমা। ২৪ বছর বয়সী বাংলাদেশি এই গৃহবধূ নিখোঁজ হওয়ার আগের রাতে শাহিনকে ফোন করেন আমিনান। আদালতের নথিতে জানা যায়, ২৯ এপ্রিল শাহিনকে ভিডিও কল করেন সুমার স্বামী। তারপর ভিডিও কলেই সুমার গলা চেপে ধরেন আমিনান।
সরকারি কৌঁসুলিরা আদালতকে জানান, প্রেমিকের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা ছিল সুমার। ২৯ এপ্রিল রাতে আমিনানের প্রতিবেশীরা শিশুর চিৎকার এবং জোরে শব্দ শুনতে পায়। ওই সময় শাহিনকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন আমিনান। সেই ভিডিও কল আংশিক রেকর্ড করেন শাহিন। তবে সেই ভিডিওতে কোনও শব্দ শোনা যাচ্ছিল না। ভিডিওতে দেখা যায়, খাটের ওপর থাকা সুমার চেহারা ঢাকা রয়েছে। এ সময় সুমার পাশেই তার এক সন্তানকেও দেখা যায়। আদালতকে সরকারি কৌঁসুলি বলেন, বিবাদী যখন শাহিনকে জানান তিনি সুমা এবং তাকে হত্যা করবেন। সুমা তখন উঠে চলে যেতে চাইছিল কিন্তু আমিনান তার ঘাড় চেপে ধরে। চিৎকার করার পর সুমা কথা বলার শক্তি হারিয়ে ফেলে।
তখন ভিডিও কল থমকে যায়। ২৮ সেকেন্ড পর শাহিনকে আবার ভিডিও কল করে আমিনান। তখন স্ত্রীর দিকে ক্যামেরা তাক করে আমিনান বলেন, আমি সুমাকে হত্যা করেছি। এ সময় সুমার মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের এক সন্তানকে সঙ্গে নিয়ে একটি বড় কালো স্যুটকেস নিয়ে যাচ্ছে আমিনান। সেই স্যুটকেট লি নদীতে ফেলে দেওয়ার ফুটেজও আদালতে দেখানো হয়। সূত্র : দ্য টেলিগ্রাফ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো