দালাল চক্রের হোতা গ্রেফতার
০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
আমাদের কাছে দেওয়ার মতো আর কিছু নেই। ধার-দেনা ও ভিটে মাটি বিক্রি করে দালালের দাবি অনুযায়ী আমরা ২৭ জন প্রায় ১০ কোটি টাকা দিয়েছি দালাল হোসাইন আহমেদ এবং জাহিদ হোসেনকে। তারা টাকা নিয়েও আমাদের পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তারা পালিয়ে য়ায। এখন আমরা লিবিয়ার একটি জেলে আছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আমরা জীবিত দেশে ফিরতে চাই।
দালালের মাধ্যমে ইউরোপে যেতে গিয়ে লিবিয়ার জেলে বন্দী ২৭ যুবক তাঁদের পরিবারের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় এই আবেদন জানান। ভুক্তভোগীদের পাঠানো ৭ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিও বার্তায় লিবিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে ২৭ জন জেলে বন্দীর কথা বলা হয়।
তাঁরা হলেন- মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলার রানা মাতুব্বর, জুবায়ের, হালান, ওমর ফারুক, সজিব, রিদয় ইসলাম, কামরুল, প্রিন্স, শুভ, নাঈম মোল্লা, মিলন, শাওন, রশময়, সাব্বির, গাজীপুর জেলার মো. ফারুক, মো. সোহেল, শরীয়তপুর জেলার শাহিন, হাসান, কুড়িগ্রাম জেলার ইয়াকুব, বরিশাল জেলার হাসিবুল ইসলাম, ময়মনসিংহ জেলার তাহের, হানিফ, পাবনা জেলার আমানউল্লাহ, গোপালগঞ্জ জেলার গোকুল, শ্রিবাস ও সঞ্জিত। রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগর উপজেলার সিংগারপাড় গ্রামের এহরাম সরদারের ছেলে মফিয়া জাহিদ হোসেন এবং সিলেট জেলার কানাইগাতী উপজেলার কাওরারমাটি গ্রামের আ. লতিফের ছেলে মাফিয়া মো. হোসাইন আহমেদ লিবিয়া থেকে ইতালি পাঠানোর (গেইম) কথা বলে এই ২৭ যুবকের নিকট থেকে জন প্রতি ৩৫-৪০ লাখ টাকা করে প্রায় ১০ কোটি টাকা নিয়ে তাদের লিবিয়া পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। লিবিয়ায় বন্দী ২৭ যুবকের পরিবার ধার-দেনা ও ভিটে মাটি বিক্রি করে দালালের দাকি অনুযায়ী টাকা দেন। বন্দী ২৭ জন যুবক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আমরা জীবিত দেশে ফিরতে চাই।’
লিবিয়ার জেলে বন্দী মাদারীপুরের রানা মাতুব্বরের মা হাসিয়া বেগম বলেন, ‘আমার ছেলের ভিডিও দেখে আর ঘুমাতে পারছি না। আমি সরকারের কাছে তাকে দেশে এনে দেওয়ার আবেদন করছি।
এদিকে মাদারীপুর অঞ্চলের মানব পাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। তার নাম মো. মিলন মাতুব্বর (৪০) গ্রেফতারকৃত মিলন মাতুব্বর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মো. শাজা মাতুব্বরের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় সে অবৈধপথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, মানব পাচারকারী চক্রের মূলহোতা মিলন মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিবিয়া দিয়ে ইতালি, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার বালিগ্রাম ও কাজীবাকাইসহ বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা এবং চক্রের মূলহোতা মিলনের নেতৃত্বে বালিগ্রামের বেশ কয়েকজন যুবককে লিবিয়া নিয়ে বন্দী করে তাদের নির্যাতন চালায়। পরে ওই নির্যাতরে শিকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সাহাবদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মূলহোতা মো. মিলন মাতুব্বরকে গ্রেফতার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, বর্তমানে স্থানীয় প্রভাবশালীরা মানব পাচার করে আসছে। তাই অসহায় ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাচ্ছে না।
ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি মিলনের বিরুদ্ধে মানব পাচার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, মানব পাচারকারীরা গোপনে এ ধরনের কাজ করে আসছেন। তবে তাদের নামের তালিকা তৈরি করে তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, মাদারীপুর তথা দক্ষিণাঞ্চলে মূলত নেই কোনো কলকারখানা। নেই কর্মসংস্থান। তাই বিদেশ যাওয়ার দিকে ঝুঁকছে মানুষ। অন্যদিকে যারা বিদেশ যাচ্ছে তারা দেশে এসে বহুতল ভবন তৈরি করছে। পরিবারে সচ্ছলতা ফেরাচ্ছে। এদের দেখাদেখি লেখাপড়া শেষ না করেই বিদেশ যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা শুরু করে অনেকেই। এই অসুস্থ প্রতিযোগিতার বলি হচ্ছে শতশত যুবক। তাই তিনি এই অসুস্থ প্রতিযোগিতা থামাতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, অনেক ভুক্তভোগী দেশে ফিরে মানব পাচার আইনে মামলা করেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই আপোশ করে ফেলে। যার কারণে পার পেয়ে যায় অপরাধীরা।
তিনি বলেন, তাঁদের পরিবারের কাছে পাঠানো ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিরাপদে তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল।
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো