শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের জমি দখল
১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সরকারের খাস খতিয়ানভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রস্তাবিত শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এবং সহস্রাধিক ভূমিহীনদের প্রায় ৭০০ একর জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে দু’জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার চর উরিয়া, চর নোমান ও চর লক্ষ্মী মৌজায় ২০০৪ সালে সরকারের খাস খতিয়ানভুক্ত জমির জঙ্গল ও গাছপালা পরিষ্কার করে বসবাস শুরু করে ভূমিহীনরা। ওই সময় রাতের আঁধারে ভূমিহীনদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে খাস জমি থেকে উচ্ছেদ করে জমিগুলো দখলে নেয় ভূমিদস্যু ফরিদ উদ্দিন। ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জমিগুলো পুনরায় দখলে নিয়ে বসবাস, চাষাবাদ ও গবাদি পশু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছে ভূমিহীন পরিবারগুলো।
২০১৪ সালে ওই মৌজার খাস জমিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সমুদ্র বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য ৪৫০ একর খাসজমি সরকারের কাছে বরাদ্দ চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই প্রস্তাবনার প্রেক্ষিতে ২০২০ সালের ২৭ ডিসেম্বর পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু শর্তে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন দেয় পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিন পর্যবেক্ষণ করে ওই খাসজমিতে ‘শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউট’ স্থাপনের জন্য ১৫০ একর খাসজমি বরাদ্দ দেয়ার কার্যক্রম শুরু হয়।
স্থানীয় এলাকাবাসি ও ভূমিহীনরা অভিযোগ করে বলেন, অতিসম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে একরামুল করিম চৌধুরী এমপি বলেছিলেন, তার ছেলে সাবাব চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হলে ভূমিহীনদের জমি ফিরিয়ে দেয়া হবে। কিন্তু ভোটের পর কবিরহাটের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন (কামাল কোম্পানি), মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ গত দু’সপ্তাহ যাবত ৩০ থেকে ৪০টি ভেকু মেশিন দিয়ে ৭০০ একর জায়গা জুড়ে কৃষকের ফসল ধ্বংস করে প্রজেক্ট (কৃষি খামার) করার কাজ শুরু করে।
ভূমিহীনদের দাবি, শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট হলে তাদের কোনো ওজর-আপত্তি নেই। ইনস্টিটিউট করার পর অবশিষ্ট খাসজমি তাদের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবি তোলেন ভূমিহীনরা। অভিযুক্ত ওই দু’নেতা জেলার সদর আসনের সংসদ সদস্য দাপুটে আওয়ামী লীগ নেতা একরামুল করিম চৌধুরীর আর্শীবাদপুষ্ট এবং একান্ত আস্থাভাজন অনুসারী বলে তারা জানান।
গত মঙ্গলবার বিকেলে সরকারি খাসজমি ফিরে পেতে এবং অবৈধ দখলদার আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে ভূমিহীনরা। ওই দিন বিকালে সরেজমিন পরিদর্শন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. দিদার-উল-আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ নেওয়াজ মো. বাহাদুর’সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমিদস্যুদের কবল থেকে সরকারি এই খাসজমি রক্ষায় সাইনবোর্ড ও লাল পতাকা টাঙ্গিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি ভেকু মেশিন জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা।
তিনি বলেন, চর উরিয়া, চর নোমান ও চর লক্ষ্মী মৌজার ৭০০ একর জমিই সরকারের ১নম্বর খাস খাস খতিয়ানভুক্ত। এ খাসজমি অবৈধভাবে দখলের অভিযোগ পেয়ে দু’দফা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১১টি মাটি কাটার স্কেবেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়। এসময় কয়েকটি সতর্কীকরণ সাইনবোর্ড এবং লাল পতাকা উড়িয়ে সরকারি জমির সীমানায় পূঁতে দেয়া হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযোগের বিষয়ে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন (কামাল কোম্পানী) বলেন, এ জায়গার মালিক শাহজাহান নামের এক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা। তিনি জায়গাটি দেখাশোনার জন্য আমাকে পাওয়ার দিয়েছেন। এখানে বিশ্ববিদ্যালয়ের জায়গার কাগজপত্র থাকলে তিনি ওই জায়গা ছেড়ে দেবেন।
অপর আওয়ামী লীগ নেতা ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি জমি দখলের সাথে কোনোভাবেই জড়িত নই। গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ছিল, আমরা জনগণের জমি জনগণকে বুঝিয়ে দেব। আগে এসব জায়গা তাদের লোকজনের ছিল বলেও দাবি করেন সাবেক এ চেয়ারম্যান।
নোবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, এ জায়গা সরেজমিন পরিদর্শন শেষে ২০২০ সালের ২৭ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট’ খোলার অনুমোদন দেয় পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ। সেমোতাবেক আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. দিদার-উল-আলম বলেন, ওই জায়গা শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউটের প্রস্তাবিত স্থান। সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ভূমিতে অবৈধভাবে কোনো রুপ স্থাপনা নির্মাণসহ অবৈধভাবে দখল আইনগতভাবে নিষিদ্ধ। ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহযোগিতা করবে। ভূমিহীনদের বিনা নোটিশে তাড়িয়ে দেয়া অমানবিক। ভূমিহীনদের পুর্নবাসন না করে কোন কিছু করা উচিত নয়। এত সম্পদ থাকার পরও যারা খাসজমি দখল করে, তারা মানসিকভাবে অসুস্থ এবং লোভী প্রকৃতির বিকারগস্ত লোক।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন