দেশের বাইরে পড়িয়ে ইবি শিক্ষার্থী নোমানের আয় লাখ টাকা
০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
করোনা ভাইরাস কারো জন্য অভিশাপ কারো জন্য আশির্বাদ। এই ভাইরাস যখন ছড়িয়ে পড়ে তখন পুরো বিশ্ব হঠাৎ করেই থমকে যায়, সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়! ঠিক এই সময় নোমানের শিক্ষাক্ষেত্রে ব্যয়ভার মিটানো টিউশন গুলো চলে যায়! দুশ্চিন্তায় দিন কাটতে থাকে কি রেখে কি হবে! নানা ঝামেলা পার করে দিন কাটতে থাকে তার। হঠাৎ করেই করোনাকালীন সময়ে ২০২১ সালের প্রথম দিকে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’ নামে একটি ফেসবুক পেজ খুলে অনলাইনের মাধ্যমে দেশের বাহিরে পড়ানো শুরু করেন নোমান। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও কখনো থেমে যায়নি তার স্বপ্ন। দিনরাত চেষ্টা চালিয়ে যায়। এরপর হঠাৎ ২০২২ সালের শেষ দিক থেকেই ধীরে ধীরে সাফল্য আসতে থাকে নোমানের।
বাহিরের দেশে অবস্থানকারী প্রবাসী ও তাদের ছেলে-মেয়েদের অনলাইনে কুরআন শেখানোসহ বাংলা ইংরেজি পড়াতে থাকেন। এরপর থেকেই তার স্বপ্ন গুলো ধীরে ধীরে বাস্তবে বড় হতে থাকে। এভাবে চেষ্টা চালাতে চালাতে বর্তমানে তার প্রতিষ্ঠানের মাসিক আয় লাখ টাকার উপরে। বলছিলাম কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ুয়া আব্দুল্লাহ আল নোমানের কথা। তিনি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার মৌহারগ্রামের শামছুল হকের ছেলে।
তার এই সাফল্যের কথা বলতে গিয়ে নোমান বলেন, ২০১৫ সালের সময়টা ছিল আমার জন্য নতুন জীবনে পদাপর্ণ করার মতো।পরিবারের আর্থিক সমস্যা এমন পর্যায় এসে পৌঁছে যে, আমাদের দুই ভাই ও বোনসহ পরিবারকে চালানোর জন্য বাবার মাসজিদে ইমামতির বেতনটা যথাযথ ছিলো না। কোন রকম টেনেটুনে সংসার চলছিল। আর এটি এমন একটি সময় যে সময়ে একদিকে পারিবারিক সমস্যা, অন্যদিকে পড়া-লেখা বন্ধ হওয়ার মত উপক্রম। পরিবার এমন সময় বলে দিলো আর পড়াতে পারবোনা! যতটুকু পারছি এতটুকু নিয়ে কিছু করা যায় কিনা দেখ!
নোমান বলেন, ঠিক এই সময়ে আমি টিউশনি করার সিদ্ধান্ত গ্রহণ করা মাত্রই নিজের পরিশ্রমের পথে নেমে পড়ি। মাসে ৫০০ টাকার বিনিময়ে ২টা টিউশনি শুরু করি। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিজ খরচে সিরাজগঞ্জ শহরে পড়াশোনা করি।
নিজের চলার পথ কখনোই মসৃণ ছিলনা তারপর জীবনের প্রয়োজনে সহজ করে নিতে হয় বিভিন্ন উপায়ে। ২০১৯ সালে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাই দেশের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। সে সময় ৮হাজার টাকা ঋণ করে এই প্রতিষ্ঠানে হই। এরপর তামিরুল মিল্লাতে তার নিজ প্রচেষ্টায় চলতে থাকে জীবন সংগ্রাম। একসময়ের সংগ্রাম বাস্তবে গিয়ে রুপ ধারন করে তাদিলুল উম্মাহ একাডেমি। নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ই নোমানকে বদলে দিয়েছে জীবনের ধারা।
বর্তমানে তাদিলুল উম্মাহ একাডেমিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা আরবী, বাংলা ও ইংরেজি শিক্ষা নিচ্ছে। এই প্রতিষ্ঠানে নোমানসহ ৪জন শিক্ষক ও শিক্ষিকার পাশাপাশি একজন আইটি সাপোর্টারও রয়েছেন। তার এই প্রতিষ্ঠানে প্রতি মাসে বাংলাদেশের রিজার্ভে লক্ষাধিক টাকা যুক্ত হয়। এই অল্প সময়ে সাফল্যে তার কাছে ধরা দেয় শুধুমাত্র চেষ্টার ফলে।
তরুণদের উদ্দেশ্যে নোমান বলেন, আমিসহ আমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, কখনোই ভয় পাওয়া যাবে না, মনে রাখা উচিত আমরা খুবই ক্ষুদ্র, বিশাল এই পৃথিবীতে আমাদের জন্য অবশ্যই অনেক বড় বড় সুযোগ রয়েছে। সেগুলোকে আমাদেরই খুঁজে বের করতে হবে। তবে সব শেষ হয়ে গেছে ভেবে থেমে যাওয়া যাবে না। সৃষ্টিকর্তা সবার মধ্যেই একটা সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা আমাদের নিজেদের সম্ভাবনাকে খুঁজে বের করে সঠিকভাবে চেষ্টা করলে ইনশা-আল্লাহ সফলতা আশা করা যায়।
উল্লেখ্য, নোমানের স্বপ্ন একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে অন্যের অধিনস্ত না করে কর্মসংস্থান সৃষ্টি করে নতুন কিছু করার প্রয়াস। ভবিষ্যতে বেকার তরুণদের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য। এছাড়াও ‘তাদিলুল উম্মাহ একাডেমি’ প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনের তিনি বিভিন্ন প্রকার সামাজিক কর্মকাণ্ড পালন করে আসছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা