বৃষ্টি জোয়ারে বেহাল সড়ক

চট্টগ্রামে বর্ষায় ও উন্নয়নের খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম


টানা বৃষ্টি আর জোয়ারে চট্টগ্রাম নগরীর সড়কে এখন বেহাল দশা। প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির রাস্তায়ও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের যে অংশ পানি জমে গেছে সেখানে গর্ত ডোবার আকার নিয়েছে। তাতে যানবাহন চালাতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। গর্তে যানবাহনের চাকা আটকে গাড়ি বিকল হচ্ছে, বাড়ছে যানজট। বর্ষায়ও চলছে উন্নয়নের খোঁড়াখুঁড়ি। ফলে কাদা পানিতে সয়লাব কয়েকটি সড়ক। রাস্তায় নেমেই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মকর্তারা বলছেন, বৃষ্টির সাথে কয়েকটি এলাকায় জোয়ারের পানিতে নিয়মিত সড়ক তলিয়ে যাওয়ায় সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাঙা সড়কে মেরামত কাজ চলছে। তবে বৃষ্টির কারণে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে।
চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে ১ হাজার ৪৪২ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে মোট সড়ক আছে ৩ হাজার ৪৫৯টি। এর মধ্যে অ্যাসফল্ট সড়ক আছে ১ হাজার ৪৬ কিলোমিটার দৈর্ঘ্যরে ১ হাজার ৭৫০টি। কংক্রিট সড়ক আছে ৩৬৪ কিমি দৈর্ঘ্যরে ১ হাজার ৪২৭টি। ব্রিক সলিং সড়ক আছে ১৫ কিমি দৈর্ঘ্যের ১৪১টি। কাঁচা সড়ক আছে ১৭ দশমিক ৫ কিমি দৈর্ঘ্যরে ১৪১টি। বৃষ্টি আর জোয়ারে কত কিলোমিটার সড়ক বিনষ্ট হয়েছে তার প্রকৃত হিসাব নেই চসিকের কাছে। তবে কর্মকর্তারা বলছেন, বেশির ভাগ সড়কের অবস্থা এখন নাজুক। বিশেষ করে যেসব এলাকায় উন্নয়ন কাজ চলছে সেখানকার অবস্থা বেশি খারাপ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, বারিক বিল্ডিং মোড় ও ফকির হাটের মাঝামাঝি চট্টগ্রাম বন্দরের দুই নং জেটি এলাকায় বিমান বন্দর সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পের কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। সেখানে রাস্তার বন্দর অংশে যানবাহন চলাচল বন্ধ রেখে মাটির নিচে ওয়াসার পাপই লাইন সরানোর কাজ চলছে। বৃষ্টিতে ভারী যন্ত্র দিয়ে মাটি খোঁড়াখুঁড়ির কারণে পুরো সড়ক কাদায় সয়লাব হয়ে গেছে। সেখানে গত তিনদিন ধরে রাতে দিনে যানজট স্থায়ী হয়ে গেছে। একই চিত্র বন্দর নিমতলা বিশ^ রোড, মাইলের মাথা ও ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ গেইট, আগ্রাবাদ বাদামতলি এলাকায়ও। বর্ষার মধ্যে র‌্যাম্প নির্মাণের খোঁড়াখুঁড়ির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
পানি জমে এসব গর্ত ডোবার আকার নিয়েছে। রাস্তায় রেখে দেয়া মাটি পানির তোড়ে ভেসে গিয়ে কাদার প্লাবন সৃষ্টি করেছে। গাড়ি চালকেরা বলছেন, কাদার উপর যানবাহন চালাতে গিয়ে গাড়ি উল্টে যাচ্ছে। ঘটছে ছোটখাট দুর্ঘটনা। আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের কাদা উপচে পড়ছে দোকান আর বাসাবাড়িতে। নগরীর আরেক ব্যস্ততম পাঠানটুলি সড়কে চলছে চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাছ। ওই সড়কের মাঝ বরাবর এলাকা ঘেরাও করে চলছে খোঁড়াখুঁড়ি। দুই পাশে সরু অংশে যানবাহন চলাচল করতে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নগরীর আরো কয়েকটি সড়কে উন্নয়ন কাজ চলছে। বর্ষায় এসব সড়কে কাটাকাটির ফলে বেহাল অবস্থা হয়েছে।
নগরীর প্রধান প্রধান সড়ক বিশেষ করে চট্টগ্রাম বন্দর, ইপিজেড, বেসরকারি কন্টেইনার ডিপোসহ শিল্প কারখানারমুখি সড়কে অবস্থা নাজুক। এসব সড়কে ভারী যানবাহন চলাচল করছে। বৃষ্টি আর জোয়ারের পানি জমে যাওয়ায় সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। জমে থাকা পানিতে সড়কে গর্তের সৃষ্টি হচ্ছে। প্রবল জোয়ারে প্লাবিত হচ্ছে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ, বাকলিয়া, চান্দগাঁওসহ বেশির ভাগ এলাকা। রাতে দিনে দুই দফা জোয়ারের নিয়মিত কয়েক ঘণ্টা এসব সড়ক পানিতে তলিয়ে থাকছে। তলিয়ে যাওয়া সড়কে যানবাহন চলাচল করায় সড়ক ভেঙে চুরে খানাখন্দের সৃষ্টি হচ্ছে।
নগরীর ডিটি রোড, নিমতলা বিশ^ রোড থেকে শুরু হয়ে সিটি গেইট পর্যন্ত পোর্ট কানেকটিং রোড, আগ্রাবাদ এক্সেস রোড, বন্দর টোল রোড, বিমান বন্দর সড়ক, সিটি আউটার রিং রোড, বায়েজিদ বোস্তামি সড়ক, বহদ্দারহাট থেকে সিএন্ডবি কাপ্তাই রাস্তার মাথা হয়ে কালুরঘাট সড়ক, মাঝির ঘাট রোড, মেরিনার্স রোডে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহনের চাকায় এসব গর্তের ইট কংকর উঠে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে সবকটি সড়কে ভারী যানবাহনের চাপ। আর এসব সড়কের বেহাল দশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
প্রধান প্রধান সড়কের চেয়ে নাজুক অলিগলির সড়কের অবস্থা। নিউমার্কেট, রেয়াজুদ্দিন বাজার, চকবাজারসহ অনেক এলাকায় নালা-নর্দমা সংস্কার কাজ চলছে। আবার কয়েকটি এলাকায় সিডিএর পানিবদ্ধতা নিরসন প্রকল্পের কাজও চলছে। তাতে রাস্তা কাটাকাটির কারণে এসব সড়ক গ্রামের কাঁচা সড়কের রূপ নিয়েছে। কাদায় সয়লাব এলাকা। তাতে পথ চলতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী। বিশেষ করে স্কুলের শিক্ষার্থী ও মহিলাদের দুর্ভোগের অন্ত নেই।
এদিকে বেহাল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে জোড়াতালি দিয়ে গর্ত ভরাট করছে চসিক। কোথাও ইট দিয়ে আবার কোথাও বালু ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। প্রকৌশলীরা বলছেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আপাতত নিয়মিত সংষ্কার কাজের অংশ হিসাবে রাস্তা মেরামত চলছে। বর্ষা শেষে ব্যাপক আকারে কাজ শুরু করা যাবে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
আরও

আরও পড়ুন

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

ভারতের  প্রথম মহিলা  নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট

মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট

আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে

ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে

জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল

জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল

ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন

ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত

ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত

হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু

হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু

কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১

কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১